- Get link
- X
- Other Apps
Posted by
Tiki liki
on
- Get link
- X
- Other Apps
![]() |
| Albeirt Bus |
1957 সালে 15 April লন্ডন থেকে কোলকাতার যাত্রা শুরু করেছে এই bus টি , যাত্রি সংখ্যা ছিল 20. আর টিকিট দাম লন্ডনে থেকে কোলকাতার আসার জন্য লাগতো 85 পাউন্ড আর কোলকাতার থেকে লন্ডনের টিকিটের দাম 65 পাউন্ড । লন্ডন থেকে কোলকাতা পর্যন্ত এই রুটের নাম ছিল অ্যালবার্ট টুর সার্ভিস । সময় লাগতো 50 দিন, লন্ডন থেকে কোলকাতা আসতে। প্রথমে বেলজিয়াম তারপর জার্মানি, অস্ট্রীয়া, বুলগেরিয়া, ট্রাকি (তুর্কি) ,ইরান , আফগানিস্তান, পাকিস্তান তারপর উত্তর পশ্চিম ভারত হয়ে, কোলকাতা এই ছিল রুট ম্যাপ ।
এই bus টি ছিল ডবল ডেকার । 7997 কিলোমিটারে খাওয়া দাওয়ার সব ব্যাবস্থা ছিল , আর এই bus স্বপ্নের মত কেউ চাইলে bus ডেকে হাওয়া খেত, আবার পড়তে চাইলে নিচের ডেকে পড়ার ঘর ছিল । আর সবরকম সুবিধা,আলাদা খাওয়ার ছিল আর একটি রান্নাঘর সবরকম সুবিধা যুক্ত ।
![]() |
| রুট ম্যাপ |
Bus ছিল রেডিও, হিটার, ঘুমের ঘর , লন্ডন থেকে কোলকাতা আসার সময় ইস্তাম্বুলের গল্ডেন হর্ন , ক্যাসপিয়ান সাগর, রাইন ভেলি আর কাবুলের গীরীখাত ছুঁয়ে আসতো কোলকাতায় এই bus । 1976 সালে থেমে যায় এই bus , আর এই bus এর নাম ছিল অ্যালবার্ট ।
ছবি সূত্র - internet
https://bigthink.com/strange-maps/644-dont-buy-shirts-in-herat-down-the-hippie-trail/
- Get link
- X
- Other Apps




Comments