জিন্স প্যান্টের ইতিহাস !

জিন্স প্যান্ট

 

জিন্স প্যান্ট ছোট থেকে বড় সবাই পছন্দ করেই পোশাকটিকে । কিন্তু এই 

জিন্স প্যান্ট তৈরি হয়েছিল শ্রমিকদের জন্য , তখন একে বলা হত বুল জিন্স ।

জিন্স প্যান্টের বিবর্তন 


এই প্যান্ট তৈরি করার উদ্দেশ্য ছিল সস্তায় এমন এক পোশাক তৈরি যেটি সরা বছর পরা যাবে, শীত হোক বা বর্ষা অথবা গরমে । ডেনিম কাপড়ের জিন্স আরমদায়ক, আবার ডেনিম শব্দ ফরাসি । সেরজে দে নিমস থেকে এসেছে নিমস শহরের দরজিরা জিন্স বানান । জিন্স এর রঙ কিন্তু নীল, তখন ছিল এখনো আছে তারসাথে আরো রঙ যুক্ত হয়েছে । প্রথমে ঠিক এর রঙ কালো হবে , কিন্তু যেহুতু শ্রমিক জিন্স ব্যাবহার তার জন্য কালো হলে আরো বেশি গরম লাগবে , আবার বেশি ময়লা হলেও বোঝা যাবে না নীল রঙ হলে । আর নীল রঙ যেত কিন্তু ভারত থেকেই। আর লক্ষ্য করে দেখবেন জিন্স পকেটে একটা ছোট্ট পকেটে থাকে এর কারণ হিসেবে বলা হয় , শ্রমিকরা মাঠেঘাটে কাজ করতেন আর সেই হাত ঘড়ি ছিল না ঐ ছোট্ট পকেটে শ্রমিকরা ঘড়ি রাখতেন ।

জিন্স প্যান্টের সেই পকেট

সেই পকেটে ঘড়ি 


লেভি স্ত্রাউস 1873 সালে এই বাজারে নিয়ে আসে , তখন জিন্স প্যান্ট বলা হত ওয়েস্ট ওভারঅলস । সাধারণ মানুষদের মধ্যে অভিনেতা জেমস ডিন এই পোশাকে বিখ্যাত করে তোলেন ।

ভারতে প্রথম 1995 সালে জিন্স তৈরি করে অরবিন্দ মিল ।   

ছবি সূত্র - internet

তথ্য সূত্র - https://m.timesofindia.com/life-style/fashion/buzz/what-is-the-use-of-mini-pocket-in-jeans/articleshow/51240527.cms?utm_source=facebook.com&utm_medium=social&utm_campaign=TOI?utm_source=whatsapp&utm_medium=social_lifestyle&utm_campaign=ETimesmobile

https://www.anandabazar.com/lifestyle/few-less-known-amazing-facts-about-jeans-pant-dgtl-1.994199

Comments