ভারতীয় ট্রেনে চালু হলো টয়লেট !

সেই সময় ভারতীয় ট্রেন

 

জানলে অবাক হবেন ভারতীয় রেলে কোনো টয়লেট ছিল না! হ্যাঁ এক বাঙালির চিঠির জন্য তখন রেলে টয়লেট চালু হল । তরুণ যুবক অখিল চন্দ্র সেন শ্বশুরবাড়ি থেকে ফিরছিল আর শ্বশুরবাড়িতে একটু বেশি কাঁঠাল খেয়ে ফেলেছিলেন এই অব্দি সব ঠিক চলছিল, কিন্তু ট্রেনে উঠে হলো বিপদ তাও তিনি প্রকৃতির টান কে কোনো রকমে ঠেকিয়ে রেখেছিলেন কারণ চতুর্থ শ্রেণীতে কোনো টয়লেটের ব্যাবস্থা ছিল না। ট্রেন মাঝপথে এক স্টেশনে থেমেছিল ,

অখিল চন্দ্র সেন এর চিঠি 


স্টেশনের নাম ছিল আমেদপুর । এই স্টেশনে প্রকৃতির ডাকে নেমে পড়লেন অখিল চন্দ্র সেন । কিন্তু নেটিভ বাবুর জন্য অপেক্ষা করবে না। গার্ডের বাঁশি পড়ে গেছে, ঐ অবস্থায় কোনো রকমে বরলেন টয়লেট থেকে কিন্তু ট্রেন ধরার জন্য দৌড়াতে গিয়ে ধুতি গেল খুলে , ট্রেন তো ধরতে পারলেন না অপমান হলো খুব ব্যাস গার্ডের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করে অখিলচন্দ্র সটান সাহেবগঞ্জ ডিভিশনাল রেলওয়ে অফিসে দিলেন চিঠি । সেই চিঠি অবশ্য ব্যাকারন গত ভুল ছিল কিন্তু সেই চিঠির শেষ লাইন ছিল হুমকি , তিনি লিখেছিলেন এর ব্যাবস্থা না নিলে এই বিষয়ে সব খবরের কাগজে ছেপে দেবেন । শেষে 1909 - 1910 সালে চতুর্থ শ্রেণীতে টয়লেটের ব্যাবস্থা হয় ।

সেই চিঠি এখনো আছে সেই চিঠি দিল্লির রেল মিউজিয়ামে ।  

ছবি সূত্র - Internet

তথ্য সূত্র - https://economictimes.indiatimes.com/blogs/policypundit/toilets-on-trains-some-issues-that-need-attention/

https://www.indiatoday.in/india/north/story/indian-railways-history-160-years-interesting-facts-180735-2014-02-12

Comments