- Get link
- X
- Other Apps
Posted by
Tiki liki
on
- Get link
- X
- Other Apps
TATA এমন একটি ভারতীয় ব্রান্ড যেটা আমাদের সবক্ষনের সঙ্গি । 200 বছরের পুরনো এই TATA কম্পানি। TATA কিন্তু পারসি , কে শুরু করলো আর কিভাবেই এই কম্পানি যাত্রা শুরু করলো আসুন দেখি। আমাদের আজকের গল্প শুরু হবে গুজরাট একটি ছোট্ট গ্রাম থেকে, 1822 সালে জন্মগ্রহণ করেন নাসরবানজি টাটা
![]() |
| Nusserwanji Tata |
( Nusserwanji Tata ) শোনা এই ছেলেটার মধ্যে নাকি কোনো কিছু করে দেখানোর জেদ ছিল, হলোও তাই
কুড়ি বছর বয়সে নাসরবানজি টাটা সপরিবারে মুম্বাই চলে আসলেন, সপরিবারে বলছি কারণ তখন অনেক ছোট বয়েস বিয়ে দিয়ে দেওয়া হতো।
তুলো এক্সপোর্টের ব্যাবসা শুরু করেন ,
ব্যাবসায় যা কিছু আয় হতো , সেটা তিনি তার ছেলে মানে জামসেদজী ( Jamset Ji Tata ) টাটার শিক্ষার পিছনে খরচ করেন। যখন জামসেদজী টাটার বয়স 20 তখন নাসরবানজি টাটা জামসেদজী টাটা কে তুলো এক্সপোর্টের ব্যাবসা সম্প্রসারণের জন্য হংহং এ পাঠিয়ে দেয়। এখনকার দিনে এই ব্যাপারটা খুবই সাধারণ, কিন্তু তখন দিনে মানে 1859 সালে এই ব্যাপারটা মোটেই সাধারণ ছিল না । প্লেন আবিষ্কারের তখনও 55 বছর বাকি আছে , সেই সময় জাহাজে করে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা অন্য দেশে পাড়ি দেওয়া সাধারণ ছিল না। আমারও একটা ব্যাপার দেখতে হবে যে জামসেদজী টাটা সপরিবারে হংকং এ গেছিলেন , নিজেদের দেশ ছেড়ে অন্য একটি দেশে নিজেকে ব্যবসা সম্প্রসারণ করা সহজ কথা নয়, কিন্তু করে দেখিয়েছিলেন তিনি । নিজের পঁয়ষট্টি বছরের জীবনে জামসেদজী টাটা নিজেদের তুলোর ব্যাবসার বিভিন্ন শাখা খুলেছিলেন জাপান, চীন , আমেরিকায় । এছাড়া দেশের মধ্যেও তার ব্যবসাকে আরো এগিয়ে নিয়ে গেছিলেন । তুলো এক্সপোর্ট এর পাশাপাশি বিভিন্ন জায়গায় তিনি তুলোর মিল খোলেন এখনকার মুম্বাই তৎকালীন বোম্বে, নাগপুরে ও কুরলাতে 1872 সালে। নাগপুরের মিল টির নাম ছিল Empress Mill.
![]() |
| Jamset Ji Tata |
জামসেদজী টাটা ই প্রথম যিনি ভারতে প্রথম স্টিল কারখানা তৈরি করেন ।
তিনি আরো একটা গুরুত্বপূর্ণ কাজ করেছিলে যে তিনি প্রথম ফাইভ স্টার হোটেল খোলেন তাও আবার যেখানে বিদ্যুৎ পাওয়া যাবে, বিখ্যাত তাজ হোটেল অবশ্যই মুম্বাই তৎকালীন বোম্বে। এই কথা মনে রাখতে হবে যে, ব্রিটিশরা কিছুটা সহযোগিতা করেছিল । ( অনুমান )
1904 সালে জীবনাবসান হয় জামসেদজী টাটার।
কিন্তু জামসেদজী টাটার জীবনাবসান সাথে তিনি রেখে গেছেন এমন একটি কম্পানি, বর্তমান সময়ও এই কোম্পানিকে কে মাত দেওয়া কষ্ট কর।
![]() |
| Empress Mill |
একটা ব্যাপার জিনিস লক্ষ্য করার আছে কেন এখানে জামশেদজী টাটা বা টাটা কোম্পানির বিজনেসের কথা বলা হচ্ছে কারণ, টাটা বা টাটা কোম্পানি একটা লক্ষ্য তৈরি করে দিয়েছিল যা সময় অন্য কোম্পানিগুলি করে থাকে। জামশেদজী টাটা 1874 নাগপুরে তুলোর মিল খোলেন, মনে রাখতে হবে এর আগে কিন্তু তারা তুলো এক্সপোর্ট করতো তিনি অন্য কিছু করার চেষ্টা করলেন । একটা জিনিস লক্ষ্য করলেন, তার মিলে যে সমস্ত শ্রমিক কাজ করছিল তারা অনেক সময় কাজে আসছে না অনেক ছোট ছোট বাহানা দিত। কিন্তু এইটা ব্যাপারটাকে ঠিক করার জন্য জামশেদজী টাটা একটা জিনিস করলেন , ওরা শ্রমিক কাজে না আসলে তাকে কাজ থেকে বের করে দেওয়ার ভয় দেখানো হয় বা কাজ থেকে বার করে দেয়া হয়। কিন্তু জামশেদজী টাটা সেটা করলেন না, তিনি করলেন কি এই নিজের মিলের শ্রমিকদের জন্য, জেনারেল প্রভিডেন্ট ফান্ড
( provident fund ) তৈরি করলেন এবং এটাও দেখলেন যে এই শ্রমিকরা অবসর করার পর ও পেনশন পেতে পারে , সেই ব্যবস্থা করলেন আরো করলেন, তিনি মজদুর দের জন্য ইন্সুরেন্স চালু করলে । কাজ করার সময় যদি কারোর দুর্ঘটনা ঘটে, সেই মজদুর দের চিকিৎসার সমস্ত খবর কম্পানি বহন করবে । তখনকার দিনে এইসব কথা ভাবাই যেত না কিন্তু জামশেদজী টাটা ভেবেছিলেন ।
বিভিন্ন ছুটির দিনে তাদেরকে ছুটি দেওয়া , তারা যাতে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে পারেন সেই সব ছুটি ও থাকাতো , আঠারো শতকে সেটা ভাবাই যায়না ।
1861 তে আমেরিকা তে গৃহযুদ্ধ শুরু হয় ( civil war ) এই যুদ্ধতে লাভ হয়েছিল কিন্তু জামশেদজী টাটার, কারণ ব্রিটেন তুলো আমদানি কত আমেরিকা থেকে কিন্তু এর ফলে সেটা বন্ধ হয়ে যায়। জামশেদজী দ্বিগুণ দামে ইংল্যান্ডকে তুলো বিক্রি করছিল । বলা হয়ে থাকে এই সময় জামশেদজী টাটা লন্ডনে নিজের একটা অফিস খোলেন । এই তিনি ভালই ব্যবসা করেছিলে কিন্তু,
আমেরিকায় গৃহযুদ্ধ শেষ হওয়ার পর, ইংল্যান্ড আবার আমেরিকা কাছ থেকেই তুলো কেনা আরম্ভ করে দেয় যার ফলে ব্যবসা মন্দা হয়ে যায়। জামশেদজী টাটা হার মানেননি , তো লোক নিকারি যে সমস্ত যে সমস্ত বিনিয়োগকারীরা নিজেদের টাকা এই ব্যবসায় লাগিয়েছিলেন তারা তাদের টাকা ফেরত চান কিন্তু, জামশেদজী টাটা এ শুধু সময় চেয়েছিলে তারাও সে রাজি হয়েছিল কিন্তু তাকে নিজের অফিসে কুড়ি পাউন্ডের মাইনেতে চাকরি করতে হয়েছিল। সেটা খুবই অপমানের , নিজের তৈরি কোম্পানিতে নিজেকেই চাকরি করতে হচ্ছে সেটা সত্যি অপমানের কিন্তু করার কেউ কিছু নেই। জামশেদজী টাটা চারটে খুব বড় স্বপ্ন ছিল তার মধ্যে তিনি একটা স্বপ্ন নিজের জীবনদশায় করেছে সেটা হল ফাইভ স্টার হোটেল খোলা, আর বাকি তিনটে স্বপ্ন পুরন করেছিল তার ছেলে দোরাবজী টাটা ।
![]() |
| Sir Dorabji Tata |
![]() |
| Taj Hotel |
1910 সালে হে টাটা দে নিজস্ব স্টিল প্ল্যান্ট তৈরি হয়ে গেছিল এবং কাজ চলছিল ভালোভাবেই । এরপর শুরু হয়ে যায় প্রথম বিশ্বযুদ্ধ, ব্রিটিশদের যুদ্ধ ট্যাংক, রেল পথ তৈরিতে টাটা স্টিল অনবদ্য ভূমিকা গ্রহণ করেছিল ।
![]() |
এক ব্রিটিশ রাজনীতিবিদ বলেছিল
"TATA STEEL SAVED US"
এরপর TATA STEEL যাত্রা এক নতুন পথ নেয়। গ্রেট ব্রিটেনে টাটা স্টিল একটা আলাদা যায়গা নেয় ।
টাটা দায়িত্বভার নেয় যে জে. আর. ডি টাটা জাহাঙ্গীর রতনজী দাদাভাই টাটা
![]() |
| JRD TATA |
( Jehangir Ratanji Dadabhoy Tata ) ইনি বড় হয়েছিলেন ফ্রান্সে আর ইনি একজন পাইলটও ছিলেন, এই জে. আর. ডি টাটা ভারতে প্রথম TATA Air lines খোলেন । পরবর্তীকালে এই Air lines এর নাম হয় AIR INDIA .
![]() |
| TATA AIR LINES |
1945 সালে টাটা কম্পানি নেয় এল TATA MOTORS, ঐ সালেই নিয়ে এসেছিল রেল ইঞ্জিন। 1968 সালে তৈরি হয় TATA CONSULANCY SERVICE ওরফে TCS .
জে. আর. ডি টাটা নেতৃত্বে TATA Group মধ্যে 95 কোম্পানি ছিল। টাটা রেডিও কোম্পানি Nelco বলে ছিল, কিন্তু অনেক কারণের জন্য Nelco বন্ধ হয়ে যায়। রতন টাটা যখন আসলেন তখন তিনি Nelco কে satellite এর কাজে ব্যবহার করলেন এবং এই খুব কার্যকরি হলো। 1991 সালে রতন টাটা টাটা গ্রুপের চেয়ারম্যান হলেন, বিভিন্ন কারণের আবার Nelco সম্পূর্ণ ভাবে বন্ধ করে দেওয়া হয়। এইসময় আরো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন রতন টাটা । বিদেশ বিভিন্ন কোম্পানি টাটা রা কিনে নিলেন, ইংল্যান্ড একটা চা এর কোম্পানি Tetley টাটা গ্রুপ কিনল, ইউরোপের একটা স্টিল কোম্পানি কিনে নিল টাটা গ্রুপ । Jaguar আর Land Rover টাটা গ্রুপে এর মধ্যে চলে আসে। বলাহয় এই কোম্পানি গুলি যখন বিক্রি করার কথা হয় , এই দুটো কোম্পানির শ্রমিক চাইছিল টাটা গ্রুপ তাদের কোম্পানি কে কিনে নেয় , এখানে থেকে বোঝা যায় টাটা গ্রুপ কতটা মানুষের মনে যায়গা করে নিয়েছিল, আরো মনে রাখা দরকার এইগুলা সব বিদেশি কোম্পানি।
![]() |
| Ratan TATA |
আরো একটা জিনিস লক্ষ্যনিও টাটা গ্রুপের অনেক কোম্পানি টাটা নিজেদের নাম দেয়নি যেমন Indian Institute of Science , Taj Hotel .
![]() |
| Jamshedpur |
ঝাড়খন্ডে জামশেদপুর শহর কিন্তু টাটা গ্রুপ কিন্তু নিজে থেকে রাখেনি । 1919 সালে ভারতের গর্ভানর জেনারেল Lord Chelmsford এই নাম টি রাখেন ।
এই ছিল টাটা র গল্প।
ছবি সূত্র - internet
তথ্য সূত্র - wikipedia
History of Tata Group
Jamshedpur
Tata consultancy services
Tata motors
Tata Steel
www.chaloamaragalpakori.com
- Get link
- X
- Other Apps











Comments