ভগৎ সিং ও কলকাতা !

ভগৎ সিং 

 ব্রিটিশ ভারতের পুলিশ সুপার জন স্যানড্রাস কে গুলি করেছিল ভগৎ সিং ও সুকদেব । ব্রিটিশ পুলিশ ছাড়ার পাত্র নয় , চিরুনি তল্লাশি চালিয়ে যাচ্ছে। এই সময় ভগৎ সিং নিজের চুল দাড়ি কেটে ফেললেন আত্মগোপনের জন্য, এই সময় তার সঙ্গী ছিলেন দুর্গা ভাবী । উদ্দেশ্যে কলকাতা, কারণ দুর্গা ভাবীর এক বান্ধবী ছিল কলকাতায় তার নাম সুশীলা দেবী , তাকে টেলিগ্রাম করে সব জানিয়েছিলেন দুর্গা ভাবী। লখনৌতে গিয়ে ট্রেন বদল করে আসলেন কলকাতায় । ভগৎ সিং নিয়ে গেছিলেন আর্য সমাজ মন্দিরে ।

আর্য সমাজ মন্দির


এখানে ব্রিটিশ পুলিশের নজরদারি কম , এখানেই দোতালার একটি ঘরে আত্মগোপনে ছিলেন ভগৎ সিং । আজকের ১৯ নম্বর বিধান সরণী সেই বাড়িটি এখন আছে সমোহিমায় ।

দুর্গা দেবী


দুর্গা ভাবী ছিলেন ভগবতীচরণ ভোরার  স্ত্রী,  যিনি ছিলেন হিন্দুস্থান সোশালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন (এইচএসআরএ) সদস্য। 

ছবি সূত্র - Internet

তথ্য সূত্র - https://eisamay.com/west-bengal-news/kolkata-news/bhagat-singh-memories-in-kolkata/amp_articleshow/67692911.cms

https://ekolkata24.com/offbeat-news/durga-of-bhagat-singh-durgavati-debi/

https://en.m.wikipedia.org/wiki/Bhagat_Singh

https://en.m.wikipedia.org/wiki/Durgawati_Devi


Comments