রাইসিনা গ্রামে থেকে হলো আজকের রাষ্ট্রপতি ভবন !


রাষ্ট্রপতি ভবন 

 ব্রিটিশরা কলকাতা থেকে নিজেদের রাজধানী দিল্লিতে পরিবর্তন করে কিন্তু এখানে ভাইসরয়ের থাকার জন্য কি করা যায় সেই জন্য তারা একটি প্রাসাদ বানানোর সিন্ধান্ত নেয় , তখন এই প্রাসাদের নাম রাষ্ট্রপতি ভবন ছিল না, ছিল ভাইসরয় হাউস । এই প্রাসদ বানানোর কাজ শুরু হয় 1912 সালে আর শেষ হয় 1929 প্রায় 17 বছর ধরে চলে এই কাজ । দিল্লির দক্ষিণ দিকে রায়সিনা গ্রাম দখল করে এই প্রাসাদ বানানো হয় । 70 কোটির বেশি ইট ও 30 লাখের বেশি পাথরের দিয়ে তৈরি ভাইসরয় হাউস, এর নির্মাণ করেছিলেন এডিউইন ল্যান্ডসির লুটিয়েন্স ।

এডিউইন ল্যান্ডসির লুটিয়েন্স


মূলতো ভারতিয় সংস্কৃতি মেনেই ইউরোপিয়, মোঘল, বৌদ্ধ, হিন্দু, স্হাপত্যেরমিল ঘটিয়ে এই ভাইসরয় হাউস তৈরি হয়ে ছিল । ভাইসরয় হাউস ঠিক সামানে একটি স্মৃতি সৌধ আছে যার নাম জয়পুর কলাম । 

জয়পুর কলাম


কলকাতা থেকে যখন রাজধানী দিল্লিতে আসে তখন 1912 সালে জয়পুরের মহারাজা দ্বিতীয় মাধো সিং এই সৃষ্টি নির্মাণ করতে বলেছিল ‌। এডিউইন ল্যান্ডসির লুটিয়েন্স এটি ডিজাইন করেন । সৌধে বলা হয়েছে , একটি ব্রোঞ্জ পদ্ম ফুল এবং একটি ছয়-পয়েন্টেড গ্লাস স্টার অফ ইন্ডিয়ার প্রতীক দ্বারা মাউন্ট করা একটি ডিম, প্রথম পাথরের নেতৃত্বে ছিলেন রাজা সম্রাট জর্জ দ্য ফিফথ এবং তার সহধর্মিণী কুইন মেরি 15 ডিসেম্বর 1911 সালে। ব্রিটিশ ভাস্কর চার্লস সার্জেন্ট জ্যাগার দ্বারা ডিজাইন করা ভারতের সম্রাটের অস্ত্রের কোট দেখানো বেসের চারপাশে বাস-রিলিফকলামে লেখা- মাধো সিং II , জয়পুরের মহারাজা, 1911 সালের দিল্লি দরবার এবং ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করার জন্য এটির নির্মাণকে স্পনসর করার প্রস্তাব দিয়েছিলেন। স্বাধীন ভারতের 1950 সালে ভারতের প্রথম রাষ্ট্রপতি ডা:রাজেন্দ্র প্রসাদ এই ভবনের প্রেবশ করেন তারপর থেকেই রাষ্ট্রপতি ভবন ।

ছবি সূত্র - internet

এডিউইন ল্যান্ডসির লুটিয়েন্সের ছবি সূত্র - alamy

জয়পুর কলামের ছবি ও তথ্য সূত্র - https://en.m.wikipedia.org/wiki/Lutyens%27_Delhi

তথ্য সূত্র - https://eisamay.com/lifestyle/news-on-travel/lesser-known-facts-about-rashtrapati-bhavan/articleshow/90988234.cms?utm_source=Whatsapp_Wap_stickyAS&utm_campaign=eismobile&utm_medium=referral 


https://bn.m.wikipedia.org/wiki/%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AA%E0%A6%A4%E0%A6%BF_%E0%A6%AD%E0%A6%AC%E0%A6%A8#:~:text=%E0%A6%8F%E0%A6%9F%E0%A6%BF%20%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0%20%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%80%20%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8%20%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87,%E0%A6%AD%E0%A6%AC%E0%A6%A8%20%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87%20%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BF%20%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AD%20%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87%E0%A5%A4

https://fb.watch/evnmCM-tcO/

Comments