কালী থেকে কলকাতা !?

 কালী
 ( 19 শতকের বেণীমাধব ভট্টাচার্য্যের উদকার্ট )  

 
কলকাতা এই জনপদটির বাইশ্য বছর আগের নাম ছিল কালীগ্রাম। গঙ্গা তখন পাঁচভাগে ভাগ হয়ে মোহনায় পড়তো , আজকে শুকিয়ে যাওয়া আদিগঙ্গা পাঁচ ভাগের একজন। আজ থেকে দুহাজার বছর আগেও বঙ্গ জীবনে কালী ছিলেন । সেই ইতিহাস বহন করছে কালীঘাটের মায়ের মুখ ,  সম্রাট দেব পালের পুত্র যোগী পাল চৌরঙ্গীনাথের  সাধনক্ষেত্র ছিল নাকি এইটা। আবার কালীঘাট যাওয়ার রাস্তা তার সমাদধির পাশ দিয়ে চৌরঙ্গী রাস্তা দিয়ে এগিয়েছে, আইন ই আকবরী তে নাকি কলকাতার নাম ছিল কালীকোটা । আর এখানেই রয়ে যোগী পালের শেষ শয্যা, এখানে আছে বল্লাল সেনের নিষ্ঠা , প্রতাপ সেনের পরাক্রম।কালীঘাট একটি বহু প্রাচীন কালীক্ষেত্র। গবেষকদের মতে , "কালীক্ষেত্র" বা "কালীঘাট" কথাটি থেকে "কলকাতা" নামটির উদ্ভব। ধারণা করা হয় প্রায় ২০০০ বছর আগের গ্রীক দার্শনিক টলেমির ভারত বর্ণনাতে যে কালীগ্রামের কথা রয়েছে সেটিই আজকের কালীঘাট। এও জানা যায় যে ১১০০ খ্রীষ্টাব্দে রচিত চণ্ডীমঙ্গলে বর্ণিত ধনপতি সওদাগর তার পুত্র শ্রীমন্তকে নিয়ে সপ্ত ডীঙায় চরে আদিগঙ্গা দিয়ে যাবার সময় এখানে পুজো দিয়েছিলেন ।


ছবি সূত্র - internet 

Comments