- Get link
- X
- Other Apps
Posted by
Tiki liki
on
- Get link
- X
- Other Apps
![]() |
| কলকাতা আন্তর্জাতিক বইমেলা |
আর কয়েক দিন বাদেই শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। বই পোকা দের এইটা যেন একটা উৎসব। বাঙালির বারো মাস তেরো পার্বণ হয় , আসলে ওটা চোদ্দ পার্বণ। আচ্ছা বইমেলা কিভাবে শুরু হয় মানে কলকাতা বইমেলার কথা বলছি না, মানে কিভাবে এই বইমলা শুরু হলো !
বিশ্বের প্রথম বইমেলা শুরু হয় জার্মানিতে চোদ্দশ বা পনেরো খ্রিষ্টাব্দে । গুটেনবার্গ ছাপাখানা আবিষ্কার পরেই, অনেকে আবার ঐ বছরই থেকেই বইমেলা শুরু।
আরো বলাহয় যে বইমেলা শুরু হয় 1825 খ্রিষ্টাব্দে। ঐ বছরই লাইপজিগ গ্রন্থমেলা শুরু হয়। অনেকে আবার মনে করেন জার্মানির ফ্রাঙ্কফুর্টে বইমেলা শুরু হয়।
1949 সালে শুরু হয় ফ্রাঙ্কফুর্ট বইমেলা, অনেকে আবার মনে করেন "লাইপজিগ বইমেলা" বইমেলার দায়িত্ব দিয়ে বিদায় নেয়। তবে লাইপজিগ অথবা ফ্রাঙ্কফুর্ট যেখানেই বইমেলা শুরু হোক না কেন , যে দেশে ছাপাখানার আবিষ্কার হয়েছিল সেখানেই যে বইমেলা শুরু হয়, সেটা জেনেই আনন্দ হয় ।
![]() |
| ফ্রাঙ্কফুর্টের বইমেলা |
সেই সময় বইমেলা এখনকার মতো জনপ্রিয় ছিল না, বইমেলা জনপ্রিয় হয়েছিল সাতেরো শতকের পর ইউরোপ সহ বিভিন্ন দেশে, জনপ্রিয় হয়েছিল। 1956 সালে পরথেকে শুরু হতে থাকে বিভিন্ন বইমেলা। 1972 সালে ইউনেস্কো "আন্তর্জাতিক পুস্তক বর্ষ" বলে ঘোষণা করে ।
বলা হয়ে থাকে চীনারা বই সংগ্রহ করে 960 সালে । তারা এই বই সংগ্রহের নাম দিয়েছিল "শানবিন" তারা তাদের ঐতিহ্য সংস্কৃতি কে ধরে রেখেছে এখনো। বইমেলা নিয়ে যখন এত আলোচনা হচ্ছে তখন জানতে ইচ্ছে করে পৃথিবীর প্রথম বই কোনটি ? প্রথমে মানুষ গাছের পাতা, গুহার পাথরের গায়ে লিখতো, ইতিহাস ঘাঁটলে দেখা যায়, পৃথিবীর প্রথম উপন্যাস হলো গিলগামেস । এই উপন্যাস টি প্রায় চার হাজার বছর আগে , প্রাচীন মেসোপটেমিয়া লেখা হয়েছিল। এখন আর মেসোপটেমিয়া জায়গায় রয়েছে , ইরাক আর সিরিয়া ।
তবে এই "গিলগামেস" উপন্যাস হাজার চেষ্টা করেও কেউ পড়তে পারেনি আর এই লেখকের নাম জানা যায় নি। 1870 সালে জর্জ স্মিথ নামে একজন, ব্রিটিশ জাদুঘরে এই পাথরের ফলক টি দেখতে পায়, এবং তার পাঠোদ্ধার করে ।
ধারনা করা হয় একশো বছর আগেই বইমেলা শুরু হয়, বলা হয় থাকে কলেজ স্ট্রিটে বইয়ের প্রর্দশনীর আয়োজন করা হয়, তখন ছিল ব্রিটিশ শাসন। বিদেশ পন্য বর্জন করে স্বদেশী জিনিস নিজের করে তোলা । সেই কথা মাথায় রেখে 1906 সালে তৈরি হয় বঙ্গিয় জাতীয় শিক্ষা পরিসদ ।আবার 1918 সালে কলেজ স্ট্রিটে, চত্তরে শুরু হয় জাতীয় শিক্ষা সপ্তাহ।
1976 সালে শুরু হয়েছিল কলকাতা বইমেলা ।
1980 সালে কলকাতা বইমেলার আগেই একটি অন্য বইমেলার আয়োজন করা হয়েছিল নাম ছিল পশ্চিমবঙ্গ গ্রন্থমেলা। মেলাটির আয়োজন করত পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর। তখন রাজ্যে শিক্ষা মন্ত্রী ছিল পার্থ দে ,ডিসেম্বরে লাইব্রেরী দে থেকে এই মেলা শুরু হয়ে যেত। প্রথম বার মেলা হয়েছিল পার্ক সার্কাস ময়দানে , পরে স্থান পরিবর্তন হয়ে মেলা বসে সেন্ট পলস ক্যাথিড্রাল উল্টোদিকের ময়দানে এখন জায়গাটির নাম মোহরকুঞ্জ । 1984 সাল থেকে প্রতি বছরই এই মেলায় বসতো লোকে বলত এই মেলার নাম সরকারি বইমেলা । আন্তর্জাতিক বইমেলা থেকে এর পরিসর ছিল ছোট, যার ফলে প্রকাশক ও কম আসতেন । বাইরের রাজ্য থেকেও প্রকাশক আসতো এই মেলায় । এই বইমেলার প্রধান উদ্দেশ্য ছিল, কলকাতা ও তার আশেপাশের গ্রন্থাগার গুলির বই কেনায় একটু সুবিধা করে দেওয়া।
এখানে একবার নাকি অনেক দুর্লভ বইয়ের কালেকশন এসেছিল কিন্তু কলকাতা বইমেলার জনপ্রিয়তা যত বাড়তে থাকে এই মেলার দৃশ্য জৌলুস ও কমতে থাকে এই মেলার প্রধান দায়িত্ব ছিল ন্যাশনাল বুক এজেন্সির সুনিল বসুর ওপর তিনি মারা গেলেন এই মেলাও প্রায় বন্ধ হতে বসে শেষবার এই মেলা বসেছিল 1994 এ তারপর পশ্চিমবঙ্গ গ্রন্থমেলা বন্ধ হয়ে যায় ।
1974 সালের একদিন কফি হাউসে বসে তরুণ প্রকাশক ও লেখক গল্প গল্প করছিলেন এবং গল্পে মধ্যে প্রসঙ্গ এসে পড়ে কিভাবে বাংলা বইয়ের বিক্রি আরো বাড়ানো যায় এবং ঘরে ঘরে বই পৌঁছে দেয়া যায় । ঠিক হলো কয়েকটি প্রকাশনা সংস্থা মিলে বইমেলার আয়োজন করবে তবে প্রথম দিকে কিছু প্রকাশক এই মেলা দেখে মুখ ঘুরিয়ে নিয়েছিল। কিন্তু বইমেলা হয়েছিল ঠিকই প্রথমবার বই মেলায় 34 জন প্রকাশক নিয়ে 54 টি স্টল দেয়া হয়েছিল, কিন্তু বেশিরভাগ প্রকাশক বইমেলায় স্টল দিতে নারাজ ছিলেন । National Book Trust ( n.b.t ) 1960 মুম্বাই এর চার্চ গেট ময়দানে অনুষ্ঠিত হয় বইমেলা । 1972 সালে দিল্লিতে জাতীয় বইমেলা শুরু হয় nbt র উদ্দ্যোগে । nbt র উদ্দ্যগে দিল্লির, মুম্বাই, চেন্নাই তে বইমেলা অনুষ্ঠিত হয়।
কিন্তু তারা নিজে থেকে বা নিজেদের উদ্যোগে কলকাতা বইমেলা কথা ভাবেনি, হয়তো তারা ভেবেছিল কলকাতা বইমেলা সাফল্য পাবে না।
এরপর 1975 সালে তৈরি হলো পাবলিশার্স অ্যান্ড বুক সেলার গিল্ড ।
এই সংস্থা তৈরি করার মূল উদ্দেশ্য ছিল, বার্ষিক কলকাতা বইমেলা আয়োজন করা। এই গিল্ডে ছিলেন বিমল ধর , এম সি সরকার অ্যান্ড সন্স এর সুপ্রিয় সরকার, দাশগুপ্ত অ্যান্ড কোম্পানির প্রবীর দাশগুপ্ত, সাংবাদিক অতীন রায় , শ্রীশকুমার কুন্ডা প্রতিষ্ঠা করেছিলেন
1976 সালের 5th মার্চ প্রথম কলকাতা বইমেলা শুরু হয়।
প্রথম বারের বইমেলা বিভিন্ন দিক দিয়ে মনে রাখার মত । প্রথম বারের বইমেলায় খুব বৃষ্টি হয়েছিল ফলে খুব জল জমে ছিল বইমেলা প্রাঙ্গণে সভাপতি পাঞ্জাবি খুলে শুধু গেঞ্জি গায়ে জল নিষ্কাশন এর কাজে লেগে যায়, জল পরিষ্কার করতে করতে তিনি মেলা প্রাঙ্গণের বাইরে চলে যান এরপর যখন তিনি বইমেলায় ঢুকতে জান তখন বাধা দেয় সিকিউরিটি গার্ড কাঁদা মেখে একেবারে চেনাই যাচ্ছেনা সভাপতি কে তারপরে অনেক বুঝিয়ে পরে জানা যায় ইনি হলেন সভাপতি ।
এরপর বছর পাল্টাতে থাকে আর কলকাতা বইমেলার নাম বিভিন্ন জায়গায় ছবি ছড়িয়ে পড়ে, 1983 সালে আন্তর্জাতিক বই প্রকাশনী সংস্থার সম্পাদক কলকাতা বইমেলায় এসেছিলেন বইমেলা দেখে তিনি আবেগে আপ্লুত হয়ে পড়ে এরপরে সেই বছরই কলকাতা বই মেলার মুকুটে যুক্ত হয় আর একটা পালক ।
সারা বিশ্বে কলকাতা বইমেলা পরিচিতি পায় আন্তর্জাতিক কলকাতা বইমেলা হিসাবে !
জীজ্ঞাসা প্রকাশনা কে , এবং সুশীল মুখোপাধ্যায়। প্রথম সভাপতি হয়েছিলেন সুশীল মুখোপাধ্যায় । বইমেলা শুরু হওয়ার আগের বছর গিল্ড "ওয়ার্ল্ড অফ পেপার ব্যাকস" নামে একটি বই প্রর্দশনীর আয়োজন করে। সর্বভারতীয় বই বিক্রেতাদের কথা মাথায় রেখে , বইমেলা নাম দেওয়া হয় কলকাতা পু্স্তক মেলা ইংরাজি তে ক্যালকাটা বুক ফেয়ার।
![]() |
1976 সালের 5th মার্চ প্রথম কলকাতা বইমেলা শুরু হয়।
প্রথম বারের বইমেলা বিভিন্ন দিক দিয়ে মনে রাখার মত । প্রথম বারের বইমেলায় খুব বৃষ্টি হয়েছিল ফলে খুব জল জমে ছিল বইমেলা প্রাঙ্গণে সভাপতি পাঞ্জাবি খুলে শুধু গেঞ্জি গায়ে জল নিষ্কাশন এর কাজে লেগে যায়, জল পরিষ্কার করতে করতে তিনি মেলা প্রাঙ্গণের বাইরে চলে যান এরপর যখন তিনি বইমেলায় ঢুকতে জান তখন বাধা দেয় সিকিউরিটি গার্ড কাঁদা মেখে একেবারে চেনাই যাচ্ছেনা সভাপতি কে তারপরে অনেক বুঝিয়ে পরে জানা যায় ইনি হলেন সভাপতি ।
এরপর বছর পাল্টাতে থাকে আর কলকাতা বইমেলার নাম বিভিন্ন জায়গায় ছবি ছড়িয়ে পড়ে, 1983 সালে আন্তর্জাতিক বই প্রকাশনী সংস্থার সম্পাদক কলকাতা বইমেলায় এসেছিলেন বইমেলা দেখে তিনি আবেগে আপ্লুত হয়ে পড়ে এরপরে সেই বছরই কলকাতা বই মেলার মুকুটে যুক্ত হয় আর একটা পালক ।
সারা বিশ্বে কলকাতা বইমেলা পরিচিতি পায় আন্তর্জাতিক কলকাতা বইমেলা হিসাবে !
![]() |
1997 কলকাতা বইমেলার একটি গুরুত্বপূর্ণ বছর। ঐ বছর কলকাতা বইমেলার থিম ছিল ফ্রান্স, প্যারিসের ল্যুভর মিউজিয়ামের মত সাজানো হয়েছিল বইমেলা কে । বইমেলার উদ্বোধন করেন বিখ্যাত ফরাসি সাহিত্যক জাঁক দেরিদা । কিন্তু ভয়াবহ দূর্ঘটনা ঘটে যায় বইমেলায় , মেলা চলাকালীন হঠাৎ আগুন লেগেছিল বইমেলায় , এমনকি মৃত্যু ঘটে। তিনদিনের মাথায় আবার নতুন করে বইমেলা শুরু হয়। আর এই ঘটনার পর থেকে মেলা চত্তরে আগুন জ্বালানো এমনকি ধুমপান নিষিদ্ধ করে দেওয়া হয়। খাবার স্টল গুলোকে এক দিকে করে দেওয়া হয়।
তবে কলকাতা আন্তর্জাতিক বইমেলা নিয়ে একবার বিতর্ক হয়েছিল। সাল টা 2007 , কলকাতা বইমেলা বরাবর ময়দানে অনুষ্ঠিত হত , কিন্তু পরিবেশ দূষণের জন্য ময়দানে থেকে সরিয়ে কলকাতা আন্তর্জাতিক বইমেলা বর্তমানে বই অনুষ্ঠিত হয় মিলন মেলা প্রাঙ্গণে।
তাহলে তৈরি তো বইমেলা জন্য ।
তবে কলকাতা আন্তর্জাতিক বইমেলা নিয়ে একবার বিতর্ক হয়েছিল। সাল টা 2007 , কলকাতা বইমেলা বরাবর ময়দানে অনুষ্ঠিত হত , কিন্তু পরিবেশ দূষণের জন্য ময়দানে থেকে সরিয়ে কলকাতা আন্তর্জাতিক বইমেলা বর্তমানে বই অনুষ্ঠিত হয় মিলন মেলা প্রাঙ্গণে।
তাহলে তৈরি তো বইমেলা জন্য ।
ছবি সূত্র - internet
তথ্য সূত্র - wikipedia
Book Fair
Heritage www.chaloamaragalpakori.com
History
History Kolkata International Book Fair
Kolkata
- Get link
- X
- Other Apps





Comments