- Get link
- X
- Other Apps
Posted by
Tiki liki
on
- Get link
- X
- Other Apps
আজকে doctor's day কারণ ডা: বিধান চন্দ্র রায়ের জন্মদিন আবার মৃত্যু দিন ও , একদিকে স্বাধীনতা সংগ্রামী অন্যদিকে ডাক্তার আবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও ছিলেন। 1950 সালেই তিনি বুঝতে পেরেছিলেন, যে কোলকাতা এত লোক ধরবে না তাই একটা স্যাটালাইট শহরের দরকার, তার সময় থেকেই সল্টলেকের কাজ শুরু হয় । তাই তার নামেই বিধান নগরের নাম ।
![]() |
| বিধান চন্দ্র রায় |
![]() |
| বিধান নগর |
আবার আরো একজন ডাক্তারের নামেও একটি রাস্তা রয়েছে কোলকাতায়, Dr. U.N. Brahmachari স্ট্রিট মানে উপেন্দ্রনাথ ব্রক্ষ্মচারী উনি বর্ধমানে 1873 সালে 19 ডিসেম্বর জন্মে ছিলেন আর M.D. ডিগ্রী পেয়েছিলেন 1902 সালে । এখনকার নীলরতন সরকার হাসপাতালে আগের নাম ছিল ক্যামবেল মেডিকেল স্কুল সেখানে পড়াতেন , তিনি আরো একটা কারণে বিখ্যাত , তিনি প্রথম কালা জ্বরের ওষুধ আবিষ্কার করেছিলেন । এই কালা জ্বরে কিন্তু একসময় ভারতের অনেক গ্রাম উজার করে দিয়েছিল ।
![]() |
| উপেন্দ্রনাথ ব্রক্ষ্মচারী |
![]() |
| Dr. U. N. Brahmachari street renamed from Loudon street, beside Minto park, Kolkata. |
![]() |
| N.R.S Hospital |
আরো অনেক ডাক্তার ছিলেন বিপ্লবী, ইংরেজ সরকার কুখ্যাত পুলিশ ছিল চার্লস টেগার্ট , তাকে অনেকবার হত্যা করার চেষ্টা করেছিল বিপ্লবীরা কিন্তু সেই চেষ্টা বিফল ছিল, কিন্তু 1930 সালের 25 আগস্টে ডালহৌসি স্কোয়ারে তার ঘোড়ার গাড়ি তে বোমা ছোড়া হয়েছিল কিন্তু টের্গাট বেঁচে যায় , আর ধরা পড়ে ডাক্তার নারায়ণ রায় ।
শাস্তি হয় আন্দাবনে । সেলুলার জেল থেকে 15 বছর পর বেরিয়ে তিনি কোলকাতায় এবং সারা জীবন গরবীদের চিকিৎসা করে গেছেন সেই জন্য শীমলা স্ট্রিট
বা নারায়ন রায় সরণী ।
খীদীর পুরে আরো একজন ডাক্তারের নামে রাস্তা আছে সুধির বোস । রাজাবাজার সাইন্স কলেজের উল্টো দিকে লাল হলুদ বাড়ি আছে সেটা হলো Dr. M.N. Chatterjee Memorial eye Hospital . Dr. Chatterjee ছিলেন চোখের চিকিৎসক তার বাড়িটি দান করেছিলেন ।
স্বদেশি আন্দোলন সময়ের বেঙ্গল ক্যামিকাল , সেই বেঙ্গল ক্যামিকাল প্রথম ম্যানেজিং ডিরেক্টর একজন ডাক্তার তার নাম কার্তিক বোস যিনি বাল্ড প্রেশার কমানোর ওষুধ আবিষ্কার করেছিলেন সেটা নাকি এখনো চলছে,
S.N. Banerjee রোডে কাছে Dr. Lane ওখানে নাকি একসময় অনেক ডাক্তার থাকেন কিন্তু কার নামে যে Dr. Lane নাম হয়েছিল তা জানা যায়নি।
ছবি সূত্র- internet
তথ্য সূত্র - https://en.wikipedia.org/wiki/Bidhan_Chandra_Roy
Doctor lane
dr Bidhan chandra Roy
Dr Narayan Roy
Dr. M N Chatterjee
dr. Sudhir Bose
dr. U. N. Brahmachari
Happy doctor's day
History of Kolkata's Doctor's
- Get link
- X
- Other Apps

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)


Comments