কুতুব মিনার ও এক রানীর আত্মহত্যা

রানী তারা দেবী

সালটা ছিল 1946 মাস ছিল ডিসেম্বর ।

মহিলাটি নতুন দিল্লির মেইডেন্স হোটেলের পরিচিত মুখ ছিল , প্রতিদিন তিনি তার কুকুরদের সঙ্গে ঘুরতে বেরহতেন , কিন্তু তার কাছে ডিসেম্বরের 9 তারিখের সকাল ছিল অন্যরকম, হোটেলর সুইট থেকে বেরিয়ে এক ট্যাক্সি নিয়ে চলে যান কুতুবমিনারের দিকে । তখন কুতুবমিনার ছিল শহরে সবচেয়ে উঁচু মিনার আর শহরের দুরত্ব ছিল প্রায় 20 কিলোমিটার । ট্যাক্সি থামল এবং সেই মহিলা ট্যাক্সি থেকে নেমে তার হাত ব্যাগটি ড্রাইভারের হাতে দিয়ে সোজা চলে গেলেন মিনারে দিকে‌ ‌‌। কি মনে করেই ড্রাইভার মিনারের দিকে তাকালেন কারন হয়তো অনেকক্ষন দাঁড়িয়ে ছিলেন তিনি এবং দেখলেন মিনারের চুড়ায় পৌঁছে গেছেন সেই মহিলা, আর তারপরেই মৃত্যুর দিকে ঝাঁপ দিলেন । সেইদিনের খবরের কাগজে ছাপা হয়েছিল যে তার মৃতদেহ পাওয়া গেছিল মিনারের গোড়ায়। দেখতে মহিলা ছিলেন অত্যন্ত সুন্দর । এতক্ষণ ধরে মহিলা নাম জানতে পারিনি এবার জানবো তার পরিচয় , তার হাত ব্যাগ থেকে জানা যায় তার নাম রানী তারা দেবী , কাপুরথালার বৃদ্ধ মহারাজা জগৎজিৎ সিংহের স্ত্রি তবে তখন একসঙ্গে থাকতেন না । 


পোস্টমর্টেমের পর তাকে দিল্লির নিকলসন কবর স্থানে কবর দেওয়া হয় । 

রানীর সমাধি

তারা দেবী কিন্তু তার আসল নাম ছিল না বিয়ে হওয়ার পর তার এক নাম দেওয়া হয় । 


তিনি বিদেশীনি তার আসল নাম হল এনজেনী মারি

 রসোফোভা তিনি ছিলেন চেক প্রজাতন্ত্র বাসিন্দা ( অনেক বলেন নিনা ) । তিনি ছিলেন ভিয়েনার বিখ্যাত নৃত্য শিল্পী । 

সেই সময় এর খবরের কাগজ


তার বাবা কথা থেকে জানা যায় তিনি ভারতে আমেরিকার চলে যেতে চেয়েছিলেন , কিন্তু থেকে গেলেন ভারতেই ।



ছবি সূত্র - internet

তথ্য সূত্র - https://m.timesofindia.com/india/75-years-ago-a-queen-jumped-to-her-death-from-qutub-minar/articleshow/88065392.cms?utm_source=TOI&utm_medium=Article_Unlock_FB_1612&utm_campaign=Referral_Conv_queen&fbclid=IwAR1vgk6LdKRHURm8WW9OSNRam7hLMnF8yrScE9Rgy76w_1sudZ2Z4c2bYIQ


https://youtu.be/Gujg5t_pL0E
 

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02VA5yLXWpmx2n59UNCkX1Asmh7vkuhsVXHNsMArBHr3yyRh28bCqnkDPA8WyhVgNBl&id=174611151222&sfnsn=wiwspwa

Comments