- Get link
- X
- Other Apps
Posted by
Tiki liki
on
- Get link
- X
- Other Apps
![]() |
| সত্যচরণ লাহা |
আমাদের এই দেশে বা এই বাংলায় কত অজানা জানা পাখি আছে সেটি একমাত্র বলতে পারে পাখি বিশেষজ্ঞরা । পাখি বিশেষজ্ঞদের কথা বলতেই মনে পরে সেলিম আলির কথা । আর বাংলার পাখিদের কথা বলতেই মনে পড়ে, অজয় হোম কথা । সত্যচরণ লাহা ইনি ছিলেন পাখি বিশেষজ্ঞ , হ্যাঁ সেলিম আলির আগে এই বাংলায় ছিলেন সম্ভবত প্রথম বাঙালি পাখি বিশেষজ্ঞ সত্যচরণ লাহা। তখন ভারতে ইংরেজ শাসন চলছে সেই সময় কৈলাস বোস স্টিটের বিখ্যাত লাহা পরিবারের জন্মগ্রহণ করেন ইনি । একদিকে বিপ্লবীদের নেশা ছিল দেশ কে স্বাধীন করার, অন্যদিকে লাহা বাবুর নেশা ছিল পাখি দেখার নেশা । এই নেশা টা কিন্তু খুব ভালো , কারণ বর্তমানে খুব বেশি পাখি তো দেখাযায় না । হ্যাঁ যা বলছিলাম লাহা বাবু চাকরি করতেন ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটে আর তার নেশা ছিল পাখি দেখা । সাইন্টিফিক পদ্ধতিতে পাখিকে পোষ মানানো যায় সেটা তিনি বার করেছিলেন । তার বই পাখির কথা প্রকাশ পেয়েছিল 1921 সালে । গুরুদাস চট্টোপাধ্যায় এন্ড সন্স থেকে প্রকাশ পায় সত্যচরণ লাহার বই কালিদাসের পাখি সালটা ছিল 1934 ।
![]() |
| তার লেখা বই |
কালিদাসের কাব্যগ্রন্থ গুলিতে যেসব পাখির কথা বলেছে অবশ্যই সে গুলি সংস্কৃততে লেখা ছিল সেই পাখিগুলি কথা জানতেতে গেলে এই বই ছাড়া উপায় নেই । কালিদাসের ভাষায় "গৃহবলিভুক" আসলে যে কাক চড়ুই পাখি ছাড়া আর কিছুই না , সেটা সত্যচরণ লাহা না থাকলে বোঝার উপায় নেই । কালিদাসের ভাষায় পারাবত আসলে Rock Pigeon , আর শুক পাখি যে টিয়া পাখি , সেটা লাহা বাবু না থাকালে বোঝাই যেত না । শুধু যে বই লিখেছেন তাও না আলিপুর চিড়িয়াখানায় প্রথম ভারতীয় সভাপতি ছিলেন সত্যচরণ লাহা । বাংলা পাখি বিশেষজ্ঞ বলতে অজয় হোম নাম আসে , কিন্তু তার পঁচিশ বছর আগে আর এক বাঙালি ছিলেন সত্যচরণ লাহা। ইংরেজি তে ornithologist বা পাখি বিশেষজ্ঞ তিনি প্রথম ।
ছবি সূত্র - internet
তথ্য সূত্র - https://www.literacyparadise.com/2020/12/Satyacharan-Laha-is-an-Extensive-Bengali-Ornithologist.html?m=1
- Get link
- X
- Other Apps


Comments