এখনো আছে ভিস্তিওয়ালা

ভিস্তিওয়ালা

 এখন তো কল খুললেই জল বা ডোর পাম্পে জল উঠছে কিংবা সাইকেল বা ভ্যানে করে গ্যালন ভর্তি জল দিয়ে যাচ্ছে জল কোম্পানি । তবে এখনো কোথাও কোথাও টিউবল আছে যাকে এক কথায় বলা যায় চাপকল, উপরে চাপলে জল পড়ে কিন্তু যখন পাইপলাইন ছিলনা তখন জল নিয়ে আসতো ভিস্তি ওয়ালা । ছাগলের চামড়া তৈরি এই ব্যাগ কে বলা হয় মসক । ভিস্তি ওয়ালাদের এই মসকে জল ঠান্ডা থাকতো শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মশক নিয়ে জল পৌঁছে নিয়ে যেত ভিস্তি ওয়ালারা । ফার্সিতে একটা শব্দ আছে বহেস্ত মানে স্বর্গ । এই বহেস্ত থেকেই ভিস্তি শব্দটি এসেছে , আগেকার দিনে মনে করা হতো স্বর্গে অনেক নদী আছে আর এই নদী থেকে মশকে করে ভিস্তিওয়ালা জল নিয়ে এসে মানুষের কাছে পৌছেদিত । কলকাতার সঙ্গে ভিস্তিওয়ালাদের সম্পর্ক অনেক পুরনো স্নান ও রান্নার জাল পৌছেদিত এই ভিস্তিওয়ালারা, কলকাতায় ও ঢাকায় ছিল ভিস্তি পল্লী । তবে সময় সঙ্গে ভিস্তিওয়ালা দে জায়গা নিয়েছে মোটর পাম্প । তবে এখনো মধ্য কলকাতার কিছু বাড়ি ও দোকানে এখনো ভিস্তিওয়ালা কাল পৌঁছে দেয় ।

মশক 


মাত্র মাত্র 40 জন ভিস্তিওয়ালা এখনও বাঁচিয়ে রেখেছে তাদের এই পেশাকে । তবে সকাল কিংবা সন্ধে ঝড় বা বৃষ্টি মসকে করে এখনো ভিস্তিওয়ালারা জল পৌঁছে দিচ্ছে । রাফি আহমেদ কিদওয়াই রোড , বৃন্দাবন দাস লেন, মার্কুইসট স্টীট , এলিয়ট রোডের উপর দিয়ে যেতে গেলে হয়তো দেখা হতে পারে কোন ভিস্তিওয়ালা সাথে ।

ছবি সূত্র - internet

তথ্য সূত্র - http://www.bongodorshon.com/home/story_detail/bhistiwalas-of-kolkata

https://eisamay.com/west-bengal-news/kolkata-news/vistiwala-debashis-das/articleshow/67516209.cms?utm_source=Whatsapp_Wap_stickyAS&utm_campaign=eismobile&utm_medium=referral

Comments