রেনকোর্ট

 


সুরেন্দ্র মোহন বসু উল্লেখযোগ্য কারণ তিনি প্রথম  বাংলায় ওয়াটারপ্রুফ এর ব্যবসা করেন । ইংরেজি তে একটা কথা আছে " like water of's ducks back " হাঁস সারাক্ষণ জলে থাকে জল থেকে উঠলে পালক ঝেড়ে ফেললে জলের লেস মাত্র নেই । এ প্রভাদ থেকেই  1920 খ্রিষ্টাব্দে সুরেন্দ্রমোহন বসুর মাথায় আসে জার নাম duckbag। 

ওয়াটারপ্রুফের ব্যবসা করার কথা মাথায় এসেছিল কারণ  স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং এর জন্য জেল খেটে ছিলেন আর সেই সময় প্রথম বিশ্ব যুদ্ধ চলছিল এবং আর ব্রিটিশদের হয়ে ভারতের সেনা অংশে নিয়েছিল সেই যুদ্ধে ‌‌। জেলের ভেতরে বসে তিনি জানতে পেরেছিলেন কিভাবে জল বৃষ্টি মাথায় নিয়ে এই সৈন্যদের লড়াই করতে হয় , তাদের না আছে বর্ষাতি আর না আছে জল কাদায় হাঁটাচলার প্রয়োজনীয় গামবুট ।



কারণ সেই সময় ভারতে বর্ষাতি তৈরি করা হতো না আর সব জিনিসের মত বর্ষাতি ও বাইরে থেকে আনাতে হতো আর যার ফলে  দাম ছিল আকাশছোঁয়া এবং সৈন্যদের কাছে তো ধরাছোঁয়ার বাইরে ।  যার ফলে সুরেন্দ্র মোহন বসু ঠিক করে ফেলে ভবিষ্যতে কি করা উচিত । তিনি ছিলেন বার্টলে ও স্টেনফর্ড ইউনিভার্সিটি প্রাক্তনি । পরিকল্পনা অনুযায়ী তার দুই ভাই অজিত মোহন ও যোগেন্দ্রমোহন কে নিয়ে বিষ্ণুপদ কে নিয়ে বাড়িতে কারখানা তৈরি করে ফেলে, লক্ষ্য একটাই ছিল কম দামে সাধারণ মানুষের জন্য রেইনকোট তৈরি করা । সাধারণ মানুষের কাছে সস্তা রেইনকোটের প্রেরণা ছিল স্বদেশী আন্দোলন ।

ছবি সূত্র - internet

তথ্য সূত্র - https://www.prohor.in/duckbuck-was-founded-by-a-bengali/

Comments