- Get link
- X
- Other Apps
Posted by
Tiki liki
on
- Get link
- X
- Other Apps
![]() |
| ভিক্টোরিয়া মেমোরিয়াল |
ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতার ঐতিহ্য । কলকাতার কথা মনে পড়লেই সবার আগে কিন্তু মনে পড়বেই। কেন বানানো হল ভিক্টোরিয়া? তার জন্য ইতিহাসের পাতা উল্টিয়ে দেখলে দেখা যায় ,প্রায় 116 বছর আগে 1901 সালের 22 জানুয়ারি মাসে 81 বছরের রাণী ভিক্টোরিয়া মারা গেলেন আইল ওফ ওয়াইটের ( Isle of Wight ) ওসবন হাউসে । (Osborne hause) সরকার ঠিক করলো সারা দেশ জুড়ে এমনকি ব্রিটিশ কলোনি গুলো তে অর্থাৎ ভারতের কলকাতায় হবে রাণীর স্মৃতি উদ্দেশ্যে ছোট ভিক্টোরিয়া মেমোরিয়াল। তখন বড়লাট ছিলেন লর্ড কার্জন, কার্জন ঠিক করলেন ছোট করে নয় বড় করেই হবে ভিক্টোরিয়া মেমোরিয়াল । তাজমহল কে টেক্কা দিতে হবে না! এর জন্য চাই টাকা , শোনা যায় প্রায় 1 কোটি 5 লাখ টাকা লেগেছিল সেই টাকা দিয়েছিল তৎকালীন ভারতীয়রা এবং ভারতে থাকাকালীন ইংরেজরাও। ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি করা দায়িত্ব পেল মার্টিন এন্ড কোম্পানি।
![]() |
| লর্ড কার্জন |
কোম্পানির দুই পার্টনার ছিল টমাস অ্যাকুইন মার্টিন
( Thomas Accquin Martin) আর একজন ছিলেন স্যার রাজেন্দ্রনাথ মুখ্যার্জী । তাজ মহলের মতোন ভিক্টোরিয়ার মার্বেল ও রাজস্থানের মাকরানার । ভিক্টোরিয়া যে রীতি অনুযায়ী বানানো হয়েছে , সেখানে মিলেমিশে গেছে ব্রিটিশ ও মোঘল স্হাপত্য , তাকে "ইন্দো-সারাসেনিক রিভাইভাল" বলে থাকে অনেক বিশেষজ্ঞ। এই রকম ইন্দো-সারাসেনিক রিভাইভাল ভারতে আরও আছে যেমন Gateway of India, Madras High Court, রাষ্ট্রপতি ভবন।
![]() |
| ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরী হওয়ার ছবি |
ভিক্টোরিয়া মেমোরিয়ালে ইঞ্জিনিয়ার ছিলেন উইলিয়াম এমারসন। এই এমারসন সাহেব ভিক্টোরিয়া মেমোরিয়াল নকশা তৈরি কাজ দেন ভিনসেন্ট জে ইস্চ সাহেব কে , এই ভিনসেন্ট জে ইস্চ সাহেব ছিলেন বেঙ্গল নাগপুর রেলওয়ের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। আর ইনি ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরির সুপারিনটেনডেন্ট আর্কিটেক্ট ছিলেন।
![]() |
| ভিক্টোরিয়া মেমোরিয়ালের নকশা |
এমারসন সাহেব মিশরীয় , ভেনিস , দক্ষিণ ভারতের স্থাপত্যরীতিকেও মিশিয়ে দিয়েছিলেন, নির্মানের সময় । ভিক্টোরিয়া মেমোরিয়াল কিন্তু শুধু কলকাতায় আছে এমনটা নয়, লন্ডনেও আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, কিন্তু সেটা স্তম্ভ। বাকিংহাম প্যালেসের সামনে আছে এটি , এখানেও একটা পরি আছে, তার রং গোল্ডেন ।
![]() |
| লন্ডনের ভিক্টোরিয়ার মূর্তি |
আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়ালের ডোম বা চূড়া কে ঘিরে রয়েছে সাত টি মূর্তি। এগুলো আবার এক-একটা মানে রয়েছে , সেগুলো হলো স্থাপত্য, দাক্ষিণ্য, ন্যায় বিচার, মাতৃত্ব, বিদ্যা এবং প্রজ্ঞা । ( যখন বানানো হয়েছিলো তখন একবারো বোঝেনি তৎকালীন ব্রিটিশ সরকার অন্য দেশ কে নিজেদের মনে করছে ) ।
১৯০৬ সালের ৪ জানুয়ারি এই ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রিন্স অফ ওয়েলস হিসেবে ভারত সফরে আসা পরবর্তীকালের রাজা পঞ্চম জর্জ এবং ১৯২১ সালের ২৮ ডিসেম্বর এটি উদ্বোধন করেন তৎকালীন প্রিন্স অফ ওয়েলস ও পরবর্তীকালের রাজা অষ্টম এডওয়ার্ড।
![]() |
| ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরের ছবি |
ভিক্টোরিয়া মেমোরিয়াল ঠিক সামনে আছে 64 একর জমি নিয়ে তৈরি বাগান, শীতের সময় এখানে অনেকে চড়ুইভাতি করে , আর বাকি সময় কলকাতার এই বাগান হয়ে যায় প্রেমিক ও প্রেমিকাদের মুক্তাঞ্চল। এখানে একটি রাণি ভিক্টোরিয়ার মূর্তি রয়েছে, আর বিভিন্ন ব্রিটিশ রাজপুরুষদের মূর্তি। এই বাগানের অন্য কোনো দিক দিয়ে ঢুকলে চোখে পড়বে একটি অসাধারণ মূর্তি, এই মূর্তিটি ধাতুর তৈরি, এই মূর্তিটি সপ্তম এডওয়ার্ডের ঘোড়া চড়া মূর্তি তার স্মৃতির উদ্দেশ্যে তৈরি।
![]() |
| সেই গেট বা তরোণ |
বলা হয় এখন যেখানে ভিক্টোরিয়া মেমোরিয়াল, সেখানেই একসময় ছিল প্রেসিডেন্সি জেল । পরে সেটা আলিপুর সরিয়ে দেওয়া হয়, এখন সেটা মিউজিয়াম তৈরি হয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল যে যায়গায় রয়েছে তাঁর আগে নাম ছিল নাকি হরিণবাড়ি, কেন এমন নাম সেটা ঠিক জানা যায়নি। অনেকে বলেন এখানে নাকি বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ দৌলার শিকারে মাঁচা ছিল, অনেকের ধারণা ওখানে নাকি চিড়িয়াখানার মত কিছু ছিল !
আচ্ছা ভিক্টোরিয়া মেমোরিয়াল ওজন কত ?
80, 300 টন । 1988 তে বাংলার তৎকালীন রাজ্যপাল ইতিহাসবিদ সৈয়দ নুরুল হাসানি এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে কলকাতা গ্যালারি করার প্রয়োজন মনে করেন , আর 1992 সালে এই গ্যালারি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়। ভিক্টোরিয়া মেমোরিয়াল ভেতর ঢুকলে মেন হয় যেন কোনো এক অজানা টাইম মেশিন করে সেই উনিশ শতকের কলকাতায় চলে এসেছি । ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাগানে, একটি সিংহের মূর্তি রয়েছে, এই মূর্তির ও একটি মানে রয়েছে আসলে একটা ঝর্না , চারিদিকে জল বেরহচ্ছে বলে বোঝানো হয়েছে , ভারতের চারটি প্রধান নদী গঙ্গা, সিন্ধু, কৃষ্ণা ও যমুনা র প্রতীক । অনেকে মনে দরজায় আছে এই চারটি নদীর নাম।
ভিক্টোরিয়া মেমোরিয়াল অন্দরমহল ও চোখ ধাঁধিয়ে দেওয়ার মতন, রেনেসাঁ ও ইটালি ভাষ্কর্যে ভরা এই ভিক্টোরিয়া মেমোরিয়াল ।
![]() |
| ভিক্টোরিয়া মেমোরিয়ালের ঝর্না |
এখানে শুধু রাণি ভিক্টোরিয়া বা ব্রিটিশ রাজপরিবারে সদস্যে মূর্তি শুধু নেই , রয়েছে লর্ড ক্লাইভ, ওয়ারেন হেস্টিংস, কর্নওয়ালিস, ওয়েলসলি এবং লর্ড ডালহৌসি । ভিক্টোরিয়া মেমোরিয়ালে "কুইন্স হল" আছে, এই হলটিতে রয়েছে ভিক্টোরিয়ার একটি বিষন্ন মূর্তি । আরো আছে রাণির বিভিন্ন চিঠি পত্র, রানির বিভিন্ন পোট্রেট, রানি সিংহাসনহারনের ছবি , তাদের বিবাহ ছেলেদের বিবাহ, রাজপুত্রদের বিবাহ, এই সব দিয়ে এই সব দিয়ে সাজানো এই গ্যালারি । 1757 সালের পলাশির যুদ্ধের ব্যাবহার করা ফরাসি কামান ।
প্রথম ফাঁসি অর্থাৎ নন্দলালর জ্বালিয়াতি সম্পর্ক দলিল, এছাড়া আছে কেশব চন্দ্র সেন, মাইকেল মধুসূদন দত্ত, রবিন্দ্রনাথ ঠাকুর বাবা দ্বারকানাথ ঠাকুরের বিভিন্ন দলিল।
বর্তমানে ভিক্টোরিয়া মেমোরিয়াল মিউজিয়ামের পরিনত হয়েছে, এখানে অনেকে কিছু দেখার আছে। 2021 সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর 125 তম জন্মদিন উপলক্ষে নেতাজির ব্যাবহিত বিভিন্ন জিনিসপত্র প্রর্দশিত হয়েছে।
ভিক্টোরিয়া কে তো কলকাতার তাজ মহল ও বলে অনেকে ।
ভিক্টোরিয়া মেমোরিয়াল মাথা একটা পরি আছে তার নাম "বায়োডেটা অফ দি এঞ্জেল" এনার ওজন হল সাড়ে ছয় টন , ইনি ঘরেন হাওয়া সাথে তবে, হাওয়ার গতি হতে হবে ঘন্টার 20 কিলোমিটার । পরি নিয়ে একটা গুজব আছে সেটি হল রাণীর হয়ে সবার উপর নজর রাখছে পরিটি ।
![]() |
| সেই পরি |
তবে একটা কথা বলাই যায় ভিক্টোরিয়া সঙ্গে রয়েছে একজন বাঙালি।
![]() |
| স্যার রাজেন্দ্রনাথ মুখ্যার্জী |
ভিক্টোরিয়া মেমোরিয়ালের মুল দ্বারে রোমান হরফে "ভিআরআই" খোদাই করা আছে। অনেকের মতে এর মানে হল "ভিক্টোরিয়া রেজিনা ইম্পেরাট্রিক্স"
এই কথাটি বঙ্গানুবাদ করলে হয় ভিক্টোরিয়া যিনি ইংল্যান্ডের সম্রাজ্ঞী।আবার অনেকে মনে করেন এর অন্য কোনো মানে আছে, তবে এই রহস্য, রহস্যই রয়ে গেছে।
সবচেয়ে মজার ব্যাপার হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল গেট , গেটের ঠিক মাথায় একটা ঢাল, বাঁদিক সিংহ ডান দিকে ইউনিকর্ন আর নিচে লেখা একটা ফরাসি বাক্য এইটাকে বলে রানির "Coat of arms"
![]() |
| ভিক্টোরিয়া মেমোরিয়ালের গেট |
কলকাতার সমস্ত সরকারি বিল্ডিং থেকে "Coat of arms" সরিয়ে দেওয়া হয়েছে, শুধু কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল ছাড়া আরো দুটো যায়গা ব্রিটিশ "Coat of arms" দেখা যায় একটা Bathgate & Co's Camac Street Branch Office আর ক্লাইভ স্ট্রিটের রয়েল এক্সচেঞ্জ অফিসে ।
কালো ভিক্টোরিয়া
ছোট বেলার একটা ছড়া আছে সা রে গা মা পা ধা না নি বোম ফেলেছে জাপানি। এই ছড়াটার সূত্র ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ । আর যেহেতু 2nd City of the empire ছিল কলকাতা তাই কলকাতার উপরেও যুদ্ধে কালো মেঘ ঘনিয়ে এসেছে ছিল । ব্রিটিশরা তাদের সাধের ক্যালকাটা কে জাপানি বিমান হাত থেকে বাঁচানোর জন্য অনেক টেকনিক ব্যবহার করেছিল ব্রিটিশ সরকার, রাত্রিবেলায় কি হবে, এই জন্য সেই সময় কলকাতা শহরকে পুরো ব্ল্যাকআউট করে দেয়া হতো।
রাস্তার আলো বন্ধ , বাড়ির আলো বন্ধ, গাড়িতে করে বের হতে গাড়ির হেড লাইটকে আধা কালো করে দেওয়া হয়। কিন্তু একটা বড় অসুবিধা হল
ভিক্টোরিয়া মেমোরিয়াল।
কলকাতার ঐতিহ্যের মধ্যে অন্যতম স্থাপত্য, কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল। এইসময় ভিক্টোরিয়া মেমোরিয়াল কালো করে দেয়া হয়েছিল , হ্যাঁ একদম কালো। কিন্তু এর পিছনে কারণ কি, ঐ যে বলা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অক্ষ শক্তির অন্যতম শক্তি জাপান ভারত তথা কলকাতা আক্রমণ করেছিল এবং কলকাতার উপর জাপানি বিমান ঘুরপাক দিচ্ছিল । জাপানি বিমান জন্য খিদিরপুর ডকের ব্যাপক ক্ষতি হয়। এই সময় ইংল্যান্ড ও আমেরিকার সৈন্য ঘাটি ছিল কলকাতাতে। জাপানি বিমান বাহিনীর অন্যতম লক্ষ্য ছিল বিভিন্ন বাড়ি, রাস্তাঘাট কে ক্ষতিগ্রস্ত করা। দিনের বেলায় কোন প্রকারে ব্রিটিশ সৈন্যবাহিনী সামলে নিলেও
ভিক্টোরিয়া মেমোরিয়াল ছিল সাদা মার্বেল পাথরের, ফাঁকা অতবড় একটা মাঠের মধ্যে অতবড় বাড়াটা চোখে তো পড়বেই, চাঁদের আলোয় চকচক করতো সেই জন্য 1943 সালে ব্রিটিশ সরকার স্থির করে করে যে ভিক্টোরিয়া মেমোরিয়াল কে কালো করে দেয়া হবে এবং সেই অনুযায়ী ভিক্টোরিয়া মেমোরিয়াল কে কালো করে দেয়া হলো। কিন্তু জানেন কি কিভাবে কালো করে দেওয়া হয় এই ভিক্টোরিয়া মেমোরিয়াল কে ? গোবর দিয়ে, হ্যাঁ ঠিক শুনছেন বা দেখছেন।
এই খবর যাতে জাপানি সেনার এর কাছে না পৌঁছায় সেই জন্য সেই সময় ভিক্টোরিয়া হলে কোন ছবি পাওয়া যায় না। কারণ হিসেবে বলাহয় ভিক্টোরিয়া মেমোরিয়াল চারিদিকে Photography Prohibited লেখা বোর্ড , যদি কোনো জাপানি গুপ্তচর ছবি পাঠিয়ে দেয় !
ছবি সূত্র - internet
তথ্য সূত্র - https://www.anandabazar.com/west-bengal/some-interesting-facts-about-victoria-memorial-dgtl-photogallery/cid/1282913
https://en.m.wikipedia.org/wiki/Victoria_Memorial,_Kolkata
https://www.livehistoryindia.com/story/monuments/victoria-memorial-facts
- Get link
- X
- Other Apps












Comments