সর্বপল্লী রাধাকৃষ্ণন কি ছাত্রের থিসিস নকল করে বই ছাপিয়ে ছিলেন ?!

সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং যদুনাথ সিনহা 

 সর্বপল্লী রাধাকৃষ্ণন , স্বাধীন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি । ওনার জন্মদিনের দিন একটি বিশেষ দিবস পালন করা হয় শিক্ষক দিবস । এখন যদি বলি এই শিক্ষকই তার স্টুডেন্টর থিসিস নকল করে ছাপিয়েছিল ! জানি অবাক লাগছে কিন্তু ঘটনাটা ঘটেছিল । অধ্যাপক যদুনাথ সিনহা একটি অভিযোগ আনলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন এর উপর ।  অভিযোগটি হলো ডাক্তার সিনহা লেখা কিছু অংশ হুবুহু নকল করে রাধাকৃষ্ণান এবং সেটি ছাপিয়ে ফেলেন নিজের নামে । 1927 সালে রাধাকৃষ্ণানের লেখা "ইন্ডিয়ান ফিলোসফি" দ্বিতীয় খন্ডে এমন কিছু লেখা আছে সেগুলি সবার আগে যদুনাথ সিনহা তার থিসিসে লিখেছিল। যদুনাথ সিনহা আবার রাধাকৃষ্ণান ছাত্র ছিলেন,

মডার্ন রিভিউ 


1925 সালে যদুনাথ সিনহার থিসিস যার নাম ছিল "ইন্ডিয়ান সাইকোলজি অফ পারসেপশন" এর আগে তিনি তার গবেষণার পত্রের দুটো ভলিউম প্রকাশ করেছিলেন প্রথমটি 1922 সালে, দ্বিতীয় টি 1923সালে এবং তৃতীয় গবেষণা পত্রটা 1925 সালে প্রকাশিত হলে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় তরফ মৌয়াট মেডেল পান । খবরটা জানাজানি হয় 1929 সালে যখন মডার্ন রিভিউ পত্রিকায় বলেন যে তার থিসিস নকল করেছে সর্বপল্লী রাধাকৃষ্ণন । তিন মাস ধরে মডার্ন রিভিউ পত্রিকা এই খবরটি চালায় , সর্বপল্লী রাধাকৃষ্ণা কিন্তু চুপ করে বসে থাকেন তিনি বলেছিলেন যে 1924 সালে তাঁর বইয়ের এই বিষয়টি উল্লেখ করেছেন।  তিনি তার ছাত্রদের এই বিষয়ে অনেক আগেই বলেছিলেন এবং বইটা ছাপানোর কাজের দেরীর জন্য সেটা পিছিয়ে যায় । এই বিষয়টা নিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে, কি সর্বপল্লী রাধাকৃষ্ণন যদুনাথ সিনহা ও মডার্ন রিভিউ পত্রিকার বিরুদ্ধে মামলা করে ক্ষতিপূরণ দাবি করেন তাও এক লাখ টাকা।( সেই সময় অনেক দাম ছিল এক লাখ টাকার ) 

সেই বই


কিন্তু 1933 সালে হঠাৎ করেই এই মামলা নিষ্পত্তি হয়ে যায়, বলা হয়ে থাকে দুজনেই কোট থেকে কেস তুলে নেন , তাই এই বিষয়টা এখনো রহস্যই থেকে গেছে । 

ছবি সূত্র - internet

তথ্য সূত্র - https://www.livemint.com/Sundayapp/gc1j877AMZ7bQdt5UsvO0H/Copy-and-paste-Plagiarism-in-literature-over-the-years.html?utm_source%3Dshare%26utm_medium%3Dsocial%26utm_campaign%3Dshare_via_amp

https://www.roundtableindia.co.in/dr-sarvepalli-radhakrishnan-the-teacher-who-plagiarised-his-student-s-thesis/

https://youtu.be/wJbU4Foh7YM

Comments