- Get link
- X
- Other Apps
Posted by
Tiki liki
on
- Get link
- X
- Other Apps
![]() |
| গওহর জান |
'রস কে ভরে তেরে নয়ন
শাহরিয়া গরবা লাগলো'
আজকের 92 নম্বর রবীন্দ্র সরণী তে আছে একটা বাড়ি, ঐ বাড়িটির এখন নাম সেলিম মঞ্জিল । আগে ঐ বাড়ির নাম ছিল গওহর জান বিল্ডিং , ও বাড়িতেই থাকতেন ভারতের বুলবুল। নাখোদা মসজিদর আশে পাশেই এই বাড়িটি ।
![]() |
| গওহর জান এর বাড়ি |
তখনকার সময়ে গওহর জানকে একঝলক দেখার জন্য রাস্তায় ভিড় হয়ে যেত । তখনকার সময়ে দেশলাই বাক্সে তার ছবি ছাপা হতো, সেই সময় গওহর জান রঙিন poster পাওয়া যেত ।
![]() |
| দেশলাই বাক্স |
1902 সালে তার গানের রেকর্ডিং এর পারিশ্রমিক ছিল 3000 টাকা । উত্তর প্রদেশে গওহর জান জন্ম ছিলেন , তার প্রথম নাম ছিল অ্যান্জেলীনা , কিন্তু তার মা দ্বিতীয় বিয়ে করেন একজন মুসলিম কে তখন তার নাম হয়েছিল গওহর জান । বাবা ও দিদির সাথে গওহর চলে এসেছিলেন কোলকাতায় , আর সেই সময় মেটিয়াবরুজ কে ছোট্ট লখনৌ বানানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন ওয়াজীদ আলি সাহ্ । সেখানেই ডাক পেয়েছিলেন গওহর জান আর সেখানেই গওহর তার গুরু দেখা পেলেন আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে, একপর এক রের্কডং , মহেফীল । ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য অর্থ সাহায্য করেছিলেন। গ্রামোফোন যুগের এদেশের প্রথম ঠুংরি সম্রাজ্ঞী।
ছবি সূত্র - internet
তথ্য সূত্র - http://www.bongodorshon.com/home/story_detail/it-is-my-song
https://en.m.wikipedia.org/wiki/Gauhar_Jaan
- Get link
- X
- Other Apps
.jpeg)


Comments