- Get link
- X
- Other Apps
Posted by
Tiki liki
on
- Get link
- X
- Other Apps
![]() |
| উল্লাসকর দত্ত |
অগ্নিযুগের অন্যতম বিপ্লবী উল্লাস কর দত্ত । মুরারিপুকরে বাগান বাড়ি থেকে 36 জনবিপ্লবীদের গ্রেফতার করেছিল ব্রিটিশ পুলিশ তাদের মধ্যেই ছিলেন উল্লাস কর দত্ত এবং তাদের বিরুদ্ধে, শুরু হল আলিপুর বোমা ষড়যন্ত্র মামলা । প্রথমে তার ফাঁসি আদেশ হলেও সেটা বাতিল হয় কিন্তু, তাকে পাঠানো আন্দাবরের সেলুলার জেলে আর শুরু হয় অকথ্য অত্যাচার এই ফলে কিছুটা মানুষিক ভাবে অসুস্থ হয়ে পরে । 1920 সালে তাকে ছেড়ে দেওয়া হলেও; অকথ্য অত্যাচার ফলে শরীর ভেঙে পরে ফলে তিনি আর বিপ্লবের সাথে যুক্ত পারেনি ।
কিন্তু ভারতের স্বাধীনতা আন্দোলন সময় বিপিন চন্দ্র পালের ছোট মেয়ে লীলা পালের প্রেমে পড়েন তিনি, এবং দুজনেই প্রতীঞ্জা করে ছিলেন একদিন তাদের সংসার হবে । কিন্তু উল্লাস কর দত্ত আলিপুর ষড়যন্ত্র মামলায় ধরা পড়ে এবং সেলুলার জেলে চলে জান কিন্তু ছাড়া পাওয়ার পর জানতে পারে লীলা লন্ডন থেকে পড়াশোনা শেষ সরকারি চাকরি এবং ন্রিপেন বসু নামে তার সহকর্মীর সাথে বিয়ে করে সংসার করছে বোম্বাইতে; উল্লাস কর দত্ত সেখানে গিয়ে লীলার সামনে তাদের সমস্ত চিঠি পুড়িয়ে ফেলেন । এর মধ্যে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে, তারপর একদিন তিনি জানতে যে লীলা স্বামী মারা গেছে 28 বছর হয়ে গেছে, আরো জানতে পারলেন পক্ষাঘাতে লীলার অর্ধেক শরীর অবশ আর কয়েকটা আঙুল চরতরে বেঁকে গেছে । ভারতে তখন স্বাধীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিধান চন্দ্র রায় লীলার চিকিৎসা করছেন । খবরে পেয়েই উল্লাস কর দত্ত লীলাকে নিজের কাছে নিয়ে আসেন আর 1948 সালে বন্ধু সাহায্যে ব্রাহ্মমতে বিয়ে হয়ে তাদের । তখন ভারত স্বাধীন ।
আর দুজনের বয়স 63, টালিগঞ্জের ট্রাম ডিপোর কাছে ছোট্ট একটা ঘরে শুরু তাদের সংসার, পরাধীন দেশের প্রেম স্বীকৃতি পেল স্বাধীন ভারতে ।
ছবি সূত্র - Internet
তথ্য সূত্র - https://sobbanglay.com/sob/ullaskar-dutta/
- Get link
- X
- Other Apps


Comments