প্রথম বিশ্বযুদ্ধে এক সৈনিক পায়রা ও সৈনিক কুকুরের গল্প!

শের আমি ( Cher Ami )

28 July 1914 সাল প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। কারণ তো সবারই জানা তাও আরো একবার মনে করিয়ে দি,  অস্ট্রিয়ার যুবরাজ আর্চডিউক ফ্রাঞ্জ ফার্ডিনান্ডের হত্যার পর শুরু হয় আর শেষ হয় 1918 সালে । এই ভাবে পৃথিবী দেখলো প্রথম বিশ্বযুদ্ধ । তবে বিশ্ব যুদ্ধে মানুষ সাথে অংশ নিয়েছিল পশুপাখি রা । প্রথমে বলি এক পায়রার কথা । আমেরিকার সৈনারা আগের দিনের মত পায়রা কে ব্যাবহার করলো । 600 জন কেরিয়ার পায়রা কে ট্রেনিং দেওয়া হয় । ট্রেনের মধ্যে অন্যতম একটি পায়রা ছিল ব্ল্যাক চেকক পায়রা এই পায়ার নাম দেয়া হয়েছিল "শের আমি" নামের মানেটাও সুন্দর প্রিয় বন্ধু। ভেরদুনের আশেপাশে
অনেক সংবাদ আদান প্রদান করেছে সে আবার সঠিক ভাবে ফিরে এসেছে ।
আমেরিকান 77 ইনফ্যানট্রি খুব বিপদে পড়ে ছিল , যুদ্ধ করতে করতে তারা এক জায়গায় আটকে পড়েছিল 200 জন সৈনিক, কোনো ভাবেই যোগাযোগ করা যাচ্ছে না , এমনকি বেরনোর রাস্তা ও বন্ধ হয়ে গেছিল , সেই সময় তাদের বাঁচাতে আসে "শের আমি" । এর আগে অনেক পায়রা গেছিল কিন্তু তারা ব্যার্থ হয়েছে । যেখানে খবরটা লেখা ছিল সেখানে মানে পায়ে গুলি লাগে কিন্তু শের আমি পাটি গুলি লেগেও শরীর সাথে ঝুলে ছিল কিন্তু অদম্য সাহস নিয়ে শের আমি সংবাদ পৌঁছে দিয়েছিল , একটা ডানাটেও গুলি লেগেছিল ওড়ার ক্ষমতা কমে আসছিল তাও সে সংবাদ ঠিক পৌঁছে দিয়েছিল । স্মিথসোনিয়ান ইন্সটিটিউশনের মিউজিয়ামে তার শরীরটা সংরক্ষণ করে রাখা। যুদ্ধের পর একের পর এক সম্মান পেয়েছে সে।

সার্জেন্ট স্টোবি ( Stubby )



এবার আসি এক সারমেয় কথায় তার নাম স্টবি । যুদ্ধের ময়দানে সার্জেন্ট উপাধিও পেয়েছে ইনি ।  স্টবিকে যুদ্ধের ময়দানে নিয়া আসা হয়েছিল, কিন্তু মাসর্টাড গ্যাস আক্রমনে আহত হয় স্টবি।
কিন্তু গ্যাস আক্রামনে স্টবি আরো খুব সহজেই গ্যাস কোথো থেকে আসছে তাও বুঝে যেত স্টবি। এক জার্মান গুপ্তচর ধরেতে সাহায্য করে স্টবি ।স্টবিকে নিয়ে ছবিও তৈরি হয়েছে হলিউডে।

মানুষের কথা মনে থাকে সবার কিন্তু এই নিরীহ পশুপাখিদের কথা ভূলে যায় অনেক।

ছবি সূত্র - Internet

তথ্য সূত্র - https://eisamay.com/lifestyle/live-your-dreams/five-amazing-facts-about-messenger-pigeons/articleshow/54643568.cms?utm_source=Whatsapp_Wap_stickyAS&utm_campaign=eismobile&utm_medium=referral


https://roar.media/bangla/main/history/animals-in-world-war-one

https://www.history.com/topics/world-war-i/world-war-i-history

Comments