- Get link
- X
- Other Apps
Posted by
Tiki liki
on
- Get link
- X
- Other Apps
![]() |
| সেই পকেট বুক |
ক্যালাকাটা কীই
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা প্রায় হেরেই গেছিল, যদি না আমেরিকা মিত্রপক্ষের হয়ে যুদ্ধে অংশ গ্রহন না করতো। তবে ইতিহাসবিদদের মধ্যে মতভেদ আছে, আমাদের কলকাতার উপরের কিন্তু জাপানি বিমান বোমা ফেলেছিল, আবার তখন ভারতের স্বাধীনতা সংগ্রাম চুরান্ত মাত্রায় চলছে। এই পরিস্থিতিতে আমেরিকার স্বরনাপন্ন হন তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল।
![]() |
| Winston Churchill |
ভারতে পাঠানো হয় আমেরিকা সেনা কে , 1942 সালে প্রথম মার্কিন সেনা কলকাতা পা রাখে , কিন্তু অচেনা দেশে চলাফেরা জন্য তাদের কে গাইড বুক দেওয়া হয় , তাদের মধ্যে অন্যতম হলো একটা পকেট বুক। এই 96 পৃষ্ঠার পকেট বুক নাম ক্যালকাটা কী ( Calcutta key )
![]() |
| মার্কিন সেনা |
সেখানে বলা হয়েছিল ভারতীয় রাজনীতি থেকে তারা জন্য দূরে থাকে, ব্রিটিশদের ভয় ছিল ভারত যদি আবার হাত থেকে চলে যায়, কারণ ভারতের স্বাধীনতা আন্দোলন তখন মধ্য গগনে ( সাল টি দেখেই বোঝা যায় ) কলকাতার হিন্দুস্থান বিল্ডিং মার্কিন সেনা হেডকোয়ার্টার এ গুপ্তচর রেখেছিল চার্চিলের ব্রিটিশ সরকার।
![]() |
| Hindustan building |
যেখানে মার্কিন পোস্ট অফিস, বিমান ও রেল বুকিং অফিস, মার্কিন অফিসারদের কোয়ার্টার এছাড়া আরো অনেক কিছু। জাপানের আত্মসমর্পণ পর মার্কিন সেনা চলে যায় আর কয়েক বছর পরে ভারত স্বাধিনতা পায়। চাবি টা থেকে যায় এখানেই ।
ছবি সূত্র - internet
তথ্য সূত্র - https://www.andrewwhitehead.net/blog/the-calcutta-key
- Get link
- X
- Other Apps





Comments