- Get link
- X
- Other Apps
Posted by
Tiki liki
on
- Get link
- X
- Other Apps
![]() |
| জেমস প্রিন্সেপ |
প্রিন্সেপ ঘাটে সবাই গেছেন কখনো না কখনো, কলকাতার অন্যতম বেড়ানোর জায়গাও প্রিন্সেপ ঘাট । কিন্তু এই প্রিন্সেপ কিসের জন্য বিখ্যাত, ইনিও সাহেব ছিলেন তিনি ভারতকে ভালবাসতেন এবং ভারতীয়দেরও ভালোবাসাতেন । 20 আগস্ট 1799 সালে জন্ম হয় জেমস প্রিনসেপের । আবার ছিলেন ভারতের এক নীলকর সাহেব নীলকর সাহেব । আবার 20 বয়সে কলকাতায় চলে আসেন প্রিন্সেপ মিন্টে চাকরি করতে । সেখানে তার কাজ ছিল সোনার রূপোর কয়েন টেস্ট করা, ওনার ভারত এবং ভারতীয়দের বিষয় জানার খুব ইচ্ছে ছিল উনি ভালো ম্যাপ বানাতে পারতেন । বেনারসে থাকাকালী শহরের একটা ম্যাপ বানিয়ে ছিলেন তিনি, তিনি ভালো ছবি আঁকতেন ভারতের বিভিন্ন মনুমেন্টের ছবি এঁকেছেন , আর্কিটেকচারে আগ্রহ ছিল তার বেনারসে থাকতে থাকতে একটা মিন্ট চার্চ
তৈরি করে ফেললেন এই প্রিন্সেপ । পুরনো দিনের কয়েন কালেকশনে তার ইন্টারেস্ট ছিল, গুপ্ত যুগ, কুষাণ যুগ নানান যুগের কয়েন জমিয়েছিলেন এবং এ বিষয়ে একটি বইও প্রকাশ পেয়েছিল তার কিন্তু জেমস প্রিন্সেপ আর একটা দারুন কাজ করেছিলে,
![]() |
| মূদ্রিত মুখ প্রিন্সেপের |
সেই জন্য তাকে সবার মনে রাখা উচিত অশোকের কথা জানেন তো রাজা-অশোক কলিঙ্গের যুদ্ধ করতে গিয়ে অনেকরক্ত দেখে যুদ্ধ ছেড়ে দেয় এবং বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং বহু লিপি পাথরের স্তম্ভের লিখেয়েছিলেন নিয়ে কিছু লিখেছেন বৌদ্ধ ধর্ম সম্পর্কে, এই ভাষায় তিনি লিপি গুলির লিখেছিলেন সেগুলি ছিল ব্রাহ্মী ভাষা, এই ভাষা প্রথম যিনি পাঠদ্ধার করেন তিনি হলেন জেমস প্রিন্সেপ ।
![]() |
| ব্রাহ্মী ভাষা |
এইসব করতে তো অনেক পড়াশোনা করতে হয় এই পড়াশোনা করাই তার কাল্ হয়ে দাঁড়ালো কলকাতায় থাকার সময় মাঝে মাঝেই তাই মাথা ব্যথা করত শরীর খারাপ হত এরপরে তিনি ফিরে গেলেন ইংল্যান্ডে তার বোনের কাছে, আর মাত্র 41 বছর বয়সে 1840 তার মৃত্যু হয়। কলকাতায় উনার নামে একটা ঘাট কেন আছে? এই প্রশ্ন ওঠে, কলকাতায় তার অনুরাগীরাই পয়সা জমিয়ে তার নামে এই মনুমেন্ট করে কিন্তু ঘাট কেন গঙ্গা তো অনেক দূরে যেই সময় এই মনুমেন্ট করা হয়েছিল তখন নদী কাছে ছিল, এখন যেখানে স্ট্যান্ড রোড সেখানে সেই সময় ছিল গঙ্গা আর ঘাটে সিড়িও ওই অব্দি ছিল এইজন্য ওটা ঘাট,
![]() |
| প্রিন্সেপ ঘাট |
আবার সংখ্যা তাত্ত্বিক লক্ষ্য করে দেখবেন কুড়ি তারিখ ওনার জন্ম কুড়ি বছর বয়সে কলকাতায় আসে 1840 সালে তার মৃত্যু হয় ....
ছবি সূত্র - Internet
https://bengali.swarnabdutta.com/princep-ghat-kolkata-history-details/
Brahmi script
British India
Chaloamaragalpakori
Heritage of Kolkata
History
James Prinsep Ghat
Monument
Old Kolkata
- Get link
- X
- Other Apps




Comments