- Get link
- X
- Other Apps
Posted by
Tiki liki
on
- Get link
- X
- Other Apps
![]() |
| এভাবেই আগে কলকাতায় বাস চলাচল করতো |
আস্তে লেডিস কোলে বাচ্চা....
বাস কন্ডাক্টর কাকু বলে থাকেন , কলকাতার অন্যতম সাধারন লোকের চলাচলে জান বাস । কলকাতা বাস চলে 1830 সালে । তখন অবশ্য বাস কে "ওমনিবাস" ( কোনো বই না ) বলা হত, আসতে আসতে "বাস" এসে দাঁড়িয়েছে। ট্রামের মত বাস কেও প্রথমে মাল বহনের কাজে ব্যবহার করা হতো পরে মানুষ বহনের কাজে করছে । চারটে চাকা যুক্ত লোহার বাক্স টানা হত চারটে ঘোড়ার সাহায্য । প্রথম বাস চলে ছিল কলকাতা থেকে ব্যারাকপুর পর্যন্ত । কিন্তু তখনকার বাস সাধারন মানুষের মধ্যে জনপ্রিয়তা পায়নি, শোনা যায় এমন ঝাঁকুনি হয়েছিল ঘোড়ায় টানা বাস এ যে যাত্রিদের নাকানিচুবানি খেতে হয়েছিল। এরপর 1865 সালে টিই টমসন এ্যান্ড কোম্পানি বাষ্পচালিত গাড়ির বিজ্ঞাপন দেয়। তখন কলকাতা রাস্তায় চলে বাস্পচালিত বাস।
![]() |
| বাষ্পচালিত বাস |
1912 সালে ওয়ালফোর্ড কম্পানির বাস খুব ভালোই চলছিল । এরপর কলকাতা সহ বিশ্বে দেখলো দুটো বিশ্ব যুদ্ধ, সেই সময় ট্রাম কোম্পানি গুলি কলকাতায় বাস চালানো শুরু করে। কারণ ব্রিটিশরা তাদের শত্রু পক্ষেকের কোম্পানিকে অনুমতি দেয়নি বাস চালানো। এরপর কলকাতার রাস্তায় চলল দোতলা বাস 1926 এ কিন্তু নব্বই দশকে এই এই ডবল ডেকার বাস বন্ধ হয়ে যায়।
![]() |
| পুরনো কলকাতার বাস |
কিন্তু এখন কলকাতা আছে AC BUS এরপর ব্যাটারি চালিত বাস ও কলকাতার রাস্তায় চলবে ।
![]() |
| ডবল ডেকার বাস |
ছবি সূত্র - internet
তথ্য সূত্র - https://www.prohor.in/old-calcutta-buses
https://www.bongodorshon.com/home/story_detail/buses-of-old-kolkata
- Get link
- X
- Other Apps




Comments