- Get link
- X
- Other Apps
Posted by
Tiki liki
on
- Get link
- X
- Other Apps
![]() |
| তৎকালীন কলকাতা |
কলকাতা জন্মদিন কবে, আসলে কি আছে কলকাতার জন্মদিন । বলা হয়েছিল যে 24 শে আগস্ট 1690 খ্রিস্টাব্দে জোব চার্নক কলকাতায় পা রাখেন । আসলে এটা ছিল চার্নকের তৃতীয়বার কলকাতায় আসে তার মানে ১৬৯০ খ্রিস্টাব্দের আগেও কলকাতা ছিল এবং সেখানে পাও রেখেছিলেন চার্নক । করে হয় কলকাতার জন্মদিন ২৪ শে আগস্ট ?
![]() |
| তৃতীয় বার কলকাতা আসলেন জোড় চার্নক |
প্রথম বাতিল করে দিয়েছিলেন রাধারমন মিত্র 1991 সালে বইমেলায় "কলকাতা বিচিত্রা" বইয়ে । 1495 খ্রিস্টাব্দে মনসাবিজয় কাব্যে কলকাতা উল্লেখ আছে । শুধু তাই নয়, 1594 , 1606 খ্রিস্টাব্দে চন্ডীমঙ্গল কাব্যে কলকাতার উল্লেখ রয়েছে। রাধারমন বাবু আরো দেখিয়েছেন যে ইংরেজদের নথিপত্রে "ক্যালকাটা" নামের উল্লেখ রয়েছে তারও চার্লস আয়ার ও রজার ব্র্যাডলির লেখা অনেক চিঠিপত্র এখানে সালের উল্লেখ আছে 1688 এর । এরপর কলকাতা হাইকোর্টে শাবান্য রায় চৌধুরী পরিবার একটি মামলা করে জানিয়েছিল যে ১৭ শতকের আগে সুটানটি, গোবিন্দপুর ও কালিকাটা গ্রাম গুলি তাদের মালিকানা ছিল । এরপর বিভিন্ন তদন্তের মাধ্যমে ঐতিহাসিকেরা প্রমাণ করেছেন যে 24 আগস্ট 1680 সালে কলকাতা জন্ম হয়নি আর কলকাতা জন্মদাতা জোব চার্নক নন ,
![]() |
| জোব চার্নক |
![]() |
| জোব চার্নক এর সমাধি |
২০০৩ সালে ১৬ই মে আনন্দবাজার পত্রিকার হেডলাইন ছিল কলকাতা জন্মদাতা জোব চার্নক নন এবং কলকাতায় কোন জন্মতারিখ ঐতিহাসিকেরা পাননি, এবং সেটা প্রমাণিত ।
ছবি সূত্র - Internet
তথ্য সূত্র - https://bengali.indianexpress.com/explained/calcutta-have-no-birthday-but-has-markers-of-urbanisation-city/lite/
http://www.banglaworldwide.com/post/purono-kolkata
https://drishtibhongi.in/2020/08/24/was-job-charnock-really-founder-of-kolkata/
- Get link
- X
- Other Apps


.jpeg)
.jpeg)
Comments