কেন নাম চিৎপুর ?!

পুরনো কলকাতার চিৎপুর 


 কলকাতা চিৎপুর রোড মোঘল আমলেও ছিল এই রাস্তা। এই রাস্তার নামকরন নাকি হয়েছে চিত্রেশ্বরী নাম থেকে । এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন চিতে ডাকাত।  বাংলার সব জায়গা থেকে আস্ত মানুষজন এই মন্দিরের পুজো দিতে । বলা হয় নবাব বাহিনীর সেনাপতি চক্রপানি দত্তের কে আক্রমণ করেন চিতে ডাকাত আবার এই চক্রেপানি দত্ত চিতে ডাকাতকে ধরিয়ে দেয় পুলিশের কাছে , এমনকি ফাঁসি দেওয়ার বন্দোবস্ত করেন । টাকা পয়সার অভাবে চিত্রেশ্বরী  মন্দির ভেঙে পড়ছে কারণ টাকা পয়সা দিয়ে সাহায্য করতেন চিতে ডাকাত, এই মন্দিরে সংস্কারের দায়িত্ব নেন কালো জমিদার নামে পরিচিত গোবিন্দ রাম মিত্র। চিত্রেশ্বরী দেবী কিন্তু দুর্গার আরো এক রুপ । আবার এখানেই আছে সর্বমঙ্গলা কালী মন্দির।

চিত্রেশ্বরী মন্দির 

কলকাতা প্রেসিডেন্সির ডেপুটি কালেক্টর পোস্টে ছিলেন গোবিন্দরাম ।

চিৎপুর রোড এখনো আছে কিন্তু নতুন নাম রবীন্দ্র সরণী।

রবীন্দ্র সরণী ওরফে চিৎপুর 

ছবি সূত্র - internet

তথ্য সূত্র - https://bn.m.wikipedia.org/wiki/%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%80_%E0%A6%B8%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%AE%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%B2%E0%A6%BE_%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%80%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B0,_%E0%A6%9A%E0%A6%BF%E0%A7%8E%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0

https://www.anandabazar.com/west-bengal/kolkata/chitpur-road-is-older-than-kolkata-itself-dgtl-1.1111477


Comments