ছাতার কথা !

                           মিশরের ছাতা
 

বৃষ্টি কিংবা রোড ছাতাই ভর্ষা । দেখি এবার ছাতার ইতিহাস কি বলছে , ছাতা নাকি প্রাচীনকাল থেকেই ব্যাবহার করা হতো ‌। ছাতার ইংরেজি তে বলে Umbrella এই কথা এসেছে ল্যাটিন শব্দ UMBRAGE থেকে তার মানে ছায়া । ছাতার প্রথম ব্যাবহার দেখা যায় মিশরীয় সভ্যতায় । সেই সময় পালক ও কাঠ দিয়ে ছাতা তৈরি হতো ফারাওরা দের জন্য। চীনে দেশে বিভিন্ন ধরণের ছাতা তৈরি হতো । প্রযুক্তি উন্নয়নে সাথে কাপড়, চামড়া, আর ছাতার হরতালে বিভিন্ন নকশা তৈরি হতো। আনুমানিক খ্রিষ্টপূর্ব 400 সালে । চীনের অভিজাত মহিলা আর রাজবংশ ছাতা ব্যবহার করত। চীন থেকে এবার গ্রিস ও রোমে দেখি ছাতা কবে থেকে ব্যাবহার হচ্ছে , আনুমানিক খ্রিষ্টপূর্ব 1000 অব্দে ‌। এখানে ও অভিজাত মহিলাদের প্রসাধনীর অন্যতম অংশ ছিল ছাতা । 

  


ছেলেদের হাতে অনেক পরে ছাতা উঠেছে এই নিয়ে ইংল্যান্ডের একটা গল্প আছে , জোনাস হ্যানওয়ে সাহেব ইংল্যান্ডের রাস্তা ছাতা মাথায় বেরিয়েছে সবাই তো খুব হাসা হাসি করছে , সাহেব ছাড়ার পাত্র নন উনি ছাতা

জোনাস হ্যানওয়ে সাহেব

 মাথায় নিয়ে চলেছে ।  জমিদারের ছাতা ধররার লোক ছিল ।

জমিদারের লোক ছাতা ধরেছে

1830 সালে বিশ্বের প্রথম ছাতার দোকান চালু হয় লন্ডনের 53 নিউ অক্সফোর্ড স্ট্রিটে , দোকানের নাম জেমস স্মিথ অ্যান্ড সন্স অবাক করা বিষয় হল 200 বছর পরেও এখনো এই দোকান রমরমিয়ে চলছে ।

সেই দোকান


 ছাতার জন্য একটা সাল খুব গুরুত্বপূর্ণ কারণ এই সাল অর্থাৎ 1852 এই বছর সুইচ সাহায্য ছাতা খোলার পদ্ধতি আবিষ্কার হয়। 1960 সালে পলেস্টার কাপড় আবিষ্কার হয় এবং ছাতার বিপ্লব ঘটে।

ছাতার ডিসাইন বিভিন্ন রকম হচ্ছে আর হবেও ফটো স্টুডিওতে ছাতার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে , এখন তো আবার রিমোট কন্ট্রোল ছাতাও তৈরি হচ্ছে । উচ্চবিত্ত কিংবা মধ্যবিত্ত সবার জীবনে ছাতা আছে ও থাকবে ।

ছবি সূত্র - internet

তথ্য সূত্র - https://roar.media/bangla/main/history/the-history-of-umbrella

https://shono.sangbadpratidin.in/mixed-bag/history-of-umbrella-its-origin-to-present-day/


ডাকব্যাক এর রেন কোর্ট - https://chaloamaragalpakori495.blogspot.com/2022/03/blog-post_20.html 



Comments

Salil Hore said…
ভালো লাগলো খুব।
Tiki liki said…
ধন্যবাদ