ওষুধের দোকানের মালিক আবার গোপনে স্বাধীনতা সংগ্রামী বটকৃষ্ণ পাল ।

বটকৃষ্ণ সালের বাড়ি এবং ল্যাবরেটরি 

 শোভাবাজার স্ট্রিটে কখনো গেলে চোখে পড়বে বিশাল বড় তিনতলা বাড়ি, বাড়িতে ঢোকার মুখেই আছে বিশাল বড় ডিসপেনসারি তারপর লেখা বটকৃষ্ণ পাল কেমিস্ট এন্ড ড্রাগিস্ট । আরেক এই বাড়ির মালিক ছিলেন বটকৃষ্ণ পাল নিজে এবং তার পরিচয় একসময় বাংলা ছাড়িয়ে  দেশেও বিখ্যাত হয়ে পড়েছিল ‌এবং বিদেশেও ‌। বি. কে. পালের তৈরি করা ডিসপেন্সারি আর কম্পানি সারাবিশ্বে একটা ব্র্যান্ড হয়ে দাঁড়িয়েছিল । তার সংস্থার নাম ছিল বি . কে . পাল এন্ড কোং । কিন্তু শুরু এত ভাল ছিলনা নিজের পরিশ্রম এবং ধারালো ব্যবসায়ী বুদ্ধির জন্য তিনি নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন । শিবপুরের এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন বটকৃষ্ণ পাল, বারো বছর বয়সে কোলকাতার শোভাবাজারে চলে এসে তৈরি করেন নিজের সংস্থা , বি. কে. পাল কোম্পানি । বিদেশের সমস্ত ওষুধের কোম্পানির সঙ্গে যোগাযোগ করলেন এবং তাদের ওষুধ এনে রাখলে নিজের দোকানে , আর নিজেরাও ওষুধ বানানো শুরু করলেন 

। বাড়ির নিচেও ডিস্পেনসারি আর ল্যাবে দেশিয় ফর্মুলায় ওষুধ আনতে লাগলেন তিনি এখান থেকে কিন্তু যাত্রা শুরু হয়েছিল আন্টি ম্যালেরিয়ার ওষুধ এডওয়ার্ড টনিক ।  

ম্যালেরিয়ার ওষুধ এডওয়ার্ড টনিক 


একসময় ওষুধের তাবড় কোম্পানিকে ছাপিয়েছিল বি.কে. পাল এন্ড কং, যেমন টাকা রোজগার করেছেন তেমনি দান করেছে বি. কে. পাল । নিজের তৈরি এডওয়ার্ড টনিক গরিবদের মধ্যে বিলিয়ে দিয়েছেন, তৈরি করেছিলেন স্কুল ‌। কিন্তু বি. কে. পালের আর একটা পরিচয় ছিল , তার ডিসপ্নেসারি তে মাঝে মাঝেই মুখ ধেকে কয়েক জন লোক আসতো তাদেরকে নিজের হাত ওষুধ তুলে দিত বটকৃষ্ণ পাল । মুখ ধাকা লোক গুলো আসলে ছিল বিপ্লবী । বটকৃষ্ণ যে জিনিস গুলো দিচ্ছিল সেগুলো কিন্তু ওষুধ নয় , তার কোনটায় আছে নাইট্রিক অ্যাসিড কোনটায় পটাশ আবার কোন টায় অন্যকিছু । বোমা বানানোর সরঞ্জাম , যেহুতু তার ল্যাব ছিল তাই এসব জিনিস জোগাড় করা অসুবিধা ছিল না ,তার উপর বটকৃষ্ণ পাল তখন ইংরেজদের প্রিয়পাত্র তাই তার উপর সন্দেহর কোন কারণ নেই ‌।

ওষুধের দোকানের পেছনে চলত ভারতকে স্বাধীন করার প্রস্তুতি ।

এখন ঐ বাড়িটার সামনে দাঁড়ালে চোখের সামনে ভেসে ওঠে বটকৃষ্ণ পাল বিপ্লবীদের হাতে তুলে দিচ্ছেন বোমা বানানোর সরঞ্জাম আবার কিছুক্ষন পর নিজের ওষুধ দিতে যাচ্ছেন গরিব মানুষের মধ্যে । 

ছবি সূত্র - internet

তথ্য সূত্র - https://bengali.indianexpress.com/photos/kolkata-news/batakrishna-pal-is-probably-one-of-the-oldest-medicine-shop-in-asia-450130/lite/

https://www.prohor.in/batakrishna-pal-used-to-supply-bomb-making-equipment-to-the-revolutionaries-behind-the-drug-store

https://bn.m.wikipedia.org/wiki/%E0%A6%AC%E0%A6%9F%E0%A6%95%E0%A7%83%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A3_%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B2

https://www.getbengal.com/details/what-secret-lies-behind-the-ornate-fa%C3%A7ade-of-medicine-house-on-b-k-pal-avenue

Comments