- Get link
- X
- Other Apps
Posted by
Tiki liki
on
- Get link
- X
- Other Apps
![]() |
| স্কটিশ গোরস্থান |
কলকাতার গোরস্থান কথা বলেই মনে পড়ে পার্ক স্ট্রিট সেমেট্রি বা গোরস্থান এর কথা। কিন্তু সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রি ছাড়াও কলকাতা স্কটিশ সেমেট্রি রয়েছে। কিন্তু ব্রিটিশ আর স্কটিশদের মধ্যে কী কোনো পার্থক্য রয়েছে? হ্যাঁ রয়েছে তবে খুব বেশী নয়, জানা যায় স্কটিশ গোরস্থান এর আইন আলাদা। এছাড়া মৃতের পরিবারের সদস্যরা কফিন নামানোর সময় অংশ করতে পারে এবং স্কটিশ কবরের গ্রেভস্টোন এবং তার কাঠামো অঞ্চল অনুযায়ী হবে। এবার আসি আসল কথায় সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রি থেকে খুব বেশী দুরে নয় কলকাতার কড়েয়া রোডে অবস্থিত রয়েছে স্কটিশ গোরস্থান। এখন যেখানে এই স্কটিশ গোরস্থান রয়েছে ব্রিটিশ আমলে কলকাতার এই গোরস্থান এর আসে পাসের যায়গা টা নাকি ইউরোপীয়দের ( ইন্দো ইউরোপীয় ব্যাক্তিগত ধারনা )ধারণা রেডলাইট এলাকা বলে কুখ্যাত ছিল। বর্তমান সময়ে স্কটিশ গোরস্থান দেখভাল করছে সেন্ট অ্যান্ড্রু'স চার্চ এবং কলকাতা স্কটিশ হেরিটেজ ট্রাস্ট। কলকাতার এই গোরস্থান বা বলা ভালো স্কটিশ গোরস্থান কথা 1820 সালে জৈনিক ক্রিক সাহেবের একটি সাক্ষরিত এক দলিল এ দেখা যায়, তিনি সেখানে জানাচ্ছেন যে অনেক যায়গায় বিভিন্ন দেশের মানুষের জন্য এবং তার ধর্ম কে সম্মান জানিয়ে তাদের জন্য আলাদা আলাদা সমাধিস্থল করা প্রয়োজন আর স্কটিশ গোরস্থান করার জন্য অনেক যায়গা এবং স্কটিশ গোরস্থান করার জন্য অনেক টাকার ও দরকার। এই রকম অবস্থায় J W Futon, A Colvin, G l Gordon, A Mectir এবং E Brightman এক যায়গায় মিলিত হন এবং একটি চিঠি লেখেন লালবাজারের চ্যাপেলের রেভারেন্ড একটি চিঠি লেখেন সেই সময়ে এক ব্যাপটিস্ট মন্ত্রী কে, চিঠি উল্লেখ ছিল স্কটিশ গোরস্থান স্থানের জন্য জমি এবং চাঁদার। পরবর্তী কালে রেভারেন্ড ল্যানসন তাকে ধন্যবাদ জানান তিনশো টাকা চাঁদা দেওয়া জন্য। এই গোরস্থানের জন্য তৎকালীন ব্রিটিশ সরকার নয় বিঘা জমি দেয়, এবং একটি চার্চ গঠন করা হয়। এখানে আরও জানা যায় যে কিছু টাকা বেঁচে ছিল সেই টাকা দিয়ে রেভারেন্ড গোগারলিক তাঁর ছেলে কে কবর দিয়েছিলেন, কিন্তু এই কবরটি কড়েয়ে বা কড়েয়া রোডের স্কটিশ গোরস্থান দেওয়া হয় নি! তার বদলে সার্কুলার রোডের গির্জা ওখানে দেওয়া হয়। অবশ্য এর জন্য দায়ী করা হয় স্কচ কার্কে কে, তার স্টাফদের মধ্যে কী নিয়ে ভুল বোঝাবুঝি হয় ছিল।
![]() |
| স্কটিশ গোরস্থান ভেতরে একটি সমাধি |
তবে কার্কের অধিবেশনে অনেক ঝামেলা হয়, সব এই দাবিটি মেনে নিতে নারাজ হয় কিন্তু শেষমেষ সবাই মেনে নেয়। জানা যায় এই স্কটিশ গোরস্থান রেকর্ড করা হয়েছে অনেক সমাধি, তবে শেষপর্যন্ত 1840 সালের রেকর্ড পাওয়া যায়। কিন্তু 1820 সাল থেকেই তো এই স্কটিশ গোরস্থান চালু হয়ে গেছিলো, তাহলে এই গোরস্থানের প্রথম সমাধি কার ছিল? রেকর্ড তো আছে 1840 অব্দি! তবে জানা গেছে এই গোরস্থানের প্রথম সমাধি ছিল মার্গারেট বয়েড এর জিনি মারা যান 1826 সালে মারা যান, ইনি ছিলেন বয়েড ওফ বয়েডে কোম্পানির মালিক ডাব্লিউ এস বয়েব এর স্ত্রী। এই ঘটনার একমাস পর আরো একজনের সমাধি হয় এই গোরস্থানে যার নাম ছিল জন ম্যেকেন। এছাড়া এখানে অনেক গুরুত্বপূর্ণ ব্যাক্তি সমাধি রয়েছে, যারা কলকাতা তথা ভারতবর্ষের ইতিহাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এখানে রয়েছে যেমন বিখ্যাত ধর্মপ্রচারক স্যামুয়েল পিয়ার্সের পুত্র উইলিয়াম হপকিন্স পিয়ার্স ছিলেন নারী শিক্ষার পথিকৃৎ এবং ভারতীয় ভাষায় ইংরেজি গ্রন্থ অনুবাদের পথিকৃৎ। 'বাঙালি' চার্চের প্রথম যাজক রেভারেন্ড ডেভিড ইওয়ার্টকে এখানে সমাহিত করা হয়েছে। এছাড়া গভর্নর-জেনারেলের সার্জন সাইমন নিকলসন, যাকে 'কলকাতার স্যার এইচ. হ্যালফোর্ড' বলা হত, তার সমাধি রয়েছে এই গোরস্থানে। এই গোরস্থানে অনেক বাঙালি খ্রীষ্টানদের সমাধি রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো জৈনিক ভট্টাচার্য্যের সমাধি। এই গোরস্থানের সবচেয়ে বিখ্যাত সমাধি হলো, রেভারেন্ড টমাস জোন্সের, যিনি খাসি ভাষায় রোমান বর্ণমালা প্রবর্তন করেছিলেন এবং তাই তিনি খাসি লিপি এবং এর সাহিত্যের প্রধান স্রষ্টা। কিন্তু ভারতের স্বাধীনতা পর কলকাতার অন্যতম স্কটিশ গোরস্থান জঙ্গলে পরিনত হয়, বিশেষ করে 1970 নাগাদ আর সমাধি গুলো প্রায় দেখাই যায়না। অবশেষে 2008 সালে কলকাতার স্কটিশ হেরিটেজ ট্রাস্ট গোরস্থানের দায়িত্ব নেয় এবং বর্তমানে এটি পরিষ্কার হয়ে গেছে এবং সমাধিস্থলের সমাধি গুলি পুনরুদ্ধার করা হয়েছে। এই গোরস্থান ও সাক্ষী রয়েছে কলকাতার উত্থান পতনের।
ছবি সূত্র - internet
তথ্য সূত্র - http://readinggamesplayingbooks.com/scots/node/195
- Get link
- X
- Other Apps


Comments
খোঁজখবর করার সময় এই "পাইন" দের সমাধি কথা কোথায় খুঁজে পায়নি। যদি আপনি একটু বুঝিয়ে বলেন তাহলে খুব উপকার হয় 🙏