সিনেমার জনক হীরালাল সেনের কথা !

হীরালাল সেন 

 

 ভারতের চলচ্চিত্র ইতিহাসে যার নাম প্রথমেই আসবে তিনি হীরালাল সেন। 1866 সালে জন্মগ্রহণ করেন , ধনী পরিবারের তিনি বেড়ে উঠছিলেন আর নিজের চেষ্টায় শিখেছিলেন ফটোগ্রাফি। সেই সময় বোর্ন অ্যান্ড শেফার্ড কোম্পানি ফটোগ্রাফি প্রতিযোগিতা অনুষ্ঠিত করতো । 1887 সাল থেকে 1898 সালের মধ্যে তিনি সাত বার ফটোগ্রাফি প্রতিযোগিতায়  সোনার মেডেল পেয়েছিলেন , নাম হীরে কিন্তু পেলেন সোনা । ব্রিটিশদের তো চোখ কপালে উঠেছে , একজন নেটিভ এত ভালো ছবি তুলতে পারে‌ ! এরপর হীরালালের মাথায় ঘুরছে বায়স্কোপ বানানোর নেশা । তখন বায়স্কোপে সাহেব দের রমারমা ব্যাপার , হীরালাল হাল ছাড়ার পাত্র নয় । বায়স্কোপ বানানোর খুঁটিনাটি জানার জন্য অনেক ঘুরতে হয়েছে হিরালাল সেন কে , সেই সময় স্টার থিয়েটারে বায়স্কোপ দেখাতেন স্টিফেন সাহেব বলে একজন । 

হিরালাল সেনের ক্যামেরা


সেখানে গেছিলেন হীরালাল সেন ও , সেই দেখে নিজের চেষ্টায় সিনেমেটোগ্রাফি বানানো শিখলেন হিরালাল সেন। এক পত্রিকায় বিজ্ঞাপন দেখলেন সিনেমেটোগ্রাফ মেশিনের, চাইলে পাঁচ হাজার টাকা তার মায়ের কাছে আর অর্ডার করলেন সেই মেশিনের। সেই মেশিনের জন্য চাই ইল্যেকট্রিকের , আর সেই সময় ইল্যেকট্রিক আর্ক ল্যাম্পের সাহায্যে সিনেমা দেখানো হত , 1897 সালে কলকাতার ইডেন গার্ডেন ও হাওড়া স্টেশন ইল্যেকট্রিকের ব্যাবস্থা ছিল । 

লাইম লাইট

আর্ক লাইট


হীরালাল নানারকম যোগার যন্ত্র করে শুরু হল রয়েল বায়োস্কোপ  কম্পানির পথ চলা। সেই সময় কলকাতা ছিল ইংরেজদের রাজধানী , ট্রাম গাড়ি চলছে পাশ দিয়ে চলছে জুড়ি গাড়ি , ফিটন গাড়ি করে সাহেবরা নাটক দেখতে যাচ্ছেন এইসব তিনি তার ক্যামেরা বন্দি করেন । এইসব দেখে সবাই হা হয়ে থাকতো ।

রয়েল বায়োস্কোপ কম্পানি ডাক পেত চলচ্চিত্র দেখানোর জন্য বিভিন্ন রাজ পরিবারের থেকে, বিভিন্ন এস্টেটে গিয়ে চলচ্চিত্র দেখাতো হিরালালের রয়েল বায়োস্কোপ । হীরালাল সেন তার দুই ভাই কে সঙ্গে পেয়েছিলেন । তবে শেষ জীবনে খুব কষ্টের ছিল হীরালাল সেনের । শ্রী কৌশিক মজুমদার প্রণীত "কুড়িয়ে বাড়িয়ে" বইটি পড়তে হবে হীরালাল সেন জানার জন্য।

ঋণ শিকার- শ্রী কৌশিক মজুমদার প্রণীত 

কুরিয়ে বাড়িয়ে 

ছবি সূত্র - Internet 

তথ্য সূত্র - https://www.anandabazar.com/amp/patrika/special-article-about-the-eminent-cinema-personality-hiralal-sen-1.1005395


https://tv9bangla.com/entertainment/hiralal-sens-biopic-will-release-on-5th-march-334916.html/amp#amp_ct=1662280994996&amp_tf=From%20%251%24s&aoh=16622808658015&referrer=https%3A%2F%2Fwww.google.com






Comments