সুশীলা সুন্দরী দেবী প্রথম বাঙালি নারী সার্কাসে বাঘের খেলা দেখাতেন।

বাঘের গায়ে হেলান দিয়ে বসে সুশীলা দেবী

 সুশীলা দেবী অন্যতম জনপ্রিয় নাম তার আরেক নাম ছিল ব্যাঘ্র কন্যা । সুশীলা দেবী সার্কাসে খেলা দেখাতেন সময়টা ছিল উনিশ শতক ,তখন যেখানে মেয়েদের ঘর থেকে বেরোনো বারণ ছিল সেখানে তিনি সার্কাসে খেলা দেখাতেন । শোনা যায় তিনি সার্কাসের জিবনাস্টিক করতেন এমনকি কুস্তির আখড়াতে যাতায়াত ছিল। তার বিখ্যাত খেলা ছিল বাঘের খেলা, বাঘের খাঁচায় ঢুকতেন একটা লাঠি পর্যন্ত না নিয়ে । বাঘ কখনো তার আঙ্গুলের ইশারায়  গর্জন করছে, কখনো আবার বসে পড়ছে । তবে কি বাঘদের শিকল পরা থাকতো ?! 

পিরামিড এ সুশীলা দেবী 


না তিনি যখন খেলা দেখাতে তখন বাঘে শিকল  খোলা থাকতো এমনকি, তার সময় থেকেই শিকল খোলা রাখা বাঘের খেলা দেখানো প্রচলন হয়। ট্রেনী বাঘের সঙ্গে তো খেলা দেখাতেন নেই এমনকি জংলি বাঘদের সঙ্গেও  খেলা দেখাতে তিনি । বাঘের মুখের মধ্যে মাথা ঢুকিয়ে কিছুক্ষণ পর আবার বাঘের মুখ থেকে মাথা বার করে আনতে সুশীলা দেবি । এরকম খেলা দেখাতে দেখাতে অনেকবার তিনি ডাকে বাঘের আচরে আহত হয়েছেন কিন্তু খেলা দেখানো থেমে থাকেনি সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল খেলা দেখানোর পর তিনি বাঘের গায়ে হেলান দিয়ে বসতেন । 

Great Bangla Circus বিঞ্জাপন 

তবে একবার এক ক্ষুধার্ত বাঘের গায়ে হেলান দিয়ে বসার সময় তার থাবার গুরুতর আহত হন এবং তারপর থেকেই সুশীলা দেবীর সার্কাসের রিং এ ফেরা সম্ভব হয়নি । তার ভয়ঙ্কর খেলা ছিল বাঘের সঙ্গে কুস্তি করা এবং এই কুস্তি করতে গিয়ে বহুবার আহত হয়েছেন তিনি । সুশীলার পপুলারিটি তখন কিন্তু খুব মারাত্মক ছিল, ইংলিশমেন্ পত্রিকার একটি আর্টিকেল এর বাংলা তর্জমা করলে দেখা যায় " হিন্দু স্ত্রীদের দুর্নাম যে তারা বড্ড ভীতু, কিন্তু এই সুশীলা সুন্দরী একটা লাঠি পর্যন্ত না নিয়ে নির্ভয় বাঘের খাঁচায় ঢুকে দুটো বাঘের সঙ্গে ফালায় খেলা এমন সাহসের পরিচয় দেন । যা দেখলে সত্যি চমকে যেতে হয় ।

ছবি সূত্র - Internet

তথ্য সূত্র - https://en.wikipedia.org/wiki/Sushila_Sundari

Comments