- Get link
- X
- Other Apps
Posted by
Tiki liki
on
- Get link
- X
- Other Apps
![]() |
| মহারাণী ভিক্টোরিয়া, ভিক্টোরিয়া মেমোরিয়াল সামনে |
কলকাতার অন্যতম ব্যস্ত রাস্তার নাম কুইন্স ওয়ে। কলকাতার যেকোনো আন্দোলনে এই রাস্তাটি থাকবেই। তাই রাস্তার কোন রাণীর নামে হলো ? লক্ষ্য করলে দেখবেন যে এই রাস্তাটির সামনে দাঁড়িয়ে আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, বুঝতে পারছেন এই রাস্তাটির নাম করণ হয়েছে রাণী ভিক্টোরিয়ার নাম অনুসারে। এখন অনেকে বলতে পারেন কত রাণী ভিক্টোরিয়া আছে, এতদিন তো কত রাণী এলিজাবেথ দেখলাম! সে ক্ষেত্রে বলে রাখি রাণী ভিক্টোরিয়া একজনই ছিল One and Only. তার পুরো নাম Alexander Victoria.
রাণী ভিক্টোরিয়া 1819 সালের মে মাসের 24 তারিখে জন্মগ্রহণ করেন। মহারাণী ভিক্টোরিয়া একমাত্র সন্তান ছিলেন এডওয়ার্ড ডিউক ওফ কেন্টের, ইনি রাজা তৃতীয় জর্জের চতুর্থ সন্তান। রাণী ভিক্টোরিয়া তাঁর কাকা চতুর্থ উইলিয়ামের মৃত্যুর হয় 1837 সালের জুন মাসের 20 তারিখে, এরপর রাণী ভিক্টোরিয়াকে সমগ্র ব্রিটিশ সাম্রাজ্যের মহারাণী হিসেবে ঘোষনা করা হয় 1838 সালের 28শে জুন। সেই সময় ভারতবর্ষে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসায়ী হিসেবে এসে ভারতের রাজা হয়ে উঠেছে। এরকম অবস্থায় 1857 সালে প্রথম ভারতের স্বাধীনতা জন্য সশস্ত্র আন্দোলন হয়, যা সিপাহী বিদ্রোহ নাম সারা বিশ্বে পরিচিত। এতোটাই সারা ফেলেছিল যে বিশ্বে আলোচিত হয়েছিল, এই খবর গেল মহারাণী ভিক্টোরিয়ার কানে। এই পরিস্থিতিতে 1858 সালে পয়লা নভেম্বর ভিক্টোরিয়া ঘোষণা করেন যে এখন থেকে ভারতবর্ষ ইংল্যান্ডের উপনিবেশ। ব্যাস ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর রাজা থাকা হলো না। মহারাণী ভিক্টোরিয়া বিয়ে হয় প্রিন্স অ্যালবার্ট সঙ্গে 1840 সালের ফেব্রুয়ারি মাসের 10 তারিখে প্রিন্স অ্যালবার্ট নামে কলকাতায় রাস্তা রয়েছে আর এছাড়া ছেলেদের চুল আঁচড়ানো একটি স্টাইলের নাম ও এই ভিক্টোরিয়ার স্বামীর নামে।
![]() |
| প্রিন্স অ্যালবার্ট |
অ্যালবার্ট এবং ভিক্টোরিয়ার চারটি ছেলে এবং পাঁচটি মেয়ে সন্তান ছিল। প্রিন্স অ্যালবার্ট ওরফে প্রিন্স কোনসর্ট ভিক্টোরিয়া ও তার ছেলে মেয়েদের ছেড়ে 1861 সালে ইহলোক ত্যাগ করেন। প্রিন্স কোনসর্ট এর মৃত্যুর পর বিধবা রাণী ভিক্টোরিয়া দশ বছরের কিছু বেশি বছর লোকসমাজের আড়েলে চলে গেলেন, কিন্তু এসত্বেয় রাণী কিন্তু তার প্রজাদের থেকে মুখ ফিরিয়ে নেন নি। নিজের প্রজাদের জন্যে যেইসব দায়িত্ব রাণী হিসাবে পালন করা উচিত, সেই সব রাণী ভিক্টোরিয়া পালন করেছেন। এরই মধ্যে 1887 মহারাণী ভিক্টোরিয়ার জয়ন্তী মানে জুবিলি এবং 1897 সালে মহারাণী ভিক্টোরিয়ার হীরক জয়ন্তী উদযাপন করা হয়। শুধু সুদূর ব্রিটেনে নয় সেই সময়ে ব্রিটিশ উপনিবেশ গুলি তে হীরক জয়ন্তী উদযাপন করা হয়। তবে উপনিবেশ গুলিতে হীরক জয়ন্তী উদযাপন ইচ্ছে করে অনেকটা বলা জোর করে করা হয়, তার অবশ্য কারণ ছিল। 1901 সালের জানুয়ারি মাসের 22 তারিখ রাণী ভিক্টোরিয়া পরলোকগমন করেন আর তার সঙ্গে শেষ হয় একটি যুগ যা ভিক্টোরিয়া যুগ Victorian Era নামে পরিচিত। কলকাতার রাণী ভিক্টোরিয়া সবচেয়ে সুন্দর মেমোরিয়াল রয়েছে, বাংলার গভর্নর জেনারেল লর্ড কার্জন ছিলেন যেই সময় ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি হয়েছিল, ভিক্টোরিয়া মেমোরিয়াল সময় বাঙালিরা চাঁদা দিয়েছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরির জন্য এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরির অন্যতম কারিগর স্যার রাজেন্দ্রনাথ মুখার্জি। কারণ যেই কোম্পানি কে ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল তার দুই পার্টনারের একজন ছিলেন স্যার রাজেন্দ্রনাথ মুখার্জি। ভিক্টোরিয়া মেমোরিয়াল ঢুকলেই দেখা যাবে রাণী ভিক্টোরিয়ার মূর্তি যা স্বয়ং পচ্ছন্দ হয়েছিল রাণী ভিক্টোরিয়ার, এই মূর্তিটি তৈরি করেন জর্জ ফ্রেমটন। রানী-সম্রাজ্ঞী আকর্ষণীয় নকশার একটি সিংহাসনে উপবিষ্ট, এবং অর্ডার অফ দ্য স্টার অফ ইন্ডিয়ার পোশাক পরেন। "তার ডান হাতে রাজদণ্ড বহন করা হয়েছে, এবং বামদিকে রাজ্যের কক্ষপথ, সেন্ট জর্জের একটি চিত্র দ্বারা আবর্তিত। মাথায় একটি মুকুট এবং লরেলের পুষ্পস্তবক রয়েছে এবং একটি কুশন দ্বারা কাঁধে সমর্থন দেওয়া হয়েছে চেয়ারের পিছনে গ্রেট ব্রিটেনের সিংহ এবং ভারতের বাঘ পাশাপাশি উপস্থাপিত হয়, এবং তাদের উপরে 'সূর্য যে অস্ত যায় না' শিল্প ও সাহিত্য এবং ন্যায়বিচারের প্রতীক- চেয়ারের পিছনের অংশটি সমৃদ্ধ আইরিশ সবুজ মার্বেল, যা গোর্খা সিপাহীদের সামনে দুটি মূর্তি ধারণ করে, একটি ঢালকে সমর্থন করে আলংকারিক নকশা পাদদেশ বৃত্তাকার বহন করা হয়, এবং প্রবাহিত পোশাকের পাশের দৃশ্যটি কাঁধ থেকে মাটি পর্যন্ত দৃষ্টিনন্দন ভাঁজ রয়েছে চেয়ারের গুরুতর স্থাপত্য অনুপাতের একটি আনন্দদায়ক বিপরীত।" লর্ড কার্জন এই মূর্তিটি 19 মার্চ, 1902 সালে উন্মোচন করেন। এখানে বলে রাখা দরকার মূর্তিটি কিন্তু ব্রোঞ্জের, আর সামেন হলো কুইন্স ওয়ে।
![]() |
| রাণীর রাস্তা |
ছবি সূত্র - internet
তথ্য সূত্র - P. Thankappan Nair
- Get link
- X
- Other Apps




Comments