সাহেবদের বিয়ে ও সেন্ট জনস চার্চ !

St. John’s Church

 

এখন তো বিয়ের সিজন্ আরম্ভ হয়ে গেছে, অনেকেই বিয়ে বাড়ি যাচ্ছে আবার অনেকের বাড়িতে বিয়ে আছে কিন্তু প্রাচীন কলকাতার সেন্ট জনস চার্চ হয়ে উঠতো হয়ে উঠতো খ্রিষ্টান সাহেবদের 'কালীঘাট'। তখন কলকাতা ইংরেজদের রাজধানী, নতুন রুপাচ্ছে সেন্ট পলস ক্যাথিড্রাল, তৈরি হচ্ছে বিভিন্ন সৌধ ।  সাহেবরাও আসছে কলকাতায় কোম্পানিতে 
( ইস্ট ইন্ডিয়া কোম্পানি ) কাজ করতে।
St Paul Cathedral


কাজ তো না হয় হলো, কিন্তু বিয়ে সেই সময় সেন্ট জনস চার্চে বিয়ে হতো। এমন  অবস্থা দেখাতে যেত পাত্ররা
 ( মানে সাহেব রা ) পাইচারি করছে চার্চের বাইরে পাত্রীর অপেক্ষায় অনেক সাহেব তো আবার ভারতীয়দের বিয়ে করত না। অপেক্ষায় থাকতো কখন জাহাজে আসবে বিলেত থেকে ? কোন অবিবাহিতা মেয়ে থাকবে ঐ জাহাজে ?  এমন অবস্থা হতো যে কোন জাহাজ আসলেই খোঁজ পরতো ওখানে কোন অবিবাহিতা মেয়ে আছে কিনা, যদি জাহাজে সেরকম কেউ থাকতো তাহলে শুরু হয়ে যেত বিয়ের আয়োজন সাহেবরাও প্রস্তুত হয়ে যেতেন বিয়ের জন্য । অনেক মনে করেন শুধুমাত্র অবিবাহিত মেয়েদের জাহাজ আসতো ভারতে বিয়ের জন্য, 
এমন অবস্থা দেখা যেত যে প্রায় জোর করেই এক প্রথা দাঁড়িয়ে উঠেছিল এটি,
এবার ইংল্যান্ড থেকে এক মহিলা কলকাতায় এসে তো অবাক, এসব কি হচ্ছে এখানে । ইংল্যান্ডে ফিরে গিয়ে কলকাতা সম্পর্কে হুয়ার করে দিয়েছিলেন।

ছবি সূত্র - internet

তথ্য সূত্র - শ্রীপন্থের কলকাতা 

Comments