- Get link
- X
- Other Apps
Posted by
Tiki liki
on
- Get link
- X
- Other Apps
![]() |
| মাতা হারি |
গুপ্তচর বা spy দের মধ্যে অন্যতম হল মাতা হারি। এটি কি তার আসল নাম ছিল ? না আসল নাম ছিল মার্গারেটা গিরট্রুইডা জে্লে। তার জন্ম হয়েছিল নেদারল্যান্ডে । 18 বা 19 বছর বয়সে তার বিয়ে হয়ে যায় ডাচ সেনার অফিসার রুডলফ ম্যাকলেওডেকের সঙ্গে।
![]() |
| মার্গারেটা গিরট্রুইডা জে্লে সঙ্গে ডাচ সেনার অফিসার রুডলফ ম্যাকলেওডেক |
তবে ম্যাকলেওডেক ভাল লোক ছিলেন না তাই মাত হারি সঙ্গে বিচ্ছেদের হয়ে যায় । এর পর মার্গারেটা চলে আসে প্যারিসে এই মার্গারেটা বা মাতা হারির রুপ ছিল অন্যবদ্য আর নাচ ও জানতেন, ব্যাস খুব তাড়াতাড়ি বিদেশি নর্তকী হিসেবে জায়গা করে নিলেন সবার মনে ( পুরুষের মনে ) । মাতা হারি কিন্তু তার স্টেজের নাম ছিল আর এই নামের অর্থ ভোরের চোখ। সমাজের উঁচু মানুষদের সঙ্গে ওঠা বসা ছিল মাতা হারির । খুব ভালো ভাবেই দিন কাটাচ্ছিলেন কিন্তু বাঁধ সাঁধলো প্রথম বিশ্ব যুদ্ধ সব স্টেজ শো বাতিল হয়ে গেছে হাতে একটা পয়সা নেই কারণ তিনি ছিলেন খুব উচ্চ ভিলাসি ছিলেন ।
এমন অবস্থা এক জার্মান সেনাবাহিনীর জেনারেল মাতা হারির কে বলেন জার্মানদের হয়ে গুপ্তচর বৃত্তি করার জন্য আর ভাল টাকাও পাবে, সুযোগ টা নিলেন মাতা হারি তবে কি গুপ্তচর বৃত্তির করতে পারেন নি খুব বেশি সাধারণ খবর পৌঁছে দিতেন জার্মান দের কাছে । আবার অনেকে মনে করেন তিনি ডবল এজেন্ট কাজ করেছেন মানে জার্মানদের খবর ফরাসিদের কাছে আবার ফরাসিদের খবর জার্মানদের কাছে পৌঁছে দিতেন।
![]() |
| A police photo shows Margaretha Zelle after her arrest in 1917.Credit...Museum of Friesland Collection, Leeuwarden |
কিন্তু কিছুই লাভ হচ্ছে না। জার্মানির ও না ফ্রান্সের ও না । তাই ফ্রান্সের এক হোটেলে ঘরে গ্রেপ্তার করা হয় মাতা হারি কে , তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় জার্মানদের হয়ে গুপ্তচর বৃত্তির । এর পর 15 অক্টোবর 1917 সালে ফায়ারিং স্কোয়াডে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় ।
ছবি সূত্র - internet
তথ্য সূত্র - https://en.m.wikipedia.org/wiki/Mata_Hari
https://curioushistorian.com/a-butterfly-in-the-sun-the-mysterious-mata-hari
https://www.nytimes.com/2017/10/13/arts/mata-hari-netherlands.html
Chaloamaragalpakori
Code Name H-21
Double Agent
First world war
Mata Hari
গুপ্তচর
প্রথম বিশ্বযুদ্ধ
মাতা হারি
- Get link
- X
- Other Apps



Comments