নুনের তৈরি আন্ডারগ্রাউন্ড গির্জা !

St Kinga of Poland

 

সামনে বড়দিন চলুন ঘুরে আসি এমন এক গির্জায় , সেটা হল আন্ডাগ্রাউন্ডে আর আমাদের দেশে না দেশের বাইরে 


ক্যাথিড্রালের কথা বলব সেটি সম্পূর্ণ Rock Salt এর তৈরি । হয়তো এটা পড়ে অনেকেই বিশ্বাস করবেন না কিন্তু এই ক্যাথিড্রাল এখনো আছে এবং ভালো অবস্থাতেই আছে এবং এটি অন্যতম আকর্ষণীয় স্থান পর্যটকদের জন্য। এবং এই ক্যাথিড্রাল আন্ডারগ্রাউন্ড। এবার বলি কোথায় অবস্থিত এই 

আন্ডারগ্রাউন্ড Salt ক্যাথিড্রাল ,  পোল্যান্ডের  দক্ষিণ দিকে একটি শহর নাম তার উইলিক্সকা 

 ( Wieliczka ) এখানেই আছে এই আন্ডারগ্রাউন্ড ক্যাথিড্রাল । আসলে জায়গাটি ছিল একটি খনি , যেসব শ্রমিক এই খনিতে কাজ করতো তারা থাকতো নিজদের পরিবার থেকে অনেক দূরে, নিজেদের পরিবারকে স্মরণ করার জন্য তারা এই ক্যাথিড্রালতি তৈরি করে ফেলেছিলেন।

ক্যাথিড্রালের অন্দর মহল 


একটি ওয়েবসাইট অনুযায়ী 40 মিলিয়ন পর্যটক এই ক্যাথিড্রালে গেছেন।  এখানে রয়েছে নুনের তৈরি জলাশয়, বিভিন্ন ভাস্কর্য ,ঝাড়বাতি , আরো অনেক কিছু ।  শ্রমিকরা মূলত প্রার্থনা করার জন্য এই ক্যাপিটালটি তৈরি করেছিলেন কিন্তু প্রার্থনা সাথে সাথে তাদের নিপুন প্রতিভা কে প্রতিভাকে এমন ভাবে তো তুলে ধরেছিলেন সত্যিই দেখলে অবাক হয়ে যেতে হয়। 

ক্যাথিড্রালের ভেতরের জলাশয় 


যেহেতু আন্ডারগ্রাউন্ডে ক্যাথিড্রাল কতটা মাটির নিচে প্রশ্ন জাগতে পারে, উত্তর 330 ফুট মাটির নিচে অবস্থান করছে । এই সেন্ট কিংসের চ্যাপেলে 400 জনের বেশি মানুষ এখানে ঢুকতে পারে । এখানে রয়েছে নুনের তৈরি দ্য লাস্ট সাপার ।

নুনের তৈরি Last Supper 


1990 সালে পর্যটকদের জন্য এই ক্যাথিড্রালটি খুলে দেওয়া হয়।



ক্যাথিড্রালটি কে নিয়ে একটা গল্প আছে হাঙ্গেরি রাজা বেলার চতুর্থ কন্যা রাজকুমারী কিঙ্গা তার বিয়ের আংটি টি অন্য কোনো জায়গায় নুনের খনি ফেলে দেয় , আর সেই আংটি পাওয়া যায় পোল্যান্ডের উইলিক্সকা নুন খনি তে পাওয়া যায়, আর সেই জন্য এই ক্যাথিড্রালটি নাম সেন্ট কিংস । 


ছবি সূত্র - internet

তথ্য সূত্র - https://en.m.wikipedia.org/wiki/Wieliczka_Salt_Mine

Comments