- Get link
- X
- Other Apps
Posted by
Tiki liki
on
- Get link
- X
- Other Apps
![]() |
| তাজমহল |
পৃথিবীর 7 টি আশ্চর্য মধ্যে অন্যতম হল তাজমহল। শাজাহান তাজমহল বানিয়ে ছিলেন মুমতাজের জন্য । শাহজাহানের আরেকটি পরিকল্পনা ছিল তাজমহলের ঠিক সামনে একটি কাল মার্বেলের তৈরি তাজমহল বানাবেন কিন্তু ওরঙ্গজেব ক্ষমতায় আসায় তিনি কালো তাজমহলবানাতে দেননি । এক ফরাসী পর্যটক জিন ব্যাপটিস্ট ট্যারভার্নিয়ারের ভ্রমণ কাহিনী লেস সিক্স ওয়ায়েজেস দে জিন ব্যাপটিস্ট ট্যারভার্নিয়ারে এই কাহিনীর উল্লেখ করেছেন । এই পর্যটক
1640 এবং 1655 খ্রিস্টাব্দে আগ্রা ঘুরতে আসেন এবং তার ভ্রমণকাহিনিতে উল্লেখ করেছেন যে শাহজাহান তার নিজের সমাধি নির্মাণ আরম্ভ করেছিলেন কিন্তু পুত্রদের যুদ্ধের জন্য তিনি অসুস্থ হয়ে গেছিলেন । তার ইচ্ছা ছিল তাজমহলের সঙ্গে তার সমাধি সংযোগ যমুনা নদীর উপর একটি বীজের মাধ্যমে । ACL Carlleyle নামক প্রত্নতাত্ত্বিক মার্বেল জোড়ার জন্য একটি পুকুর চিহ্নিত করেছে তবে সেটা ভুল ছিল।
![]() |
এই দ্বিতীয় তাজমহল বা কালো তাজমহলে স্থানটা কোথায় ছিল প্রশ্ন ওঠে গবেষণায় দেখা গেছে শাজাহান চেয়েছিলে মুনলাইট গার্ডেনকে অঙ্গে তাজমহলের জায়গার সঙ্গে অন্তর্ভুক্ত করতে গিয়েছিলেন এবং ওখানে তৈরি করতে গিয়েছিলেন কলো তাজমহল ।
তবে ঐতিহাসিকরা এই দ্বিতীয় তাজমহলের তত্ত্বকে গুরুত্ব দেয়নি কারণ তিনি টেভারনিয়ার ছাড়া সেই সময় অন্য কোনো দলিলে এরকম তথ্য পাওয়া যায় না । মুনলাইট গার্ডেনে কালো রংয়ের মার্বেলে ধ্বংসস্তূপ আগাচ্ছে গবেষণা করে দেখা গেছে সেগুলি আসলে সাদা মার্বেল কিন্তু এত বছর পরে না হয়ে গেছিল এই জন্য কালো রং হয়েছিল। কিং তবে শাহজাহান কি আদেও যমুনার উপর সামনা সামনি মানে নদীর দু'পাশে দুটি তাজমহল করতে চেয়ে ছিলেন কিনা নাকি এটি শুধুমাত্র কল্পনা ।
ছবি সূত্র - internet
তথ্য সূত্র - https://en.m.wikipedia.org/wiki/Black_Taj_Mahal


Comments