- Get link
- X
- Other Apps
Posted by
Tiki liki
on
- Get link
- X
- Other Apps
আমেরিকার জন্মগ্রহণ করলেন ডেভিড 1758 সালে 12 ফেব্রুয়ারি । ডেভিড মায়ের নাম ছিল ক্যাথরীন টায়লা বাবার নাম ও ডেভিড ছিল । আমেরিকা ব্রিটিশ কলোনি ছিল, ডেভিডের পরিবার অবশ্য ইংরেজদের পক্ষেই ছিল। তা তোরে আমেরিকায় থাকতে পারলো না প্রথমে কানাডা এবং তারপর লন্ডনে আসলো , ডেভিড মানে ক্যাথরীনের ছেলে ডেভিডের বাবা অনেক আগেই মারা গেছিল । ডেভিড ব্রিটিশ আর্মি জয়েন করলেন আর ভারতে আসলেন 1777 সালে । সেই বছরের তৈরি হয়েছিল রাইটার্স বিল্ডিং । 1778 লেফ্টেলেন, লেফ্টেলেন কর্নেল , তারপর কর্নেল, মেজর জেনারেল এবং সব শেষে নাইটহুড পেলেন 1815 সালে ।
![]() |
| David Ochterlony |
পরপর প্রমোশান ! তখন তো ব্রিটিশরা ভারত লুট করতে ব্যস্ত ,কিন্তু ডেভিডের ওসব দিকে খেয়াল নেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাকে দিল্লির রেসিডেন্স করে দিয়েছে, মোগল সম্রাট উপাধি দেয়িছে 'নাসিরুদ্দৌলা' । তিনি রাজার মতন জীবন কাটাচ্ছেন। ডেভিড ছিল ১৪ টা বউ জন্য একটা করে হাতি পুরো মোগল রাজাদের মতোই জীবন যাপন করছিল ডেভিড , সবচেয়ে বড় এবং সুসজ্জিত হাতি ছিল এবং প্রত্যেক বিকেলে লালকেল্লার পাশ দিয়ে তার 14টি হাতির প্রশেসন বের হতো ।
![]() |
| সেই প্রশেসন |
একের পর এক যুদ্ধ দিতে সেই ডেভিড ইস্ট ইন্ডিয়া কোম্পানি খুব ভালো স্ট্যাটাজিস্ট ছিলেন তিনি, কিন্তু তিনি দেশে ফিরবেন না। তিনি বলতেন
Where else I could live like a king.
শোনা যায় তিনি কুর্তা পায়জামা পড়তেন আতর লাগাতেন ।
![]() |
| কুর্তা পায়জামা পরে সাহেব |
এমন এক মানুষের জন্য মনুমেন্ট তৈরি করেছিলেন ইংরেজিরা 1828 সালে হাফ ইংল্যান্ড হাফ ভারতীয় , সেই মনুমেন্ট হল আজকের শহীদ মিনার , ডেভিডের পুরো নাম ছিল David Ochterlony অর্থাৎ Ochterlony Monument .
মানে শহীদ মিনার
ছবি সূত্র - internet
তথ্য সূত্র - https://progotirbangla.com/history-of-the-shaheed-minar-of-kolkata/
Chaloamaragalpakori
Historical landmark of Kolkata
History
Ochterlony Monument
Old Kolkata
Shaheed Minar
- Get link
- X
- Other Apps




Comments