বাংলায় কিভাবে এলো ভাই ফোঁটা ?

অপু দুর্গা

 বাংলায় কবে থেকে ভাইফোঁটা আরম্ভ হয়েছিল সে বিষয়ে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি।

তবে জনশ্রুতি অনুযাই , "সর্বানন্দ সুন্দির" তাল পাতার পুঁথিতে কিছু আভাস পাওয়া যায়। আনুমানিক 527 খ্রিষ্টপূর্বে এই প্রথা চালু হয় আমাদের বাংলায় । বলা হয়ে থাকে মহাবীর প্রয়ানে , রাজা নন্দিত বর্ধনের বোন অন্নজল ত্যাগ করে , তাকে সান্ত্বনা দিয়ে অন্ন খাওয়ানো হয় সেই থেকে ভাইফোঁটা আরম্ভ হয় । আবার আরো একটা মত আছে , সেখানে বলা হয় নারকাসুর নামে এক দেত্য বধ করে কৃষ্ণ আসলে সুভদ্রা তাকে ফোঁটা দিয়ে মিষ্টি খাওয়ায়‌‌ । এই ঘটনা থেকেই ভাই ফোঁটার সৃষ্টি বলা হয় ‌।  তবে ভাইফোঁটার কথা জানতে গেলে পড়তেই হবে শ্রী কৌশিক মজুমদার প্রণীত ধন্য কলকেতা সহর

তথ্য সূত্র - https://www.aajbangla.in/History-of-Bhai-Dooj

ছবি সূত্র - internet 

Comments