- Get link
- X
- Other Apps
Posted by
Tiki liki
on
- Get link
- X
- Other Apps
![]() |
| Arthur Samuel Lovelock |
প্রেমের শহর বলতেই স্বাভাবিক ভাবেই মনে পরবে ফ্রান্সের প্যারিসের কথা । কিন্তু আমাদের কলকাতায় একটি রাস্তার নাম এই ভালোবাসা বা প্রেমের উপর । শেয়াল দেবতা রহস্যে ফেলুদাকেও এখানে আসতে হয়েছিল । এতক্ষন নিশ্চয়ই জানতে পেরে গেছেন কোন রাস্তার কথা বলছি, হ্যাঁ ঠিক ধরেছেন যেই রাস্তায় ভালোবাসা বা প্রেম কে তালা বন্ধ করা হয়েছে । আগে এই রাস্তা কী নাম ছিল সেইটা জানতে পারিনি । তখন ব্রিটিশ সরকার ভারত শাসন করছে আর কলকাতা ছিল ব্রিটিশ ভারতের রাজধানী, 1872 সালে একজন স্কটিশ ভদ্রলোক নাম উইলিয়াম অ্যাডলফাস ব্রাউন কলকাতায় পাবলিক অ্যাকাউন্ট্যান্ট অডিটর এবং লিকুইডেটর হিসাবে কলকাতা প্রাক্টিস আরম্ভ করেন । সেই সময় অনেক ইংল্যান্ড ছেলে ছোকরার নিজের ভাগ্য ফেরাতে কলকাতা এসেছিল, তবে এই ব্রাউন সাহেব কি জন্য কলকাতায় এসেছিল সেইটা জানিনা, হয়তো তার ভাগ্য ফেরাতে। অনেক বছর পর 1880 সালে ইংল্যান্ড এবং ওয়েলসে চাটার্ড একাউন্টস ইনস্টিটিউট প্রতিষ্ঠা হয়, এই ইনস্টিটিউটের একজন প্রতিষ্ঠিতা সদস্য ছিলেন উইলিয়াম ব্রাউন সাহেব।
এইঅব্দি পড়ে অনেকেই ভাবতেই পারেন, এতো ব্রাউন সাহেব গল্প । লাভলকের চিহ্ন মাত্র নেই ! আসবে আসবে লাভলক ও আসবে । এই উইলিয়াম ব্রাউন সাহেব নয় বছর ধরে এই প্রতিষ্ঠানের মালিক ছিলেন । এইরকম একসময় 1881 সালে, অ্যার্থার স্যামুয়েল লাভলক সাহেব ব্রাউন সাহেবের সঙ্গে যুক্ত হন একজন অর্থপ্রদানকারী সহকারী হিসেবে । এরপর আস্তে আস্তে লাভলক সাহেব ব্রাউন সাহেবের ফার্মের পার্টনার হয়ে যান । এবং তাদের যৌথ উদ্যোগে সেই অডিট ফার্ম লাভের মুখ দেখেছিল । 1883 সালে লাভলক সাহেব এবং ব্রাউন সাহেব বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য ছিলেন।
শুধুই কি সদস্য ছিলেন এই দুই সাহেব বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির, না এই দুই সাহেব বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অডিটর ছিলেন তাদের পেশা দায়িত্বের জন্যই । 1886 সালে তাদের এই ব্যবসা এতটাই বেড়ে ছিল, যে তাদের ব্যবসা সামলানোর জন্য আরো একজন পার্টনারের দরকার হয়ে পড়েছিল, এই সময়ে জন হার্বার্ট লুইস এই অডিট ফার্মে যোগদেন একটি চুক্তি মারফত যুক্ত হন । এবং তাদের ফার্মের নাম পাল্টে হয় ব্রাউন লাভলক লুইস অডিট ফার্ম । ব্রাউন সাহেব ঠিক করলেন লন্ডনে এইরকম একটা ফার্ম তৈরি করবেন, এবং তার নাম ছিল ব্রাউন লাভলক অডিট ফার্ম । সেই সময় এই ব্যাপারটা খুব স্বাভাবিক ছিল, সেই সময় বহু সাহেব ইংল্যান্ড থেকে ভারতে এসে বসবাস করতেন, এবং বহু ব্যবসা শুরু করতেন আর পঞ্চাশ বছর হতে না হতেই ইংল্যান্ডে ফিরে যেতেন । মধ্যা কথা হলো, এই দেশ থেকে টাকা আয় করে নিয়ে, ঘরের ছেলে ঘরে ফিরে যাব । আর কলকাতার মতোই ইংল্যান্ডে তো একটা ব্যবসা খোলাই হয়ে গেছে, তাহলে তো নো চিন্তা । ইতিহাস ঘাঁটলে দেখা যায়, এইরকম অনেক সাহেব আছেন যারা অবসর নিয়ে ইংল্যান্ডে ফিরে গেছেন । যা বলছিলাম 1889 সালে ব্রাউন সাহেব অবসর নিয়ে ইংল্যান্ডে ফিরে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন লাভলক লুইস থেকে । কিন্তু লাভলক সাহেব ফিরে যেতে পারলেন না লন্ডনে, এতদিন কলকাতায় থাকার জন্য তিনি এই তিলোত্তমা কলকাতার প্রেমে পড়ে গেছেন । লাভলক সাহেব ঠিক করলেন বাকি জীবনটা এখানেই কাটাবেন, আর এই ফার্মকে ভারতেই আরো বিস্তারিত করবেন । এরপর থেকেই লাভলক আর লুইস অডিট ফার্ম ভারতীয় সংস্থা হিসাবেই পরিচিত হয়। এই লাভলক অ্যান্ড লুইস অডিট ফার্ম মানে L&L ফার্মের অফিস ছিল 25 এর ম্যাঙ্গো লেন ( Mangoe ) এ ।
![]() |
| ম্যাঙ্গো লেন এর নকশা |
এই 2023 সালে দাঁড়িয়েও এই রাস্তা এখন আছে, যেই বাড়িতে L&L ফার্মের অফিস ছিল, সেখানেই ছিল George Henderson & Co. আর Lyall Marshall & Co. অফিস । এই ম্যাঙ্গো লেন যেই বাড়িতে এই অফিস গুলি ছিল, সেইটা ছিল এক পর্তুগিজ পরিবারের যারা আবার The Barrettos নামে পরিচিত ছিলো । সেই বাড়িতে একটা ট্রেজারার ভল্ট ও ছিল এবং ছিল একটি দরজা । এই ম্যাঙ্গো লেনের দরজা ছিল খুব সাধারণ কিন্তু কৌতূহলী ও বটে, কারণ দরজায় ছিল ফ্ল্যাট নব দিয়ে জড়ানো, বলা হত নাকি যে এই দরজা কোনো কিছুর দিকে ইঙ্গিত করে না, কিন্তু যখন বন্ধ থাকে তার ইঙ্গিত নাকি ভালো কিছু, এই সবকিছু বিশ্বাস করেছিল L&L ফার্ম তাই এখানে ছিল তাদের অফিস, অনেক দিন ওই বাড়িতেই ছিল লাভলকদের অফিস । কিন্তু পরে L&L ফার্মের ঠিকানা বদল হয়, 25 এর ম্যাঙ্গো লেন থেকে তাদের অফিস উঠে চলে আসে রাইটার্স বিল্ডিং পেছনে 4 এর লিয়ন রেঞ্জ এ ।
![]() |
| বর্তমানে সময়ে লিয়ন রেঞ্জ |
51 বছর বয়সে অ্যার্থার স্যামুয়েল লাভলক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কলকাতায় । তার মৃত্যুতে ব্যবসায়ী সংগঠন গুলি গভীর ভাবে শোক প্রকাশ করে । স্যামুয়েল লাভলক ব্যবসায়ীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ছিলেন এবং সবাই তাকে শ্রদ্ধাও করতো । লাভলক সাহেবের নাতি মানে প্রপৌত্র নাম ইয়ান লাভলক ( Ian Lovelock ) তার দাদুর সম্পর্কে লিখেছেন তার দাদু বিয়ে করেছিলেন আলেকজান্দ্রিনা স্কটকে ( Alexandrina Scott ) এনার সাথে সম্রাট আলেকজান্ডার কোনো সম্পর্ক আছে কিনা জানিনা তবে আলেকজান্দ্রিনা স্কট কোনো আত্মীয় ছিলো ( Sir Walter Scott ) স্কটিশ লেখক স্যার ওয়াল্টার স্কট ।
লাভলক সাহেবের নাতি আরো জানিয়েছেন, যে লাভলক সাহেব সাথে আলেকজান্দ্রিনা স্কট বিয়ে হয়েছিল ওনার ভারতে আসার আগেই, সম্ভবতো সুমাত্রায় । কারণ অনেকটা সময় সুমাত্রায় কাটিয়ে ছিলেন লাভলকসাহেব । ইয়ান লাভলক আরো জানিয়েছেন আলেকজান্দ্রিনা স্কট অপেশাদার দক্ষ এবং নিপুণ শিল্পী ছিলেন, ইনি মারা 1835 সালে ইংল্যান্ডের ইস্টবোর্নে । ইয়ান লাভলক কথা মেনে নিলে দেখা যাচ্ছে আলেকজান্দ্রিনা স্কট কখনো কলকাতায় আসেননি । লাভলক সাহেবর প্রপৌত্র ইয়ান লাভলক জানিয়েছেন তার ঠাকুরদা ছিলেন অ্যার্থার স্যামুয়েল লাভলক ও আলেকজান্দ্রিনা স্কটের একমাত্র সন্তান । তিনি ও এই ফার্মে যোগ দিতে চেয়েছিলাম, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ তাকে এই ফার্মে যোগ দিতে দেয়নি বলে ইয়ান লাভলক মনে করেন । অ্যার্থার স্যামুয়েল লাভলক তার কাজে শ্রেষ্ঠ, এবং সেই জন্য হিসাব রক্ষকদের সমাজে তিনি উচ্চ অবস্থানে বিরাজমান ছিলেন, লাভলকসাহেব কে তার কাজের জন্য ব্যারোনেটের প্রস্তাব দেওয়া হয়েছিলো কিন্তু কোনো এক অজানা কারণে ব্যারোনেটেকে প্রত্যাখ্যান করেন । সেই জন্য ইয়ান লাভলক বাবা এবং দাদুর খুব মনখারাপ হয়েছিল এবং এইটা ইয়ান লাভলক বাবাই তাকে বলেছিল। অ্যার্থার স্যামুয়েল লাভলকের মৃত্যুর পর L&L অডিট ফার্মের সিনিয়র পার্টানার হিসাবে সমস্ত দায়িত্বভার নেয় ( John Herbert Lewes ) জন হার্বাট লুইস । লাভলক সাহেবর বাবার নাম ছিল স্যামুয়েল লাভলক আর মা ছিলেন এলিজা অ্যান আর লাভলক সাহেবর ছেলের নাম ছিল আর্থার রেজিনাল্ড লাভলক এখন বুঝতে পারছেন কেন প্রথম বিশ্বযুদ্ধ তাকে এই ফার্মে যোগ দিতে দেয়নি । পরবর্তী কালে এই ফার্মে ভারতীয়রা যোগদান করে এবং এই ফার্মের নাম পাল্টে যায়।
এতক্ষন যে লাভলক সাহেব ব্যাপারে কথা বলছি, ওনার নামে 1903 সালে লাভলক সাহেব কে স্মরণ করে কলকাতা বালিগঞ্জের একটি রাস্তার নাম হয় লাভলক স্ট্রিট ।
![]() |
| বর্তমান সময়ে লাভলক স্ট্রিট |
কিন্তু এখন শুনছি ঐ রাস্তা টা জানা যাবে ওস্তাদ আলী আকবর খানের নাম অনুসারে । এখনো ঠিক হয়নি এই ব্যাপারটি ।
কলকাতায় এখন মনে রেখেছে সেই সাহেব যিনি কলকাতার প্রেমে পড়েছিলেন, আর সারা জীবন কাটিয়েছেন এই কলকাতায় । তাই বিখ্যাত গান অনুসারে
কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা
ছবি সূত্র - internet
তথ্য সূত্র - Time's of India
- Get link
- X
- Other Apps




Comments