কলকাতার জেরুজালেম কফি হাউস!

এখানেই ছিল জেরুজালেম কফি হাউস 

 

কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই,

কফি এক দারুন পানিয়, কলকাতা কফি এনেছিলেন ব্রিটিশরা। জানা যায় ব্রিটিশ সাহেবরা লন্ডন কে খুব মিস করছিল তখন ক্যালকাটায় ক্যাফে ছিল না,সেই সময় লন্ডনের বিখ্যাত কফি হাউস বা ক্যাফে ছিল জেরুজালেম বলে। 

লন্ডনের বিখ্যাত
জেরুজালেম কফি হাউস
এখানে ছিল
 !

উইলিয়াম হিকি লিখেছিলেন লন্ডনের জেরুজালেম কফি হাউস কিন্তু আর পাঁচটা কফি হাউজের মতো ছিলো না যাদের ভারতবর্ষ নিয়ে কাজ তাদের আড্ডা খানা ছিল ওটা, হিকি ভারতে আসার আগে ওখানেই ভারতের গল্প শুনেছে ভারত থেকে ইংল্যান্ড ফেরত আসা সৈনিক, নাবিকদের কাছ থেকে। 

  
1790 সালে এক ব্রিটিশ ডান্স মাস্টার জন ম্যাকডোলান্ড দেখলেন এখানে জেরুজালেম এর অভাব আছে, তাই এখানে একটা জেরুজালেম বানাবেন । যেমন ভাবনা তেমন কাজ কিনে নিলেন ডালহাউস স্কোয়ারে একটা বাড়ি, কাউন্সিল হাউস স্ট্রিট আর ডালহাউস স্কোয়ার যেখানে কানেক্ট করেছে সেখানেই ছিল জেরুজালেম কফি হাউস। বেশি দিন তবে চলেনি কলকাতার জেরুজালেম । 

India 1818 “CALCUTTA POST NOT PAID/28 July 1818” d.c. on folded entire to Jerusalem Coffee House with “SHIP LETTER DEAL”.
Horatio Hardy and other forwarding agents used the Jerusalem Coffee House as their address.



ওয়েলেসলি বাড়ি টি ভাড়া নেন আর তৈরি হয় কলেজ, ফোর্ট উইলিয়াম কলেজ ‌। তবে বাড়িটি এখন আছে, পুরোনো হয়ে যায়নি বাড়িটি, ঐ বাড়িতে লেগেছে কর্পোরেট রঙ এখন বাড়িটির সাইন বোর্ডে লেখা আছে "হংকং সাংহাই ব্যাঙ্ক" এখন ঐ বাড়িতে শোনা যায় লেপটপ টুকটাক আওয়াজ,
আগে এখানে শোনা যেত নাবিক দের আড্ডার আওয়াজ ।
এই ভাবেই রয়েছে ইতিহাস ....

ছবি সূত্র - Internet

ছবি সূত্র - https://www.stampbay.com/product/india-1818-calcutta-post-not-paid-28-july-1818-d-c-on-folded-entire-to-jerusalem-coffee-house/

তথ্য সূত্র - https://www.bongodorshon.com/home/story_detail/ancestors-of-the-ollege-street-coffee-house

Comments