- Get link
- X
- Other Apps
Posted by
Tiki liki
on
- Get link
- X
- Other Apps
![]() |
| হেস্টিংস ও ন্যাশনাল লাইব্রেরী |
ভারতের প্রথম গভর্নর ওয়ারেন হেস্টিংস নাকি ভূত দেখেছিলেন কলকাতায় । সেই ঘটনা মোহাফিস খানায় লিপিবদ্ধ করে রাখার নির্দেশ দিয়েছিলেন বড়লাট । এই ভূত দেখার ঘটনাকে জেমস ডাগলাস নিজের বইয়ে ঠাঁই দেয় 1893 খ্রিষ্টাব্দে। কলকাতায় পরিষদ কক্ষে নাকি হাজির হয়েছিল এক ভূত সেখানে, তখন হাজির বড়লাট ও তার পারিষদরা । সেই ভূতের মাথায় নাকি ছিল 'স্টোভ পাইপ হ্যাট' মানে চিমনির মত দেখতে একটি টুপি । এই রকম টুপি নাকি ভারতে তখনো আমদানি হয়নি , সঙ্গে সঙ্গেই নাকি সেই ভূত হাওয়া মিলিয়ে গেছিল।
ঐ ভূতকে নিজের বাবা বলে সনাক্ত করেছিলেন হেস্টিংসের পারিষদের সদস্য Mr. Shakespeare । ( ইনি কিন্তু William Shakespeare বংশোদ্ভূত )
![]() |
| স্টোভ পাইপ হ্যাট |
আর যেই জাহাজের ডাকে Mr. Shakespeare হেস্টিংস এর বাবার মৃত্যু সংবাদ কোলকাতায় নিয়ে এসেছিলেন আর সেই জাহাজে এসেছিল সেই বিশেষ ধরনের টুপিও । আর অদ্ভুত ব্যাপার হল হেস্টিংস নিজেই দেখেছিলেন আর তার ভূতকেও দেখা গিয়েছে এই কলকাতায়, বলে দাবি করেছে অনেকে। বিদেশে মারা যাওয়ার পর ও কিসের টানে বারবার এই কোলকাতায় ফিরে আসেন হেস্টিংস সাহেব ....
![]() |
| বেলডেভিয়ার হাউস |
![]() |
| ন্যাশেনাল লাইব্রেরী |
কেউ বলেন নিজের সাপেক্ষে প্রমান খুঁজতে , সেই সুপ্রিম কোর্টের বিচারকদের স্যার এলাইজা ইম্পের সঙ্গে ষড়যন্ত্র করে মহারাজা নন্দকুমার কে ফাঁসিতে ঝুলিয়ে ছিলেন, তার জন্য দেশে ফিরে অনেক হেনস্থা হয়েছিল হেস্টিংস কে । বিলেতে রিতিমত বিচার হয়েছিল তার , শোনা জরুরি দলিল দস্তাবেজ এদেশেই ফেলে গেছিলেন তিনি বিচারের সময় সেগুলো থাকলে কিছু সুবিধে হত । সেই দলিল গুলো নাকি একটা কালো কাঠের বাক্সে থাকত, সেই বাক্স খুঁজতেই ফিরে আসে হেস্টিংস ভূত । ফিরে আসে বড়লাট এর আলিপুরের হেস্টিংস হাউসে। এই বাড়িতে আসেন হেস্টিংস এর ভূত ঘোড়ায় চেপেঁ , আবার অনেকের বলে হেস্টিংস পত্নী পায়ের আওয়াজ পাওয়া যায়। আজকের ন্যাশনাল লাইব্রেরী ছিল ব্রিটিশ ভারতের ফার্স্ট হোম । এখানে থাকতেন হেস্টিংস সাহেব, নাকি এখনো আছেন ?
আবার অনেকে বলে ঐ কালো বাক্সেই ছিল দুটো মিনিয়েচর ছবি, কোন এক মেয়ের ছবি, তার বিশ্বাস ভেঙে ছিলেন হেস্টিংসের । তবে কি মৃত্যু পরেও পুরোপুরি মারা যায় না ভালোবাসা, অনুশোচনা, দুঃখ মত আবেগ গুলো ?!
ছবি সূত্র - internet
তথ্য সূত্র - https://www.prohor.in/belvedere-estate-warren-hastings-house
Alipore
Belvedere House
Chaloamaragalpakori
Ghost
Ghost of Warren Heating
History
Kolkata
Warren Heating
চলোআমরাগল্পকরি
- Get link
- X
- Other Apps


_by_William_Prinsep_1838.jpg)

Comments