প্রথম ফাঁসি ব্রিটিশ সরকারের সময় !

মহারাজা নন্দকুমার 

5th August 1775 খ্রিষ্টাব্দ হেস্টিংস ছিল লোকে লোকারণ্য। ভিড়ের কারণ একটাই সেদিনকে এই দেশে প্রথম ফাঁসি দেয়া হয়েছিল । পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলা সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল অনেকেই । তারা ভেবেছিল যে ইংরেজদের প্রথমে সাহায্য করবে তারপর সুযোগ-সুবিধার প্যাঁচে ফেলবে‌ , এই বিশ্বাসঘাতকদের মধ্যে ছিলেন মহারাজা নন্দকুমার‌ । 
ওয়ারেন হেস্টিংস 

ব্রিটিশদেরকে আর অত সহজে প্যাঁচে ফেলা যায় বরং উল্টো, ব্রিটিশ সরকার এই নন্দকুমার কে উল্টো ফাঁসিয়ে দেয় এক জালিয়াতি মামলায়, আর এই মামলায় হাইকোর্ট ফাঁসির নির্দেশ দেয়। ইংরেজ শাসনের শুরুতে ফাঁসি দেয়া হতো রাস্তার ধারে গাছের উপর থেকে, নন্দকুমারের ফাঁসি হয়েছিল প্রকাশ্যেই কিন্তু নন্দকুমার এর জন্য আস্ত একটি কুপ খোড়া হয়েছিল হয়েছিল।

সেই ফাঁসির জায়গা 


 এটা ছিল হাইকোর্টের রায়ে ফাঁসি এমনি সাধারণ কোনো জমিদারি মামলা তো নয় ! তাই এই ঘটনার সাক্ষী থাকতে ভিড় জমে ছিল এমনকি ব্রাহ্মণ হত্যার সাক্ষী থাকারঅপরাধ শাস্তি মেনে ছিল ধর্মপ্রাণ হিন্দুরা। অবশ্য গঙ্গা জলে স্নান করলেই দোষ কেটে যাবে ফেরার সময় অনেকেই একবার গঙ্গায় ডুব মেরে এসেছিলেন । 


ছবি সূত্র - internet

তথ্য সূত্র - http://www.bongodorshon.com/home/story_detail/british-conspiracy-against-maharaja-nanda-kumar


ব্রিটিশ শাসনে প্রথম ফাঁসি, মহারাজা নন্দকুমারের হত্যাদৃশ্য দেখতে জনসমুদ্র কলকাতায় - Prohor https://www.prohor.in/maharaja-nandakumar-the-first-indian-hanged-by-british-raj

 

Comments