অস্কারের ইতিহাস !

অস্কার 

 অস্কার ! চলচিত্র জগতে সবচেয়ে বৃহত্তম এবং অন্যতম পুরষ্কার হলো অস্কার । যে কোনো অভিনেতা, অভিনেত্রী, পরিচালক আরো এই জগতের সঙ্গে যুক্তথাকা সমস্ত মানুষের কাছে এই পুরস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ ।  

কিন্তু মজার ব্যাপার কী জানেন, আসলে এই পুরস্কারটি নাম অস্কার নয়। আসল নাম হলো দ্য একাডেমী অফ মোসান পিকচার আর্টস অ্যান্ড সাইন্স । ছোট করে " দ্যা একাডেমী " বা অস্কার । তবে কেন যে এই নাম হয়েছিল, তা ঠিক জানা যায়নি । তবে  এই নিয়ে দুটো তথ্য জানা যায় তবে এগুলি সঠিক কিনা সেইটা নিয়ে বিতর্ক রয়েছে , প্রথমটা হলো একাডেমীর লাইব্রেরিয়ান মার্গারেট হারিক মূর্তিটি কে দেখে বলেছিলেন, সেই টা তার কাকা অস্কারের মত দেখতে । আবার অন্য একটি তথ্য হলো 1934 সালে ষষ্ঠ অস্কারে সেরা অভিনেত্রীর খেতাব অর্জন করেছিলেন ক্যাথরিন হেপবার্ন, তার হাতে পুরস্কার টি দেখে হলিউডের কলাম লেখক সিডনি সোলস্কি অস্কার বলে উল্লেখ করেন, তখন থেকেই এই পুরস্কারটির নাম অস্কার হয়ে যায়, আগেই বলেছি নাম নিয়ে বিতর্ক আছে । 1939 সালে থেকেই " দ্যা একাডেমী " পুরস্কারটি কে অস্কার হিসাবে ডাকা শুরু হয় । প্রখ্যাত প্রযোজনা সংস্থা MGM এর আর্ট ডিরেকটর সেডরিক গিবসন অস্কার পুরস্কারটি ডিজাইন করেন । পুরস্কারটি তে দেখা যায়, একজন নাইট ক্রুসেডের তোরয়াল নিয়ে, ফিল্মের রিল উপর দাঁড়িয়ে আছেন ।



আর্ট ডিরেকটর সেডরিক গিবসন ডিজাইন অনুযায়ী লস এঞ্জেলেসের ভাস্কর জর্জ স্ট্যানলি এই পুরস্কার টা তৈরি করেন । 


কিন্তু কেন এই পুরস্কার দেওয়া শুরু হলো ?, হঠাৎ করে তো পুরস্কার দেওয়া শুরু হয়নি, এর একটা কারণ ছিল । 1929 সাল থেকে প্রথম অস্কার দেওয়া শুরু হয়, সেই সময় হলিউডের বিভিন্ন অভিনেতা, অভিনেত্রীদের বিভিন্ন scandal হচ্ছিলো, আবার যারা চলচ্চিত্র তৈরি করেন মানে প্রডাকশন হাউজ গুলোর শ্রমিকরা কাজ না ছেড়েদয়, অন্যদিকে প্রডাকশন হাউজ গুলোর কর্মচারীরা তাদের পারিশ্রমিক না বাড়াতে বলে, আসলে 1929 সালে আমেরিকার সেই বছর যখন আমেরিকায় গ্রেট ডিপরেশন শুরু হয়, সেই সময় আমেরিকার স্টক মার্কেট ক্রমশ পড়ে যাচ্ছিল, যার ফলে অর্থনীতি তলানিতে গিয়ে ঠেকেছিল, বেকারত্ব বেড়ে যায় । 

MGM এর লোগো


সেই সময় হলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিকে ধরে রাখতে MGM এর মালিক লুইস মায়ের 

( Louis Mayer )   ঠিক করেন যে একটা একাডেমি তৈরি করা হোক যেখানে ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যারা যুক্ত তাদের কাজের জন্য পুরস্কার দেওয়া হোক । এখানে লুইস মায়ের বিখ্যাত উক্তি আছে 

Louis Mayer


" I FOUND THAT THE BEST WAY TO HANDLE FLIMEMAKERS WAS TO HANG MEDALS ALL OVER THEM " 

মানে এখান থেকেই প্রমাণিত যে অস্কার শুরু হওয়ার প্রথম কিছু বছর শুধু মাত্র সম্মান দেখানো জন্য নয় নিজেদের স্বার্থেই এই পুরস্কার দেওয়া হয় ‌। 1929 সাল  রুজভেল্ট হোটেলের ব্লজম রুমে 16 মে প্রথম এই প্রথম অস্কার শুরু হয় ।

1956 সালে অস্কারে  প্রথম বিদেশি সিনেমা জন্য মনোনয়ন ঘোষণা করা হয়েছিল । এর আগে অবশ্য শুধু মাত্র আমেরিকান সিনেমা আর একটু ইউরোপীয় সিনেমাকেই অস্কার দেওয়া হতো । বলা হয় যখন প্রথম অস্কার শুরু হয়, মানে 1929 সালে ঐ রুজভেল্ট হোটেলে কোনো যাকযমক ছিল না , কারণ তিন মাস আগেই যারা অস্কার পাচ্ছে তাদের নাম জানিয়ে দেওয়া হয় । আবার পরের বছরে নিয়ম যে আগে থেকে জানানো হবে না, যেদিন অস্কার অনুষ্ঠিত হবে সেইদিন সকালের কাগজের গুলি তে পুরস্কার প্রাপকদের নাম জানিয়ে দেওয়া হয়, কিন্তু 1940 সালে লস এঞ্জেলেস টাইমস্ বিকেলের খবরের কাগজে অস্কার প্রাপকদের নাম জানিয়ে দেয় । এই ঘটনার পর থেকে 1941 সালে নিয়ম হয় যে অনুষ্ঠান চলাকালীন, খাম থেকে নাম বেরকরে বলা হবে কে বা কারা পাচ্ছেন অস্কার ।

1956 সাল থেকে এখনো অব্দি বিদেশি সিনেমার ক্যাটাগোরি সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কার, এবং গোটা বিশ্বের সব চিত্রপরিচালকের কাছে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ । ইতালি সিনেমা সবচেয়ে বেশি বার পেয়েছে এই ক্যাটাগোরা তে মোট 14 বার । 1929 সালে প্রথম সেরা অভিনেতার পুরস্কার পান এক জার্মান অভিনেতা এমলি জ্যানিংস, কিন্তু তার পুরস্কারের আগেই দেশে ফিরে যেতে হয়েছিল, অস্কার ও তার আগে জার্মান পৌঁছেছিল । প্রথম বছর মোট 15 টি অস্কার দেওয়া হয়েছিল । অস্কার বিজয়ীদের নির্বাচন করার পদ্ধতি ও আলাদাই, বিজয়ীদের নির্বাচন করা হয় ভোট দানের মাধ্যমে। 

বলা হয় অস্কার পুরস্কারের 10 হাজার জন ভোট দেয় । কিন্তু কারা এই দশহাজার ? সাধারণ মানুষ তো নয়, এরা সিনেমা জগৎ এর লোকজন যেমন সিনেমা পরিচালক, অভিনেতা, অভিনেত্রী, সিনেমার লেখক প্রমুখ । আবার এদের মধ্যে অনেকেই আছেন যারা আগে অস্কার জিতেছেন অথবা অস্কারের মনোনয়ন পেয়েছেন এই সব মানুষই ঐ দশহাজার ভোটা দাতাদের মধ্যে পড়েন । এই ভোট দাতাদের আবার 17টি ভাগে ভাগ করা হয়, যেমন পরিচালক, অভিনেতা, প্রযোজক প্রভৃতি । কারণ যখন সেরা অভিনেতা নির্বাচন করা হয় তখন, 

সেইক্ষেত্রে শুধু মাত্র অভিনেতা ভোট ই নেওয়া হয়, আবার যখন সেরা পরিচালক এর নির্বাচন করা হয় তখন শুধু পরিচালকদের ভোট ই নেওয়া হয় অন্য কারোর নয় । এই ভোট হয় ব্যালট কাগজ এবং online এর মাধ্যমে । কিন্তু যখন সেরা সিনেমা নির্বাচন করা হয় তখন সেই পদ্ধতি সম্পুর্ন আলাদা, সেরা সিনেমা নির্বাচন ক্ষেত্রে Raned Choice Voting সিস্টেম মাধ্যমে নির্বাচন করা হয় । এই সিস্টেম কে পছন্দের ব্যালট 

( Preferential Ballot ) বলা হয় ।  কিভাবে এই ব্যালট কাজ করে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা অন্য একদিন করা যাবে । ছোট করে বলতে গেলে ভোট গোনা যখন শুরু হবে, তখন 50% বেশি ভোট যেই সিনেমা টি পেয়েছে সেরা সিনেমার অস্কার পাবে কিন্তু যদি দেখা কোনো সিনেমাই 50% কম ভোট পেয়েছে, সেক্ষেত্রে ভোট গোনার সময় যেই সিনেমাটি দ্বিতীয় স্থানে ছিল, সেই সিনেমাটি কে কতজন ভোট দিয়েছে সেইটা আবার গোনা হবে, তারপর দেখা হবে দ্বিতীয় স্থানে থাকা সিনেমাটি 50% ভোট পেয়েছে কি না ? যদি না পায় তাহলে পুনরায় এই চলতে থাকবে, মানে খবরের ভাষায় বলতে গেলে 50% হলো ম্যাজিক ফিগার । দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু অস্কার বন্ধ হয়নি, অস্কার পুরস্কার সলিড ব্রোঞ্জ এর তৈরি, তার উপর 24 ক্যারেটের সোনার প্লেটিং করা । দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অস্কার টি ট্রফটি প্লাস্টারের উপর রঙ করে দেওয়া হয়েছিল । অবস্থা স্বাভাবিক হলে ঐ ট্রফি গুলি বদল করে দেওয়া হয় । 


আমাদের ভারত কিন্তু অনেক অস্কারের মনোনয়ন পেয়েছে এবং অস্কার ও পেয়েছে । তবে সেরা বিদেশি সিনেমার মনোনয়ন পেয়েছে, কিন্তু সেরা বিদেশি সিনেমায় জন্য অস্কার পায়নি । সেই তিনটি সিনেমা হলো 1957 সালে MOTHER INDIA, 1988 সালে SALAAM BOMBAY, 2001 সালে LAGAAN. 

তিনটি ছবির poster


তবে সেরা বিদেশি সিনেমার জন্য পায়নি তো কী হয়েছে 1983 সালে Bhanu Athaya যিনি ভারত থেকে প্রথম অস্কার জিতেছিলেন ।

Bhanu Athaya


 এরপর 1992 সালে 64 তম অস্কারে অনুষ্ঠানে সত্যজিৎ রায় কে অস্কার দেওয়া হয় lifetime achievement for flim making এর জন্য, বলে রাখা ভালো এই পুরস্কার টা একমাত্র সত্যজিৎ রায় ছাড়া আর কেউ পায়নি ।

সত্যজিৎ রায় 


 2009 সালে A.R Rahaman দুটি অস্কার জেতি নেন এবং Gulzer সঙ্গে , আবার ঐ বছরই আরো একটি পান Resul Pookutty .

 A.R Rahaman


Resul Pookutty


2023 সালে আবার ভারতের ঝুলিতে দুটি অস্কার এসেছে একটি NATU NATU আর অন্য টি The ELEPHANT WHISPERERS । 

MM Keeravaani and lyricist Chandra Bose

Kartiki Gonsalves, 
  Guneet Monga


1953 সালে প্রথম বার আমেরিকার টেলিভিশন অস্কার অনুষ্ঠান দেখানো হয় । 1969 সাল থেকে সব যায়গায় দেখানো হয় । 

এই হলো অস্কারের ইতিহাস ।   

    

ছবি সূত্র - internet

তথ্য সূত্র - wikipedia

https://amader-kotha.com/page/136996/%E0%A6%85%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%87%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8





Comments