ক্যামেরা আর ফটোগ্রাফির কথা !

ক্যামেরা আর ফটোগ্রাফির কথা !


ফোটোগ্রাফি, বা ছবি তোলা তার জন্য দরকার ক্যামেরা । ক্যামেরা আর ফটোগ্রাফি দুটি শব্দ এসেছে গ্রিক শব্দ মালা থেকে । কামারা থেকে, ক্যামেরা আর ফটোগ্রাফি এসেছে Fos আর Grfo থেকে। Fos অর্থ আলো Grfo মানে আঁকানো। 

প্রথম ক্যামেরা


সর্বপ্রথম যে বা যারকাছ থেকে ক্যামেরা ধারণা এসেছে তিনি হলেন আরব বিজ্ঞানি 1021 সালে ইবনে আল হারামে তার বই "কিতাব আল মানাযির" ক্যামেরার উল্লেখ করেন,

ibn al-haytham


 আবার চীনা দার্শনিক মোজির আবার 400 সালে এবং এরিস্টটল প্রায় 300 সালে আগের লেখায় ক্যামেরা উল্লেখ আছে। এখন যে ক্যামেরা ব্যবহার করি সেখানে ও আলোর খেলা আছে, তবে এখনকার মত সোজা ছিল না । 

Aristotle 


বলা হয়ে থাকে 1500 শতাব্দিতে,

চিত্রকরা  ছবি গুলোর অনেক কপি করতে চায় । ক্যামেরার অন্যতম সাল ছিল 1826 সাল। জোসেপ নাইসপোর নিপস , তিনি প্রথম বিটুমিন প্লেটে আলোর ব্যাবহার করে ক্যামেরা কাজটি করেছিলেন। তবে হাফটোন ব্লক তৈরি করে ক্যামেরা ও ছবির অন্যতম পরিবর্তন করেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, তিনি নিজেও ক্যামেরা ও বানিয়েছিলেন। বর্তমান ক্যামেরা ও ছবির পথপ্রদর্শক ছিলেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। এইবার জানতে চাইলে শ্রী কৌশিক মজুমদার প্রণীত এই সব দিনরাত্রি বইটি পড়তে হবেই । এবার আসি বর্তামান ক্যামেরার কথায় , কোডাক ক্যামেরা, 1888 সালে জর্জ ইস্টম্যান একটি ফটোগ্রাফি কোম্পানি তৈরি করেন আর তার নাম দিয়েছিলেন কোডাক , এরপর ক্যামেরা বানানো শুরু করে দেন । 1895 সালে কোডাক প্রথম নিয়ে আসে পকেট ক্যামেরা । হেঁসে ছবি তোলা অনেক পরে এসেছে, ঐতিহাসিকেরা মনে এক ভিক্টোরিয়ান যুগে যবথব হয়ে ছবি তোলা ছিল সামাজিক রীতি আবার আর একটা কথা দাবি করা হয়েছে সেই সময়কার প্রযুক্তির সমস্যা ।  ক্যামেরা অনেক ধরণের - 

📷



ঋণ শিকার- শ্রী কৌশিক মজুমদার

ছবি সূত্র - internet

তথ্য সূত্র - https://roar.media/bangla/main/tech/a-short-history-of-camera-and-its-evolution


https://bn.m.wikipedia.org/wiki/%E0%A6%95%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0_%E0%A6%87%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8

Comments