- Get link
- X
- Other Apps
Posted by
Tiki liki
on
- Get link
- X
- Other Apps
![]() |
| ইউনিফর্মের ইতিকথা |
আচ্ছা কখনো ভেবে দেখেছেন,? ভারতের পুলিশের uniform এর রঙ কেন খাকি ? ভারতের সব রাজ্যের, পুলিশের uniform এর রঙ কেন খাকি ? সেই কথা জানতে গেলে অনেক পিছিয়ে যেতে হবে। ভারতে এই খাকি uniform জন্মের 170 বছর হয়ে গেল।
এই খাকি রঙের ব্যবহার শুরু হয় ভারতের দক্ষিণের রাজ্য কর্ণাটকের উপকুলের শহর ম্যাঙ্গালুরু তে ।
![]() |
| ম্যাঙ্গালুরু |
1851 সাল মেঙ্গালুরুতে আসেন ধর্ম প্রচারক ও জার্মান টেক্সটাইল ইঞ্জিনিয়ার জন হ্যালার। এই হ্যালার বালমাট্টায় ( বালমাট্টা ম্যাঙ্গালুরুর অন্যতম জায়গা ) বাসেল মিশনে টেক্সটাইল সংক্রান্ত কাজের জন্য কিছু সময়ের জন্য ভারতে এসেছিলেন। তথ্যগুলো আমরা পাচ্ছি 1989 সালে বাসেল মিশন নিয়ে গবেষণাকারী বিবেকানন্দ কলেজে প্রাক্তন অধ্যক্ষ ডাক্তার পিটার উইলসনের একটি বই থেকে ।
![]() |
| বাসেল মিশন |
হ্যালার সাহেবের ভারতে এসে প্রধান আবিষ্কারই ছিল খাকি রঞ্জকের আবিষ্কার । আসলে 1852 সালে থেকে খাঁকি কাপড় উৎপাদন তৈরি হয় আর এর দায়িত্বে ছিলেন হ্যালার সাহেবে, খাকি হল একটি উর্দু শব্দ যার অর্থ হিসাবে বলা হয় আসলে উর্দুতে ছুলো কে খাক বলা হয় আর সেই থেকে এসছে খাকি । 1848 সালে প্রথম দিকে প্রকাশিত অক্সফোর্ডের ডিকশনারিতে এই শব্দটি জায়গা পেয়েছিল । কাজুর খোসা ও কাজুর তেলকে ব্যাবহার করে এই রঞ্জক বা ডাই তৈরি করেন, আর কন্নড়ের দক্ষিণ অঞ্চলে প্রচুর কাজু বাদামের উৎপাদন হয়েছিল । তিন বছরের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছিল এই খাকি ।
![]() |
| কাপড়ে মিল |
প্রায় সেই সময় এই খাকি কাপড় টি জনপ্রিয় হয়ে ওঠে, এবং কাপড়ের কারখানা উন্নটতি করছিল বলে জানা যায় 1860 সালে প্রকাশিত কর্ণাটক থিওলজিক্যাল কলেজের আর্কিভ থেকে । একই সময়ে, হ্যালারের তৈরি খাকি কাপড়টি মাদ্রাজ ( বর্তমানে চেন্নাই ) প্রেসিডেন্সি তে অবস্থিত কানারা জেলায় পুলিশের ইউনিফর্ম হিসাবে গৃহীত হয় । এছাড়াও দক্ষিণ কানারা, উত্তর কানারা, উডুপি ও কাসারগোড অঞ্চলে পুলিশের ইউনিফর্ম হিসাবে গৃহীত হয় খাকি । ঐ সময়ে খাকি চর্চা এতটা বেশি হয়েছিল যে, সেই সময় মাদ্রাজ প্রেসিডেন্সির গভর্নর জেনারেল লর্ড রবার্টেস কানেও। তিনি এই বিষয়ে কৌতূহল প্রকাশ করে ছিলেন। এত টেকসই কাপড় কোথায় ও কিভাবে তৈরি হচ্ছে সে বিষয়ে তিনি যথেষ্ট কৌতূহলী ছিলেন। সেই জন্য গভর্নর জেনারেল লর্ড রবার্টস, বালমাট্টার টেক্সটাইল কারখানা পরিদর্শন করেন, যেখানে খাকি কাপড় তৈরি করা হয়েছিল । তিনি খাকি কাপড় দেখে এতোটাই খুশি হয়েছিলেন, যে সেনাবাহিনীর ইউনিফর্মের জন্য এই খাকি কাপড় কে ব্রিটিশ সরকারের কাছে সুপারিশ করেছিলেন । তৎকালীন ব্রিটিশ সরকার রবার্টসের সুপারিশ গ্রহণ করে।
![]() |
| সৈনিকদের খাকি রঙের ইউনিফর্মের |
এবং মাদ্রাজ প্রেসিডেন্সির অধীনে থাকা সমস্ত কর্মরত সৈনিকদের ইউনিফর্মের রঙ হয় খাকি । প্রথমে কিন্তু খাকি ইউনিফর্ম ব্যবহার করা হয়েছিল শুধুমাত্র পুলিশদের জন্য । এরপর মাদ্রাজ প্রেসিডেন্সির পর ব্রিটেন শুধু ভারতে নয় তাদের উপনিবেশ গুলিতে সৈনদের জন্য ইউনিফর্মে রঙ খাকি বাধ্যতামূলক করে দেয়। এবার আমরা আসি আমাদের কলকাতায়, আগে বলে নেওয়া ভালো, ভারতে শুধুমাত্র পুলিশের ইউনিফর্মের রঙ খাকি নয়, ডাকবিভাগের ও গণপরিবহন কর্মীদের ইউনিফর্মের রঙ খাকি । এটা আমরা আর বিশেষ করে দেখতে পারবো ভারতের মুম্বাই অঞ্চলে সেখানে অটোচালক ও বাস চালকদের ইউনিফর্মের রঙ খাকি । এবার আমাদের কলকাতার কথা বলি মানে কলকাতা পুলিশের ইউনিফর্মের রঙ কেন সাদা? ভারতের শুধুমাত্র কলকাতাতেই পুলিশের ইউনিফর্মের রঙ সাদা, আর কোনো যায়গায় পুলিশের ইউনিফর্মের রঙ সাদা নয় । আর হ্যাঁ পশ্চিমবঙ্গের যতগুলি পুলিশ কমিশনারেট আছে সেখানে পুলিশের ইউনিফর্মের রঙ সাদা, খাকি নয়। ব্রিটিশ শাসনাধীন ভারতে 1845 সালে।
কলকাতা পুলিশ যখন গঠন করা হয় তখন এই কলকাতা পুলিশের ইউনিফর্মের কথাও ভাবা হয়েছিল, ব্রিটিশ অফিসাররা অনেকে চিন্তাভাবনার পর কলকাতা পুলিশের ইউনিফর্মে রঙ ঠিক করে সাদা। কিন্তু কেন এইটা হচ্ছে আসল কথা, আবার 1861 সালে ব্রিটিশ সরকার বেঙ্গল পুলিশের ভিত্তি স্থাপন করে সেই সময় কিন্তু বেঙ্গল পুলিশের ইউনিফর্ম ছিল খাকি, এর থেকে প্রমাণ হয় যে কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশের থেকে পুরোনো আর আগে তৈরি হয়েছিল । মাঝখানে আবার ব্রিটিশ সরকারের আমলে কলকাতা পুলিশের ইউনিফর্মে রঙ বদলানোর চেষ্টা হয়েছিল। সালটা 1847 তৎকালীন ব্রিটিশ সরকারের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা স্যার হ্যারি লুমসডেন কলকাতা পুলিশকে খাকি ইউনিফর্মে নির্দেশ দেয়। কলকাতা পুলিশে কর্মরত বড়কর্তা স্যার হ্যারির এই প্রস্তাব ফিরিয়ে দেয়, আর বলা হয় যে কলকাতা একটি উপকূলীয় এলাকা যার ফলে সেখানকার পরিবেশ খুবই আর্দ্র, এই অবস্থায় ব্রিটিশ অফিসারেরা একটি বৈজ্ঞানিক পন্থা অবলম্বন করে, তাদের মতে আবহাওয়ার দিক থেকে সাদা রঙ সবচেয়ে ভাল । সেটা জানানো হয়, এবং কলকাতা পুলিশের এই উত্তরে যুক্তি যুক্তো বলে মনে করা হয়। আর সেই জন্য এখন তিলোত্তমা কলকাতা পুলিশের ইউনিফর্মে রঙ সাদা।
![]() |
| ব্রিটিশ ভারতে কলকাতা পুলিশের সাদা রঙের ইউনিফর্ম |
কলকাতায় লালবাজার যেমন আছেন, তেমনি ছিল লাল পাগড়ি । তখনো লালবাজার ছিল পুলিশের হেড কোয়ার্টার । আর জানলে অবাক যে লালবাজার তখন লাল পাগড়ির সংখ্যা ছিল মাত্র চার জন, এই চারজনের মধ্যেই পড়েন হেড কনস্টেবল মাইকেল গ্রেস । তার হেড কনস্টেবল হিসাবে কাজের শুরু, 1785 সালে । আর বাকি তিনজন ছিল মাইকেল ফ্ল্যাভিন, টমাস সিম্পসন আর জন রূপ। তবে এরা ছিলেন শুধুমাত্র কনস্টেবল।
তবে এদের উপরে ছিলো কলকাতা শহরের শেরিফ । অবশ্য কোম্পানির ম্যাজিস্ট্রেটরাও ছিলেন তারাও, তৎকালীন পুলিশ বা লাল পাগড়িদের পরিচালনা করতেন । শুধুমাত্র বিচার প্রক্রিয়া নয়, অপরাধের অনুসন্ধান, অপরাধ নির্ণয় তারাই করতো । কলকাতার শেরিফ রাও এর আওতায় পড়তো , সেই জন্য বলা হয় লাল পাগড়ি বা পুলিশ রা শুধুমাত্র ম্যাজিস্ট্রেটদের কাছে নিরপেক্ষ থাকতো । 1803 সালে কনস্টেবলের সংখ্যা একটু বাড়লো, চার থেকে বেড়ে দাঁড়ালো দশ এ । তিন বছর পর আরো একজন যোগ হলো, অর্থাৎ বেড়ে দাঁড়ায় এগারো । 1815 সালে আরো একজন বাড়ে হলো বারো । এই শেষ আর কিন্তু কনস্টেবল সংখ্যা বাড়েনি । 1850 সাল অবধি হেড কনস্টেবল অনেক অদল বদল হয়েছে । হেড কনস্টেবল নিজেই নিজের প্রভু এবং ভৃত্যু দুই ছিলেন। কারণ গ্রেস সাহেব অফিস করতেন, খাতা লিখতেন, আদালতে কয়েদি সহ হাজিরা দিতেন, শাস্তি ও দিতেন আরো অনেক কিছু, আবার লালবাজারের জেল খানাটি তার তত্ত্বাবধানে ছিল । একটা ছবি দেখে স্পষ্ট যে তখন কিন্তু কলকাতা পুলিশের ইউনিফর্মের রঙ ছিল সাদা।
লাল পাগড়ি আগে কী পুলিশ ছিল না ?
ছিল, তবে তাদের ঠিক পুলিশ বলা যায় না। তারা ছিল চৌকিদার, কোতোয়াল এই সব । জমিদারদের হয়ে তারা কর বা খাজনা আদায় করতো । 1705 সালের একটি চিঠি থেকে জানা যায়, কোতোয়ালের কাছারিটি পুড়ে গেছে । এর একটা বিহিত করা দরকার । উত্তরে বোর্ডে লিখছে, ইচ্ছে হলে ইটের বাড়ি বানাও তবে দেখবে, খরচ যেন কিছুতেই দেড়শো টাকার বেশি না হয় । 1737 সালে কলকাতায় ভীষণ ঝড় হয়, সেই ঝড়ে কলকাতায় অনেক কোতোয়ালি ভেঙে যায় , চিঠি এল অবিলম্বে সেগুলো সারাই করার, নয়তো পুলিশের কাজ অচল হয়ে পড়বে । তাহলে কলকাতার প্রথম পুলিশ কে ? জানা যায় কলকাতার প্রথম পুলিশ ছিল মাইকেল গ্রেস ।
আরো একটা কথা উল্লেখ না করলেই নয়, ব্রিটিশ আমলে, এখনকার মুম্বাই তৎকালীন বোম্বে ছিল, কারণ ব্রিটিশরা মুম্বাই উচ্চারণ করতে পার তো না, সেই জন্য তার মুম্বাইকে বম্বে বলতো । তো এই বম্বে পুলিশের ইউনিফর্মের রঙ কিন্তু খাকি ছিল না। সেই সময়ের একটা ছবি জানা যায়, মুম্বাই বা বম্বে পুলিশের ইউনিফর্মের রঙ ছিল নীল । 17 শতকে মুম্বাই ছিল পর্তুগিজদের অধীনে ছিল। পর্তুগিজরা আইন ব্যাবস্থা বজায় রাখার জন্য, মুম্বাই পুলিশ গঠন করেছিল। এর পর পর্তুগিজরা পণ হিসেবে বম্বে কে ব্রিটিশদের দিয়েছিল, যখন রাজা দ্বিতীয় চার্লসের সঙ্গে বিয়ে হয় ক্যাথরিন অফ ব্রাগানজার ( Catherine of Braganza ) । কিন্তু ব্রিটিশদের হাতে আশার পর নীল রঙের হয় ইউনিফর্ম নাকি তার আগে সেটা জানতে পারিনি, কেউ জানলে অবশ্যই কমেন্টে জানাবেন।
![]() |
| ব্রিটিশ আমলে মুম্বাই পুলিশ |
কথায় বলে বাঘে ছুলে আঠেরো ঘা, আর পুলিশে ছুলে ছত্রিশ ঘা ! এই পুলিশ যে কোনো রাষ্ট্রের আইন বজায় রাখার অন্যতম ব্যাবস্থা । সেই কথায় ভাবতে গিয়ে পুলিশের uniform কথা মনে পড়লো সে জন্য এই আলোচনা ।
ছবি সূত্র - internet
তথ্য সূত্র - Times of India, কলকাতা শ্রীপন্থ
https://www.past-india.com/photos-items/policeman-of-british-india-bombay-old-postcard-1900/
Bombay Police Uniform
History of Khaki
Khaki Uniform
Kolkata Police Uniform
Police Uniform
The Indian Imperial Police
White Uniform
www.chaloamaragalpakori.com
- Get link
- X
- Other Apps







Comments