- Get link
- X
- Other Apps
Posted by
Tiki liki
on
- Get link
- X
- Other Apps
![]() |
| আকাশে ডুয়েল |
ডুয়েল কথাটি এখন সবাই চেনে। বিভিন্ন গল্প রয়েছে এই ডুয়েল কে নিয়ে। এক কথায় ডুয়েল বলতে বোঝায় কোনো প্রতিযোগিতার স্কোর অথবা কোনোকিছুর সম্নান অর্জনের জন্য লড়াই বা দ্বৈরথ। ডুয়েল একটা ইতিহাস রয়েছে, ইউরোপে ষোড়শ শতকে ডুয়েল খুব জনপ্রিয় হয়েছিলো। বেশিরভাগ ডুয়েল হতো দুই প্রতিপক্ষের মধ্যে তলোয়ার কিংবা পিস্টলের মাধ্যমে।
![]() |
| তলোয়ারের ডুয়েল |
সাধারণত ডুয়েল বোলাতে যেই ছবিটা আমাদের মাথায় ঘোরে তার বহু আগে মহাভারতে ডুয়েল বা দ্বৈরথ দেখা যায়। মহাভারতে ডুয়েল হতো গদা যুদ্ধ কিংবা মল্ল যুদ্ধ এর মাধ্যমে। উদাহারণ হিসাবে বলা যেতে পারে ভীম এবং দুর্যোধনের গদা যুদ্ধের কথা। তবে এই যুদ্ধের কিছু নিয়মকানুন ছিলো, একটা নিয়ম ছিলো কোমরের নিচে আঘাত না করা কিন্তু এই নিয়ম ভেঙে ছিলো গদাধারী ভীম। ভারতের দক্ষিণ দিকে বিশেষ করে বিজয়নগর সাম্রাজ্যে ডুয়েল ছিলো খুবই সাধারণ ব্যাপার। পর্তুগিজ পর্যটক Duarte Barbosa তার লেখায় এবং ঐতিহাসিক
![]() |
| Duarte Barbosa |
Fernão Lopes de Castaneda বিজয়নগরের ডুয়েলের কথা উল্লেখ করেছেন।Castaneda লিখেছেন There are many duels on account of love of women, wherein many men lose their lives. Those who fight ask the king for a field, which he gives them and also seconds, and if they are men of position, he goes to see the duel. They fight on foot in a place surrounded with steps, where into they enter naked and wearing turbans. They are armed with swords and shields and are girt with daggers."
আবার এই ডুয়েল ক্ষত্রিয়দের মধ্যে প্রচলিত ছিলো, একটু অন্যভাবে। শোনা যায় অনেক ক্ষত্রিয়রা মনে করতেন বৃদ্ধ বয়সে রোগগ্রস্ত হয়ে বিছানায় শুয়ে মারা যাওয়া একজন ক্ষত্রিয়র পক্ষে লজ্জাজনক। তাই সেই সব ক্ষত্রিয়রা বুঝতে পারতেন যে মৃত্যু তাদের দরজায় টোকা দিচ্ছে, তখন তার অন্য ক্ষত্রিকে ডুয়েলের জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিতেন। সেই সব ক্ষত্রিয়রা বাধ্যকের চেয়ে যুদ্ধে মারা যাওয়া পচ্ছন্দ করতেন। তবে উপরুক্ত বিষয় নিয়ে সঠিক তথ্য আমি পায়নি। তবে প্রাচীন ভারতবর্ষে ডুয়েল কিন্তু শাস্তিযগ্য অপরাধ ছিলো। এই তথ্যটি আমরা জানতে পারি ঐতিহাসিক Jeannine Auboyer তার বই Daily Life In Ancient India: From 200 BCE to 700 СЕ উল্লেখ করেছেন ব্রাক্ষন ছাড়া আর সমস্ত খুনিদের মৃত্যুদন্ড হতো, এমনকি যারা ডুয়েল করতো তাদের ও এই একই দন্ড হতো। আমাদের কলকাতায় একটি রাস্তার নামকরণ হয়েছে ডুয়েল উপর, ডুয়েল এভিনিউ। সেই গল্প আগেই বলেছি। তবে ডুয়েল নিয়ে এতো কিছু বললাম কারণ আজকে আরো একটা ডুয়েল এর গল্প বলবো। এই ডুয়েলর ঘটনা কিন্তু আমাদের দেশে ঘটেনি, ঘটেছিল ফ্রান্সে। সালটা ছিল 1808, ফ্রান্সের দুজন নাগরিকের মধ্যে হয়ে ছিল এই ডুয়েল, এই একজনের নাম Grandpe আর অন্য জন হলো Le Pique. কার জন্য এই ডুয়েল বা দ্বন্দ্বযুদ্ধ হয়েছিল প্রশ্ন উঠতে পারে, তিনি হলেন একজন নারী। Castaneda এর উক্তি আগেই বলেছি বেশির ডুয়েল হতো নারী ও নিজের সম্মানের জন্য এখানে ও এর অন্যথা হয়নি। আবার গল্পে ফেরা যাক, ঐ নারীর নাম ছিল Tirevit. ইনি ছিলেন সেই সময়ে ফ্রান্সের বিখ্যাত নৃত্য শিল্পী। পেরিস অপেরায় তাঁকে দেখার জন্য ধনী ব্যক্তিরা ভিড় জমাতেন, তিরেভিতের রুপ এবং সারা প্যারিস কে মাতিয়ে রেখেছিল।
![]() |
| খবরের কাগজ সেই খবর |
তিরেভিতের রুপে আকৃষ্ট হতেন অনেক ধনী ব্যক্তিরা, তার মধ্যেই ছিলেন দুজন এক গ্রাঁদপে আর দুই লে পিক। দুজনেই ধনী ব্যাক্তি এবং উচ্চ বংশীয়। গ্রাঁদপে তিরেভিতের রুপ দেখে তাঁর প্রতি আকৃষ্ট হন, কিন্তু তিরেভিত তো পচ্ছন্দ করতেন লে পিক কে। লে পিক ও তিরেভিত গোপনে দেখা করতেন, ঠিক করেছিলেন বিয়ে করবেন। কিন্তু এই দেখার করার কথা আর গোপন থাকলো না। গ্রাঁদপে জানতে পেরেছে এই ঘটনার কথা, গ্রাঁদপে বুঝতে পারলেন যে তিরেভিত তাকে পছন্দ করে না কিন্তু লে পিকের জন্য তার সম্মান নষ্ট হচ্ছে। না সেটা আর হতে দেওয়া যায় না, গ্রাঁদপে ডুয়েল লড়াই এর জন্য চ্যালেঞ্জ করলেন লে পিক কে, তাও আবার বেলুন ডুয়েল।
![]() |
| সেই বাগান |
কেন বেলুন ডুয়েল সেইটা জানি না। অবশ্য ফ্রান্সেই 1783 সালে মনফিয়ের ভাইয়েরা বেলুনের মধ্যে গরম গ্যাস ভরে আকাশে ভেসে থাকার পরীক্ষায় সফল হয়েছিল। ধারাবাহিক ভাবে বেলুনে গরম গ্যাস জোগান দিতে পারলে অনেকক্ষণ আকাশে ভেসে থাকা যায়। তাই এর নাম "হট এয়ার বেলুন"। দেখতে দেখতে এসে গেল ডুয়েল লাড়ার দিন, সেই দিনটায় আকাশ ছিলো পরিষ্কার মৃদুমন্দ হাওয়া ছিল, 1808 সালের মে মাসের তিন তারিখ। তুইরিয়েসের মাঠে উপস্থিত দুই প্রতিযোগি সঙ্গে গ্যআস বেলুন, নিয়ম অনুযায়ী দুজনকেই গ্যাস বেলুন চালানোর জন্য সহযোগি দেওয়া হয়েছিল। প্যারিস আকাশে নিয়ম অনুযায়ী দেড় কিলোমিটার উপরে উঠে গেল দুটি বেলুন, দুই প্রতিযোগির হাতে ব্লান্ডারবাস বন্দুক।
![]() |
| ব্লান্ডারবাস বন্দুক |
দুটি বেলুনকেই মোটামুটি আড়াইশো ফুট ব্যাবধানে রাখা হয়েছিল আর দুই প্রতিযোগিকে বলে দেওয়া হয়েছিল কোথায় গুলি ছোড়া হবে।
এরপর সঙ্কেত দেওয়া হলো, শুরু হলো লড়াই বেশিরভাগ প্যারিসের বাসিন্দারা ভেবে ছিলো বেলুন রেস হচ্ছে। প্রথম গুলি ছুড়লো লে পিক কিন্তু সেটা গ্রাঁদপে বেলুনে লাগল না মানে লক্ষ্যভ্রষ্ট হলো, এবার পালা গ্রাঁদপের ছুড়লেন গুলি, না গ্রাঁদপে লক্ষ্যভ্রষ্ট হননি গুলি লাগল লে পিকের বেলুন থেকে হাওয়া হাওয়া বেরিয়ে যেতে লাগলো অনেক দ্রুতাত সাথে মাটিতে পড়ে গেল লে পিকের বেলুন একটা বাড়ি ভেঙে গেল বেলুনের ধাক্কায়। বলাই বাহুল্য যে লে পিকের মৃত্যু হয় আর গ্রাঁদপের তার বেলুন আরো উপরে নিয়ে যআয় সবাইকে দেখানোর জন্য যে, সে হলো বিজয়ী। গল্প এখানে শেষ। না তিরেভিত কি পরিনতি হয়েছিলো সেইটা আর জানা যায়নি।
![]() |
| শিল্পীর চোখে সেই ঘটনা |
ছবি সূত্র - internet
তথ্য সূত্র - https://www.thevintagenews.com/2018/08/01/hot-air-balloon-duel/
- Get link
- X
- Other Apps








Comments