- Get link
- X
- Other Apps
Posted by
Tiki liki
on
- Get link
- X
- Other Apps
![]() |
| গ্যাস বাতি |
অন্ধকার কিন্তু সবচেয়ে ভালো জিনিস, খারাপ কিছুর পক্ষে, একসময় তো কলকাতায় রাজপথ ছিল গুন্ডাদের স্বর্গরাজ্য কারণ তখন কোনো আলো জ্বলত না রাস্তায় । গোড়ারদিকে তো বিপদে না পড়লে রাতে সাধারন মানুষ রাস্তায় বেরোতে না । উনবিংশ শতকের শেষের দিকে ইলেকট্রিক আসেইনি গ্যাস বাতিও আসেনি কলকাতায় । একই রাস্তা আলো জ্বলত না ? জ্বলত কেরোসিনের বাতি । উনিশ শতকের মাঝামাঝি সময় কোলকাতায় গ্যাস বাতি আসে । 1857 সালে 6 জুলাই মিউনিসিপ্যালিটির লটারি টাকা দিয়ে কলকাতার রাস্তায় প্রথম গ্যাস বাতি বসে । খুব ভালো গ্যাসবাতি ও পঁচিশ ভোল্টের ব্লাব থেকেও কম আলো দিত । আর বাতিগুলো লাগানো থাকতো অনেক দূরে দূরে ফলে গ্যাস বাতি তলা টুকু বাদ দিলে আর কোথাও আলো পৌঁছাতো না । প্রথম গ্যাস বাতি জ্বলে ছিল চৌরঙ্গীতে মানুষ আত্মহারা হয়ে গান বেঁধে ছিল - রাত্রিতে গ্যাস লাইট জ্বালো, অন্ধকার নাই !
অন্ধকার রাত্রে দিনের মতো চলে যাই ।
সন্ধ্যে হলেই মিউনিসিপ্যালিটি লোক বগোলে মই নিয়ে ছুঁটতো রাস্তায় রাস্তায়
আলো জ্বালাতে , মোইতে চড়ে ল্যাম্পপোস্টে উঠে প্রথমে পরিষ্কার করত আলোর শেদের কাঁচ , তারপর চাবি ঘুরিয়ে চালু করতো গ্যাস দেশলাই জ্বালিয়ে ধারালো বাতি । আলো জ্বালানো ও নেভানো নিয়ে প্রচন্ড করা ছিল মিউনিসিপ্যালিটি । 1951 সাল পর্যন্ত কলকাতায় গ্যাস বাতি ছিল উনিশ হাজার আর 1960 সালে এর সংখ্যা দাঁড়ায় 3,800 আর 1970 সালে কলকাতা থেকে হারিয়ে যায় গ্যাস বাতি । আর এই গ্যাস বাতির জন্য ওরিয়েন্টাল গ্যাস কোম্পানির চুক্তি হয়েছিল ।
ছবি সূত্র - internet
- Get link
- X
- Other Apps
.jpeg)
Comments