সদর স্ট্রিট ও রবীন্দ্রনাথ ঠাকুর!

সদর স্টীট 

 

সদর স্ট্রিট এর ভেতর দিয়ে  গেলেই একটি বাড়ি আছে, সেটি এখন হোটেল প্লাজা নামে পরিচিত । 1881 সালে বিদেশ থেকে ফিরেছে যুবক রবীন্দ্রনাথ, তারপর মৌসুরিতে গিয়ে বাবা দেবন্দ্রনাথ সাথে দেখা করে কোলকাতা ফিরে এই বাড়িতে থেকে ছিলেন রবীন্দ্রনাথ । এই বাড়িতে থাকার সময় তিনি তার বিখ্যাত কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ লিখেছিলেন । 


"আজি এ প্রভাতে রবির কর 

কেমনে পশিল প্রাণের 'পর,

কেমনে পশিল গুহার আঁধারে   প্রভাতপাখির গান! 

না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ

জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বারি, ওরে প্রাণের বসোনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারি" 

সেই হোটেল


রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর "জীবনস্মৃতি"  ও লিখেছেন এই কবিতা লেখার দিনটির কথা, "সদর স্ট্রিট এর  রাস্তাটা যেখানে গিয়া শেষ হইয়াছে, সেইখানে বোধ করি ফ্রী স্কুল এর বাগানের গাছ দেখা যায়।  একদিন সকালে বারান্দায় দাঁড়িয়া আমি সেই দিকে চাহিলাম তখন সেই গাছ গাছালি পত্রান্তরাল হইতে , যেন একটা পর্দা সরিয়া গেল । 

সেই ফলক


দেখিলাম একটি অপরূপ মহিয়ামায় বিশ্ব সংসার সমাচ্ছনো , আনন্দে এবং সৌন্দর্যে  সর্বত্রই তরঙ্গিত । আমার হৃদয়ে স্তরে স্তরে যে একটা বীশাদের আচ্ছাদন ছিল, তাহা এক নিমিষে ভেদ করিয়া , আমার সমস্ত ভীতিরটাতে বিশ্বের আলোক একবার বিচ্ছরীত হইয়া পড়িল । সেই দিন নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি নির্ঝরের মতোই যেন উৎসারিত হইয়া বহিয়া চলিল, লেখা শেষ হইয়া গেল, কিন্তু জগৎ এর সেই আনন্দ রুপের উপর তথনো জবনিকা পড়িয়া গেল না , এমনি হইলো আমার কাছে তখন কেউ এবং কিছুই অপ্রিয় রইল না ।" এখন হোটেল প্লাজা,  আছে ডাক্তারের ক্লিনক আর তার বাইরে আছে ছোট্ট ফলক , সেখানেই আছে হারিয়ে যাওয়া ইতিহাস । 

ছবি সূত্র - internet

তথ্য সূত্র - https://www.thehindu.com/society/history-and-culture/kolkata-home-where-rabindranath-tagore-turned-poet-is-now-a-budget-hotel/article30051189.ece

https://indianexpress.com/article/cities/kolkata/streetwise-kolkata-sudder-street-rabindranath-tagore-court-6165161/lite/

Comments