রাজার ট্রেনে চড়া !

রাজা রামমোহন রায়

 কলকাতায় প্রথম ট্রেন চলাচল কালীঘাটের 1855 সালে‌ । শুধু কলকাতা না সারা ভারতে প্যাসেঞ্জার ট্রেনে্ চালু হওয়ার আগে প্রথম ট্রেনে চড়ে  ছিলেন একজন বাঙালি যাকে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন ভারতের প্রথম আধুনিক মানুষ, তিনি রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় ট্রেনে করেছিলেন আমাদের দেশের ট্রেন চালু হওয়ার প্রায় পাঁচ বছর আগে 1846 সালে বিলেত যাত্রা করেন রামমোহন রায় বিলেতের ম্যানচেস্টার শহরে, রেল লাইন  দেখে অবাক হয়ে যান তিনি দেখে অবাক হয়ে যান তিনি লোহার পাত কেটে বানানো রাস্তা তার উপর দিয়ে ছুটে চলেছে বাষ্প চালিত গাড়ি। রামমোহন যখন বিলেতে রেলগাড়ি ভ্রমণ করছেন ।



এদেশে তখন ফেরেলের লাইন পাতার কাজ শুরু হয়েছে । ভারতীয়দের মধ্যে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর প্রথম রেলপথ বানানোর জন্য ব্যবস্থা নেন 1843 এর লেখা একটি চিঠিতে তিনি বলছেন স্টিমারে করে এলাহাবাদের পথে যাত্রা করেছিলেন, কিন্তু পৌছলেন ভাগলপুর পর্যন্ত। তিনি মজা করে বলেছিলেন "আমাদের নদী গঙ্গা তো বিদেশের ছোট রাইন নদী নয় , শোত্র এত তীব্র ছিল যে আমায় কলকাতায় ফিরে আসতে হয়" আর চিঠি শেষ করেছিলে এইটা লিখে "দুর্ভাগ্যবশত ভারতে আমাদের রেল পথ নেই আর এখানে ভ্রমণ করা সামান্য ব্যাপার না আর  সহজসাধ্য নয়" তারপর 1853 সালে প্রথম প্যাসেঞ্জার ট্রেন চালু হয় ভারতে । তবে আধুনিকতার নিরিখে বিলেতের মাটিতে প্রথম বাঙালি হিসেবে নাম রয়েছে এমন একজন যিনি সত্যিকারে রাজা,  রাজা রামমোহন রায়। 

ভারতের প্রথম ট্রেন

ছবি সূত্র - Internet

তথ্য সূত্র - https://www.bongodorshon.com/home/story_detail/before-the-introduction-of-passenger-trains-in-india-rammohan-roy-was-the-first-bengali-to-ride-over-train

https://bartamanpatrika.com/detailNews.php?cID=74&nID=296443&P=1&nPID=20210802

Comments