- Get link
- X
- Other Apps
Posted by
Tiki liki
on
- Get link
- X
- Other Apps
![]() |
| প্রতীকি ছবি |
![]() |
| ওয়ারেন হেস্টিংস |
আবার শোনা যায় রাজা নন্দকুমারের ফাঁসি পিছনে হাত ছিল এই হেস্টিংস এর । আবার ফ্রান্সিসে কোলকাতায়, এসে এক পরকিয়ার কেসে জড়িয়ে পড়ে এবং জরিমানা দিতে হয়। তখন থেকেই দুজনের মধ্যে ঝগড়ার সূত্রপাত । হেস্টিংস যখন গর্ভনর তখন কোনো সিদ্ধান্ত নিতে গেলে ইংল্যান্ডের কোর্ট অফ ডিরেক্টরের নির্দেশ অনুযায়ী চার জনের কাউন্সিলর কে জানাতে হত আর কাউন্সিলর অন্যতম সদস্য ছিলেন স্যার ফিলিপ ফ্রান্সিস, ব্যাস শুরু হয়ে গেল ! 1774 ফ্রান্সিস কোলকাতায় আসলেন আর 17 বার তোপ দাগা হল,কিন্তু তথনকার নিয়ম অনুযায়ী 21 বার তোপ দাগা কথা ।
![]() |
| স্যার ফিলিপ ফ্রান্সিস |
ফ্রান্সিসের ইগো তে লাগলো আবার একবার সবার সামনে হেস্টিংস এক বক্তিতায় ফ্রান্সিস অপমান করলেন , বললেন "এমন লোকের সঙ্গে কাজ করতে তার লজ্জা হয় " । সেই সময় ফ্রান্সিস অসুস্থ তার কানে গেল কথাটা । এবার এর মিমাংসা হওয়া দরকার , হেস্টিংসকে চ্যালেন্জ করলেন ডুয়েলে
![]() |
| ডুয়েলের ছবি |
1780 সালে আগস্ট মাসের 17 তারিখ আলিপুরে রাস্তায় ঘোরাঘুরি করছেন ফ্রান্সিস , হেস্টিংস আসলেন এবং শুরু হল ডুয়েল দুজনেই গুলি ছুঁড়লেন , ফ্রান্সিস টার্গেট মিস করলেন আর হেস্টিংস গুলি গিয়ে লাগলো ফ্রান্সিসের পায়ে । ফ্রান্সিস চিৎকার করে বললেন "আই অ্যাম এ ডেড ম্যান", আর হেস্টিংস হেসে বললেন "আই হোপ নট" । পরে জানা যায় ফ্রান্সিস এর আগে কখনো বন্দুক ধরেননি ।
![]() |
| সেই রাস্তা |
এবার বলি ডুয়েলের বন্দুক এর ব্যাপারে , "18 শতকের মাঝামাঝি সময়ে পিস্তলের সাথে দ্বৈরথ জনপ্রিয় হয়ে ওঠে এবং 'ডুয়েলিং পিস্তল সবসময় একটি অভিন্ন, অভেদযোগ্য জুটি হিসাবে বিক্রি হত। সেই সময়ের আদর্শ আগ্নেয়াস্ত্রের চেয়েও তাদের আরও নির্ভরযোগ্য এবং নির্ভুল করার জন্য তাদের বেশ কিছু উদ্ভাবন ছিল! তাদের দীর্ঘ এবং ভারী ব্যারেলগুলি স্থির লক্ষ্যে এবং পশ্চাদপসরণ কমাতে সাহায্য করেছিল। একদৃষ্টি এড়াতে ব্যারেলগুলিকে বাদামী করা হয়েছিল, যা উজ্জ্বল সূর্যের আলোতে প্রতিপক্ষের জন্য অন্ধ হয়ে যাবে।
এই পিস্তলগুলি অত্যন্ত বড় এবং ভারী বুলেটগুলিও ছুড়েছিল যা খুব গুরুতর ক্ষতি করতে সক্ষম ছিল ।
ছবি সূত্র - internet
তথ্য সূত্র - https://eisamaygold.timesgroup.com/culture/on-belvedere-estate-british-india-fought-a-duel/1663681778454
https://www.livehistoryindia.com/story/religious-places/kolkatas-duel-avenue
chaloamaragalpakori.com
Duel
Duel Avenue
History of Kolkata
Kolkata Duel
Philip Francis
Warren Hastings
- Get link
- X
- Other Apps






Comments