- Get link
- X
- Other Apps
Posted by
Tiki liki
on
- Get link
- X
- Other Apps
![]() |
| রানী তারা দেবী |
সালটা ছিল 1946 মাস ছিল ডিসেম্বর ।
মহিলাটি নতুন দিল্লির মেইডেন্স হোটেলের পরিচিত মুখ ছিল , প্রতিদিন তিনি তার কুকুরদের সঙ্গে ঘুরতে বেরহতেন , কিন্তু তার কাছে ডিসেম্বরের 9 তারিখের সকাল ছিল অন্যরকম, হোটেলর সুইট থেকে বেরিয়ে এক ট্যাক্সি নিয়ে চলে যান কুতুবমিনারের দিকে । তখন কুতুবমিনার ছিল শহরে সবচেয়ে উঁচু মিনার আর শহরের দুরত্ব ছিল প্রায় 20 কিলোমিটার । ট্যাক্সি থামল এবং সেই মহিলা ট্যাক্সি থেকে নেমে তার হাত ব্যাগটি ড্রাইভারের হাতে দিয়ে সোজা চলে গেলেন মিনারে দিকে । কি মনে করেই ড্রাইভার মিনারের দিকে তাকালেন কারন হয়তো অনেকক্ষন দাঁড়িয়ে ছিলেন তিনি এবং দেখলেন মিনারের চুড়ায় পৌঁছে গেছেন সেই মহিলা, আর তারপরেই মৃত্যুর দিকে ঝাঁপ দিলেন । সেইদিনের খবরের কাগজে ছাপা হয়েছিল যে তার মৃতদেহ পাওয়া গেছিল মিনারের গোড়ায়। দেখতে মহিলা ছিলেন অত্যন্ত সুন্দর । এতক্ষণ ধরে মহিলা নাম জানতে পারিনি এবার জানবো তার পরিচয় , তার হাত ব্যাগ থেকে জানা যায় তার নাম রানী তারা দেবী , কাপুরথালার বৃদ্ধ মহারাজা জগৎজিৎ সিংহের স্ত্রি তবে তখন একসঙ্গে থাকতেন না ।
পোস্টমর্টেমের পর তাকে দিল্লির নিকলসন কবর স্থানে কবর দেওয়া হয় ।
![]() |
| রানীর সমাধি |
তারা দেবী কিন্তু তার আসল নাম ছিল না বিয়ে হওয়ার পর তার এক নাম দেওয়া হয় ।
তিনি বিদেশীনি তার আসল নাম হল এনজেনী মারি
রসোফোভা তিনি ছিলেন চেক প্রজাতন্ত্র বাসিন্দা ( অনেক বলেন নিনা ) । তিনি ছিলেন ভিয়েনার বিখ্যাত নৃত্য শিল্পী ।
![]() |
| সেই সময় এর খবরের কাগজ |
তার বাবা কথা থেকে জানা যায় তিনি ভারতে আমেরিকার চলে যেতে চেয়েছিলেন , কিন্তু থেকে গেলেন ভারতেই ।
ছবি সূত্র - internet
- Get link
- X
- Other Apps






Comments