- Get link
- X
- Other Apps
Posted by
Tiki liki
on
- Get link
- X
- Other Apps
![]() |
| Grand Opera House |
আমাদের আজকের কলকাতা ছিল ব্রিটিশদের দখলে এবং ব্রিটিশ সরকার তার আগে অবশ্যই ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই কলকাতাকে তৎকালীন ভারতের রাজধানী হিসেবে ঘোষণা করেছি, পরে অবশ্য রাজধানী বদল করা হয়। আসলে ব্রিটিশরা চেয়েছিল কলকাতা কে লন্ডনে পরিনত করতে। আর এই সবের জন্য যা যা দরকার সেইসব লন্ডন থেকেই কলকাতা নিয়ে আসা হতো। এই ব্রিটিশ সাহেবদের অন্যতম শখ ছিল ওপেরা বা অপেরা শোনা। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেই সময়ের অপরা হাউস গুলো কী এখন আছে? যদি থেকে থাকে তাহলে সেগুলো কথায় ?
এই ধরনের বা বলা ভালো এই রকম অপরা হাউস আমাদের কলকাতাতেই রয়েছে, তাকে আমরা অন্য নামে চিনি। জানা গেছে কলকাতার সবচেয়ে পুরনো অপেরা হাউস 1827 সালে তৈরি এবং এটি ছিল কাঠের তৈরী। এর আগে অপরা হাউস তৈরি হয় যাকে বলা হতো Old Opera House. পরে অবশ্য এই অপেরা হাউসের নাম পাল্টে যায় এই অপেরা হাউস নাম হয় বিজো গ্রেন্ড অপেরা হাউস সালটা ছিল 1906. পরবর্তীকালে এই অপেরা হাউস বিক্রি হয় E H Ducasse কাছে এবং পরে আবার এই অপেরা হাউস বিক্রি হয় E M Cohen এর কাছে যিনি আবার এই জায়গাটির নাম পাল্টে গিয়ে হয় গ্রেন্ড অপেরা হাউস। তবে আমরা গ্রেন্ড অপেরা হাউস কথা বলছি, সেটি ও ঐ সময়ে অপেরা দেখানো বন্ধ গেছে, আসলে অপেরা ব্যাপারটা নিয়ে কেন বন্ধ হয়ে যায় সে নিয়ে ও খোঁজ খবর নিয়ে জানা যায় যে ব্রিটিশরা ইতালিয় অপেরা কে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে করেছিল। একদিক থেকে বলা যায় ইতালিয় অপেরা ও ব্রিটিশ সাংস্কৃতির গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছিল। কিন্তু ব্রিটিশদের লন্ডনেই 1830 সাল থেকে অপেরা হাউস বন্ধ হতে থাকে, ব্রিটিশদের জীবনযাত্রাতেও অপেরা আর খাপ খাওয়াতে পারেনি। কিন্তু কলকাতা তথা ভারতবর্ষ যখন ব্রিটিশরাজ চলছিল তখন 1860 সালে তাদের ঔপনিবেশি ভারতের কলকাতা তারা তাদের প্রিয় অপেরা কে নিয়ে এসেছিল। অনেক ধারণা ছিল কলকাতা নিশ্চয়ই অপেরা চলবে, প্রথম দিকে যখন কলকাতায় অপেরা এসেছিল তখন কদিন বেশ চলেছিল। কিন্তু কলকাতার সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সভাবের টিকে থাকতে পারেনি এই অপেরা, আর খুব কমই মানুষ দেখত এমনকি ইউরোপীয়দের সংখ্যা ছিল কম যার ফলে অপেরা হাউস বন্ধ হয়ে যায় তার যায়গা নেয় বাংলা থিয়েটার। কিন্তু সেই কথা পরে হবে, এই অপেরা হাউস গুলোতে অপেরা বন্ধ হওয়ার পর হলিউড সিনেমা দেখানো হতো, এই গ্রেন্ড অপেরা হাউস যখন কোহেন সাহেব কিনলেন তখন এর নাম পাল্টে করলেন গ্লোব সিনেমা। এই গ্লোব সিনেমাই হলো কলকাতার প্রথম সিনেমা হল যেখানে রোজ হলিউড সিনেমা দেখানো হতো। তৎকালীন কলকাতার ইউরোপীয়দের বেশ ভালো জায়গায় ছিল এই সিনেমা হল, এখানে বলে রাখা দরকার যে বিশ্ব যুদ্ধ তখন চলছে।
![]() |
| গ্লোব সিনেমা হল |
বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, এখন কলকাতায় ছিল ভয়ে কবলে। আসলে জাপানিরা প্লেন থেকে বোমা ফেলেছিল কলকাতায় আর এই সবের জন্য মার্কিন সেনা কলকাতায় মোতায়েন হয়েছিল। আর তাদের এই গ্লোব সিনেমা ব্যাপক পছন্দ ছিল। কিন্তু দেশ যখন স্বাধীন হলো, আর আস্তে আস্তে ইউরোপীয় এবং অ্যাংলো ইন্ডায়ান ভারত ছাড়তে শুরু করলো যার গ্লোব সিনেমা তার ঐতিহ্য হারাতে আরম্ভ করলো, আসলে হলিউড সিনেমা মূল দর্শক ছিল ইউরোপিয়রা তারাই দেখতে আসত হলিউড সিনেমা কিন্তু ইউরোপীয় ভারত ছেড়ে চলে যাওয়ার ফলে গ্লোবে সিনেমা হাল পড়ছিল কিন্তু সেই সময়ের বাঙালি জাতির কাছে গ্লোব সিনেমা আলাদা একটা জায়গায় করে নিয়েছিল। সেই সময়ের বাঙালি যুব সমাজ বুঝতে পেরেছিল ভারতীয় সিনেমা থেকে হলিউড সিনেমা আলাদা এই সব সিনেমা একমাত্র উপভোগ করা যায় এই গ্লোব সিনেমায়। ফেলুদার যত কান্ড কাঠমান্ডুতে এই গ্লোব সিনেমা হলের উল্লেখ রয়েছে। বলা 1960 সালের পর গ্লোব সিনেমা হাল হকিকত পাল্টে গেছিল। গ্লোব সিনেমা হল নিয়ে মোট তিনটি সিনেমা হল হলিউড সিনেমা দেখাতো। কিন্তু পরবর্তীতে রাজনৈতিক পরিস্থিতি খুব প্রভাব ফেলেছিল এই সিনেমা হলটির উপর। আর একই সঙ্গে নতুন সিনেমা হল সব সুযোগ সুবিধা গড়ে উঠছিল কলকাতার বিভিন্ন জায়গায়, গ্লোব তখন আর সেই গ্লোব নেই। গঙ্গা জলের মতো অনেক স্ত্রোত পেরিয়ে থিয়েটার হলটি সিদ্ধওয়া পরিবার এবং মুম্বাইতে সদর দপ্তর গ্লোব থিয়েটারস প্রাইভেট লিমিটেডের স্বত্বাধিকারী টাটার সম্পত্তিতে পরিণত হয়। একই সঙ্গে ধনশ্রী প্রাইভেট লিমিটেড সঙ্গে গ্লোড স্টার প্রাইভেট লিমিটেড মালিক হয় গ্লোব থিয়েটার প্রাইভেট লিমিটেড এর। অবশেষে 2011 সালের জুলাই মাসে নীতিন কুমার জেন, মেঘরাজ দাগা আর দেবেন্দ্রর সিং শন্ত একজায়গায় হয় এবং ঠিক করেন যে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা গ্লোব সিনেমা কে আবার সেই পুরনো অবস্থা ফিরিয়ে আনবেন। কারণ সেই সময় গ্লোব সিনেমা হল প্রায় শেষ হতে চলেছে, অবশেষে 2014 সালে নীতিন কুমার জেন টিম এবং তার কোম্পানি Consortia Construction Company Private Limited এই গ্লোব সিনেমা হল কে আবার জনসাধারণের অন্যতম স্থান করে দেয়। এখানে মানে গ্লোব সিনেমা হলে এখন ১০০টি দোকান, ফুড কোর্ট এবং একটি দুই-স্ক্রিন মাল্টিপ্লেক্স সহ একটি বুটিক শপিং মলে রূপান্তরিত হয়েছে।
এখনো গ্লোব সিনেমা চলছে... এভাবেই গ্লোব থিয়েটার বার বার মনে করিয়ে দেয় কলকাতা।
ছবির সূত্র - internet
তথ্য সূত্র - https://puronokolkata.com/2021/04/15/calcuttas-grand-opera-house/
British Calcutta
British era
colonial calcutta
Globe cinema hall
Grand Opera House
Hollywood movie
Opera
- Get link
- X
- Other Apps



Comments