- Get link
- X
- Other Apps
Posted by
Tiki liki
on
- Get link
- X
- Other Apps
![]() |
| লাল বাহাদুর শাস্ত্রী |
লাল বাহাদুর শাস্ত্রী ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী। আজকে তার জন্মদিন, ইনি প্রথম তৎকালীন ভারতের কাছে আশার আলো হয়ে এসেছে ছিলেন । পরাধীন ভারতে তিনি বহুবার জেল হাজতে ছিলেন। সেরকম এক সময় তিনি খবর পেয়েছিলেন তার বড় মেয়ে খুব অসুস্থ হয়েছেন তিনি প্যারালের আবেদন করেন কিন্তু প্যারাল পাওয়া আগে তার মেয়ে মারা যান, কিন্তু প্যারাল মঞ্জুর হয় কিন্তু তিনি আবার প্যারাল জেলে যাওয়ার। তার ছেলে অনিল শাস্ত্রী এক সাক্ষাৎকার এই ঘটনার কথা জানিয়েছেন । 1965 সালে ভারত পাক যুদ্ধে হয় ভারত সেই যুদ্ধ জিতেছিল । সেই সালেই ভারত মুখোমুখি খাদ্যে সংকটের সেই তিনি তার বাসভবনে গম চাষ করেছিলেন যাতে ভারতীয়রা নিজের বাড়িতে খাদ্য শষ্য উৎপাদন করে। শোনা যায় শাস্ত্রী পরিবারের গাড়ি দরকার হয়েছে, শাস্ত্রীর ব্যাঙ্কে ছিল সাত হাজার (7k) টাকা কিন্তু তখন একটা ফিয়েট গাড়ির দাম ছিল বারো হাজার টাকা (12k) ভাবা যায় যাইহোক তখন শাস্ত্রী পাঞ্জাব ন্যাশালান ব্যাঙ্ক থেকে ধার নেয় কিন্তু তোর শোধ দেওয়ার আগে তিনি মারা জান।
![]() |
| লাল বাহাদুর শাস্ত্রীর গাড়ি |
কিন্তু শাস্ত্রীজির স্ত্রী সেই ধার শোধ দিয়েছিলেন।
ছবি সূত্র - internet
https://tv9bangla.com/india/different-stories-related-to-lalbahadur-shastri-429132.html
- Get link
- X
- Other Apps
.jpg)

Comments