- Get link
- X
- Other Apps
Posted by
Tiki liki
on
- Get link
- X
- Other Apps
![]() |
| ক্যামেরা আর ফটোগ্রাফির কথা ! |
ফোটোগ্রাফি, বা ছবি তোলা তার জন্য দরকার ক্যামেরা । ক্যামেরা আর ফটোগ্রাফি দুটি শব্দ এসেছে গ্রিক শব্দ মালা থেকে । কামারা থেকে, ক্যামেরা আর ফটোগ্রাফি এসেছে Fos আর Grfo থেকে। Fos অর্থ আলো Grfo মানে আঁকানো।
![]() |
| প্রথম ক্যামেরা |
সর্বপ্রথম যে বা যারকাছ থেকে ক্যামেরা ধারণা এসেছে তিনি হলেন আরব বিজ্ঞানি 1021 সালে ইবনে আল হারামে তার বই "কিতাব আল মানাযির" ক্যামেরার উল্লেখ করেন,
![]() |
| ibn al-haytham |
আবার চীনা দার্শনিক মোজির আবার 400 সালে এবং এরিস্টটল প্রায় 300 সালে আগের লেখায় ক্যামেরা উল্লেখ আছে। এখন যে ক্যামেরা ব্যবহার করি সেখানে ও আলোর খেলা আছে, তবে এখনকার মত সোজা ছিল না ।
![]() |
| Aristotle |
বলা হয়ে থাকে 1500 শতাব্দিতে,
চিত্রকরা ছবি গুলোর অনেক কপি করতে চায় । ক্যামেরার অন্যতম সাল ছিল 1826 সাল। জোসেপ নাইসপোর নিপস , তিনি প্রথম বিটুমিন প্লেটে আলোর ব্যাবহার করে ক্যামেরা কাজটি করেছিলেন। তবে হাফটোন ব্লক তৈরি করে ক্যামেরা ও ছবির অন্যতম পরিবর্তন করেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, তিনি নিজেও ক্যামেরা ও বানিয়েছিলেন। বর্তমান ক্যামেরা ও ছবির পথপ্রদর্শক ছিলেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। এইবার জানতে চাইলে শ্রী কৌশিক মজুমদার প্রণীত এই সব দিনরাত্রি বইটি পড়তে হবেই । এবার আসি বর্তামান ক্যামেরার কথায় , কোডাক ক্যামেরা, 1888 সালে জর্জ ইস্টম্যান একটি ফটোগ্রাফি কোম্পানি তৈরি করেন আর তার নাম দিয়েছিলেন কোডাক , এরপর ক্যামেরা বানানো শুরু করে দেন । 1895 সালে কোডাক প্রথম নিয়ে আসে পকেট ক্যামেরা । হেঁসে ছবি তোলা অনেক পরে এসেছে, ঐতিহাসিকেরা মনে এক ভিক্টোরিয়ান যুগে যবথব হয়ে ছবি তোলা ছিল সামাজিক রীতি আবার আর একটা কথা দাবি করা হয়েছে সেই সময়কার প্রযুক্তির সমস্যা । ক্যামেরা অনেক ধরণের -
![]() |
| 📷 |
ঋণ শিকার- শ্রী কৌশিক মজুমদার
ছবি সূত্র - internet
তথ্য সূত্র - https://roar.media/bangla/main/tech/a-short-history-of-camera-and-its-evolution
Camera
Chaloamaragalpakori
History of camera
History of photography
Origin
Photography
চলোআমরাগল্পকরি
- Get link
- X
- Other Apps





Comments