- Get link
- X
- Other Apps
Posted by
Tiki liki
on
- Get link
- X
- Other Apps
![]() |
| পালকি |
রোমে লেটিকা, চীনে জিয়াও, বাংলায় এর নাম পালকি । পালকি শব্দটি এসেছে সংস্কৃত শব্দ "পর্যাঙ্ক" থেকে ।
ব্রিটিশ অফিসাররা চড়েছে পালকি তে এমনকি তাদের নিজেদের বেয়ারা ছিল পালকি বওয়ার জন্য । ডেভিড হেয়ার সাহেব বরাবর পালকি ব্যাবহার করেছেন ঘোড়ার গাড়ি ব্যবহার করেননি। যেকোনো পূজা পার্বণের দিনে বাঙালি বাড়ির সম্ভ্রান্ত মহিলারা তাদের ঘেরা টোপ দেওয়া পালকি করে গঙ্গা স্নানে যেতেন আর পালকি টা কে গঙ্গার জলের চুবানে হত ।
![]() |
| শিল্পীর আঁকায় পালকির ছবি |
1891 খ্রিস্টাব্দে কলকাতা শহরে পালকি সংখ্যা ছিল 606 দারোগা প্রিয়নাথ ও পালকি ব্যবহার করেছেন । পালকি বেয়ারাদের সংখ্যা ছিল 1614 । এখন যে রকম গাড়ি ভাড়া করা হয় তখন পালকি ভাড়া করা হতো , একটা পালকি জন্য 5 থেকে 6 জন বেয়ারা লাগতো ।
![]() |
| বিদেশের পালকি |
তখনকার দিনে জমিদারদের নিজস্ব পালকি ও ছিল। সাধারণ পালকি আর নিজস্ব পালকির মধ্যে তফাৎ ছিল পারকি নিজস্ব পালকি সাধারণ পালকি থেকে একটু বড় হতো আর বাহারি হত । সেই সময় কলকাতার বড় লোকদের জন্য 3000 টাকা দিয়ে পালকি তৈরি করানো হয়েছে, বাধা হয়েছিল ভাড়াও এখনকার app cab এর মতই । এক ঘন্টার জন্য ছয় আনা , নয় ঘন্টা একদিনের জন্য দেড় টাকা ।
ছবি সূত্র - internet



Comments